Swami Vivekananda Scholarship 2024: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা কবে ঢুকবে? (নতুন আপডেট)

Swami Vivekananda Scholarship
Swami Vivekananda Scholarship

Swami Vivekananda Scholarship 2024: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা কবে ঢুকবে? (নতুন আপডেট)

Swami Vivekananda Scholarship : “Swami Vivekananda Merit Cum Means Scholarship” তথা বিকাশ ভবন স্কলারশিপের আবেদন দীর্ঘ সময়ের পর আবারো স্বাভাবিকভাবে সমস্ত কিছু চলছে। মাঝে কিছু সময়ের জন্য এই পোর্টালে Technical problems হওয়ার জন্য সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছিল, যাইহোক যে সব যোগ্য মেধাবী আবেদনপ্রার্থীরা Swami Vivekananda Scholarship বা বিকাশ ভবন স্কলারশিপের আবেদন করতে পারছিল না তারাও অবশেষে তাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে। (Swami Vivekananda Scholarship 2024: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা কবে ঢুকবে? (নতুন আপডেট))

এখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদন করেছো সেই সকল ছাত্র-ছাত্রীদের মনে একটাই প্রশ্ন ঘোড়াফেরা করছে যে কবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবনের টাকা দেওয়া হবে? বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করছে ছাত্র ছাত্রীদের কিন্তু সবথেকে বড় স্কলারশিপ প্রকল্প হল মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্প এই প্রকল্পকে অনেকে আবার “বিকাশ ভবন শিক্ষাবৃত্তি” (SVMCM) নামে চেনেন।(Swami Vivekananda Scholarship 2024: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা কবে ঢুকবে? (নতুন আপডেট))

এই প্রতিবেদন এ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023-24 টাকা কবে ঢুকবে? স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস স্কলারশিপ কি? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা পাবে? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কত টাকা পাওয়া যায়? কবে তোমরা টাকা পাবে ?কেন তোমরা টাকা পাচ্ছ না? আবেদনের শেষ তারিখ কবে ? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক করবেন ?এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই অবশই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।(Swami Vivekananda Scholarship 2024: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা কবে ঢুকবে? (নতুন আপডেট)

Table of Contents

Swami Vivekananda Scholarship স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি ?

SVMCM -“Swami Vivekananda Merit Cum Means Scholarship” হল ভারতের প্রাচীনতম এবং অন্যান্য স্কলারশিপগুলির মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি বৃত্তি ।এই স্কলারশিপ বৃত্তিটি 1908 সালে স্বামী বিবেকানন্দ এর স্মরণে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এই স্কলারশিপটি ভারতীয় সকল ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সুবিধা প্রদান করে।অবশই এই স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি সংখ্যালঘু সম্প্রদায় , খৃষ্টান ,বৌদ্ধ প্রভৃতি ধর্ম সম্প্রদায় ছাত্র-ছাত্রী এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে পাঠরত ছাত্র-ছাত্রীদের পশ্চিমবঙ্গ সরকার স্নাতক স্তরের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করার জন্য Swami Vivekananda Merit Cum Means Scholarship প্রকল্পটি চালু করেছে।এই বৃত্তিটির লক্ষ্য হলো দরিদ্র সীমার নিচে পরিবারের মেধাবী ছাত্র ছাত্রী কিন্তু আর্থিকভাবে স্বচ্ছলতা না থাকায় পিছিয়ে পড়ে , সেইসব শিক্ষার্থীদের উচ্চতর পড়াশোনা করার জন্য। (Swami Vivekananda Scholarship 2024: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা কবে ঢুকবে? (নতুন আপডেট)

Swami Vivekananda Scholarship 2024: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা কবে ঢুকবে? (নতুন আপডেট)

বিভিন্ন সরকারি দপ্তরের নির্দিষ্ট সময় অনুযায়ী ফান্ড ডিসবার্সমেন্ট (Fund Disbursement) বা কিস্তি প্রদান করা হয়।এটা আপনার কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে অন্যান্য যে সব প্রকল্প রয়েছে সব দপ্তরের মতো শিক্ষা দপ্তরেও একই নিয়মে ঘটে। ইতিমধ্যে কিন্তু প্রথম পর্যায়ে অনেক ছাত্র-ছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পেয়ে গিয়েছে। আর যে সকল ছাত্র ছাত্রী এখনো পর্যন্ত পাওনি তারা একটু অপেক্ষা করো, তবে বিশেষ চিন্তার কোন কারণ নেই, তোমরা জানো সামনেই লোকসভা ভোট আছে তার আগেই কিন্তু সমস্ত ছাত্র ছাত্রী এই স্কলারশিপের টাকা পেয়ে যাবে।

এখানে পর্যন্ত উচ্চশিক্ষা দপ্তর বিকাশ ভবন থেকে বিস্তারিত কিছু জানানো হচ্ছে না, তবে ছাত্র-ছাত্রীদের আপডেট থাকতে বলা হয়েছে ।যখনই সমস্ত প্রক্রিয়া শুরু হবে তখনই ফান্ড সক্রিয় হবে, সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে এই স্কলারশিপের টাকা প্রদান করা প্রক্রিয়াও শুরু হয়ে যাবে

Swami Vivekananda Scholarship Fund Disburse Update : taka kobe pabo

যে সকল ছাত্র-ছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে জন্য আবেদন করেছে তার পরে বেশ কিছু ধাপের মধ্য দিয়ে তোমাদের আবেদন প্রক্রিয়া Verification করা হয়।শেষে যদি সমস্ত কিছু সঠিক থাকে তাহলে বিকাশ ভবনের তরফ থেকে আবেদন approval অনুমোদন পাই।application approval হওয়ার পরেই কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023-24 টাকা পাবে ।কবে তোমরা টাকা পাবে তার কোনো সঠিক তারিখ বলা সম্ভব নোই। কিন্তু এপ্রিল ও মে মাসের মধ্যে একটা fund available হতে পারে , তো তোমরা তখন টাকা পেয়ে যাবে প্রচুর সংখ্যক ছাত্র ছাত্রী।

SVMCM Scholarship আবেদন একবার বাতিল হয়েছে তারা কবে টাকা পাবে ?

যে সকল ছাত্র-ছাত্রীদের আবেদন একবার হলেও রিজেক্ট হয়েছে বা সেই সকল ছাত্র-ছাত্রীরা তাদের document পুনরায় submit করেছে ,সেক্ষেত্রে তাদের  স্কলারশিপের টাকা পেতে আরো কিছুটা সময় লাগতে পারে। কিন্তু যে সকল ছাত্র-ছাত্রীদের সবকিছু ঠিক আছে বা approve বা verify অবস্থায় পরে আছে ,তারা খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবে।

Swami Vivekananda Scholarship 2024: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বিবরণ

Swami Vivekananda Scholarshipস্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2023-24 টাকা কবে ঢুকবে?
Name of ScholarshipSwami Vivekananda Scholarship (SVMCM) বা “বিকাশ ভবন শিক্ষাবৃত্তি
StateWest Bengal
Eligibility Marks60% Board Exam
Annual Income2.5 লক্ষ কম হতে হবে
Application Online
Helpline Number18001028014
Official Websitehttps://svmcm.wbhed.gov.in/

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা পাবে ? (SVMCM Scholarship Eligibility )

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • পশ্চিমবঙ্গের যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর স্তরে স্নাতকোত্তর পর্যন্ত পড়া করতে হবে।
  • আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় আড়াই লক্ষের কম হতে হবে।
  • আবেদনকারী মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেলে, তাকে 60% নাম্বার পেয়ে 11 এ ক্লাসে ভর্তি হতে হবে,তারপরে Swami Vivekananda merit -cum means (SVMC) Scholarship এ আবেদন করার যোগ্য হবে।
  • আবেদনকারী উচ্চমাধ্যমিক দিয়ে থাকেলে, তাকে 60% নাম্বার পেয়ে যে কোনো বিষয়ে বা Engineering, Deploma, Medical , বা যেসমস্ত কোর্স রয়েছে, সেখানে ভর্তি হতে হবে, তারপরে Swami Vivekananda merit -cum means (SVMC) Scholarship এ আবেদন করার যোগ্য হবে।
  • আবেদনকারী যদি UG দিয়ে থাকেন তাহলে তাকে 53% নাম্বার পেয়ে এবং PG ভর্তি হয় তাহলে আবেদন করতে পারবেন।
  • আবার যে সমস্ত ছাত্রী কন্যাশ্রীর K1 ও K2 পেয়েছে, তারা যদি PG তে 45% নম্বর পেয়ে ভর্তি হয় তাহলে তারাও 24,000 বা 30,000 টাকা পাবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ কত টাকা পাওয়া যায় ? (SVMCM Amount )Swami Vivekananda Scholarship taka kobe pabo

  • যে সকল মেধাবী ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, তাদেরকে বার্ষিক 12,000 টাকা দেওয়া হয়।
  • যে সব মেধাবী ছাত্র-ছাত্রীরা, উচ্চমাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছে, তারা যদি আর্টস বা কমার্স নিয়ে পড়াশোনা করে তাহলে তাদেরকে বার্ষিক 12,000 টাকা থেকে যে সকল ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে তাদেরকে বার্ষিক 18,000 টাকা দেওয়া হয়।
  • যে সব মেধাবী ছাত্র-ছাত্রীরা Engineering/ Medical/ Nursing বিভাগে ডিগ্রি করে তাদের বছরে 60,000 টাকা দেওয়া হয়।
  • ডিপ্লোমা কোর্স করলে তাদের বছরে 18 হাজার টাকা দেওয়া হয়।
  • পোস্ট গ্রাজুয়েশন কোর্স করলে তাদের 24,000 থেকে 30,000 টাকা দেওয়া হয়।

Swami Vivekananda Scholarship 2024: FAQ

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কি সুবিধা(SVMCM Benefit)

Swami Vivekananda merit -cum means Scholarship হল ভারতীয় মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য একটি স্কলারশিপ। এই স্কলারশিপটি আর্থিকভাবে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ করে দেয়। শিক্ষার্থীদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করতে কি কি লাগে?

রীক্ষার মার্কশিট , Income Certificate in original, bank account , Adhar card, Pass port photo, Signature, Mobile number and e-mail id.

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইট কোনটি ?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইট হলো https://svmcm.wbhed.gov.in/

আরও পড়ুন – PM Vishwakarma Yojana 2024: প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা অনলাইন আবেদন (Registration ) যোগ্যতা, নথি, সুবিধা,

 Sitaram Jindal Scholarship 2024 : স্কুল কলেজের শিক্ষার্থীরা সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন করুন।

 কন্যাশ্রী প্রকল্প 2024 আবেদন পদ্ধতি, উদেশ্যে, সুবিধা, কত টাকা পাবে? (Kanyashree Prakalpa new update)

Forest Department Recruitment 2024: বন দপ্তরে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।

WB Health Job Vacancy 2024 পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।

SVMCM 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন, লাস্ট ডেট, রিনওয়াল, সম্পূর্ন জানুন| Swami Vivekananda Scholarship

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *