PM Vishwakarma Yojana 2024: প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা অনলাইন আবেদন (Registration ) যোগ্যতা, নথি, সুবিধা,

PM Vishwakarma Yojana 2024
PM Vishwakarma Yojana 2024

PM Vishwakarma Yojana 2024: প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা আবেদন কিভাবে করবেন? অনলাইন রেজিস্টেশন করবেন ? ফর্ম pdf, ফর্ম ফিলাপ কি ভাবে করবেন ? ডকুমেন্ট কি লাগবে , কি কি সুবিধা আছে? PM Vishwakarma Yojana highlight, Eligibility, Online application form pdf, benefits and documents required for apply pm vishwakarma yojana in bengali

PM Vishwakarma Yojana 2024: স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নতুন প্রকল্প চালু করলেন বিশ্বকর্মা যোজনা, সাধারণ জনগণ উপকৃত হবে। দেশে সাধারণ মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে।2023 সালে খুব দ্রুত শুরু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের অধীনে নতুন প্রকল্প প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনা (PM Vishwakarma Yojana)। 1947 সালে 15 আগষ্ট ভারত স্বাধীনতা অর্জন করে সেই অনুযায়ী 2023 সালে 15 ই আগষ্ট ভারতের 77 তম স্বাধীনতা দিবস। এই দিন স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি দেশবাসীর জন্য এক দারুণ সুখবর ঘোষণা করলেন , তা হলো প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana2024 )। গোটা বিশ্বের দরবারে ভারতকে এক আদর্শ দেশ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


এই প্রকল্পের মাধ্যমে সমাজের ঐতিহ্যগত প্রান্তিক কারিগরদের বিশেষ সুবিধা হতে চলেছে। মূলত স্যাকড়া,কামার কুমোর,ছুতোর মিস্ত্রি,রাজ মিস্ত্রি, হস্তশিল্পী এই সমস্ত শ্রেনীর অন্তর্ভুক্ত মানুষেরা যাতে ঐতিহ্যগত পরম্পরায় বিশেষ কারিগরি দক্ষ হয়ে ওঠে। এই যোজনার কি সুবিধা রয়েছে? কি যোগ্যতা থাকা দরকার? কবে থেকে শুরু হবে? এই সমস্ত বিষয়ে আপনি জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে।PM Vishwakarma Yojana 2024:

Table of Contents


PM Vishwakarma Yojana 2024 Details : প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনার বিবরণ।

প্রকল্প নাম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনা (PM Vishwakarma Yojana)
চালু করেছেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
সূচনা সময় 17 September 2023
সুবিধাভোগী শিল্প ও কারিগরি শ্রমিক
সুবিধা 5% সুদের হারে 2 বার 2 লক্ষ টাকা ঋণ পাবে।
প্রশিক্ষণ দেওয়া হবে।
যন্ত্রাংশ কেনার জন্য 15 হাজার টাকা যাবে।
প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন 500 টাকা প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা সার্টিফিকেট ও id কার্ড।
উদ্দেশ্য আর্থিক সাহায্য করা
বয়স 18 বছর
আবেদন প্রক্রিয়া অনলাইন
Official Website https://pmvishwakarma.gov.in/

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা 2024 (PM Vishwakarma Yojana 2024)

PM Vishwakarma Yojana 2024: 2023 সালে 77 তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের পরে দিল্লির লালকেল্লা থেকে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রমজীবী এবং সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য নতুন প্রকল্প “প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা” র কথা বলেন। কেন্দ্র সরকার এই প্রকল্পের জন্য 15 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে । ছোট ব্যাবসায়ী হওয়ার জন্য কেন্দ্র সরকার আগেই মুদ্রা যোজনা প্রকল্প চালু করেছে।বিশ্বকর্মা প্রকল্পের মাধ্যমে দেশের একশ্রেণীর মানুষের ব্যপক ভাবে কল্যান হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আস্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন এই ঐতিহ্যগত কারিগরি শ্রেনীর অন্তর্গত যেসব মানুষেরা ঝুপরি বা ভাড়া বাড়িতে, কলোনি জীবনযাপন করছে তাদেরকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই মানুষেরা যাতে সহজে ঋণ পায় তার ব্যবস্থা করবে সরকার। এই ঋণ নিয়ে তাঁরা যেন নিজস্ব বাসস্থান তৈরি করতে পারে, সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের ঘোষণা করেন।

আমাদের দেশের অধিকাংশ মানুষ দিনমজুর এবং আর্থিকভাবে দুর্বল OBC সম্প্রদায় কামার, নাপিত ,সুতোর, রাজমিস্ত্রী,স্বর্ণকার, চর্মশিল্প কাজের সঙ্গে যুক্ত। তাই প্রধানমন্ত্রী সেই সব ব্যক্তির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করার কথা ঘোষণা করলেন। 2023-24 এ আর্থিক বাজেট এই স্কিমে আরও নতুন দিক যুক্ত হয়েছে।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ভারতের সব ধরনের কর্মচারী অর্থাৎ শিল্প,কারিগরী বা ইঞ্জিনিয়ারিং বা যে কোনো  ধরনের পেশার সাথে জড়িত। তাদের আর্থিক ভাবে সাহায্য করার পাশাপাশি, কারিগরদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে ,স্থানীয় ও বৈশ্বিক বাজারে সঙ্গে সংযুক্ত, ব্রন্ডেড প্রচার, আধুনিক প্রযুক্তি ,ডিজিট্যাল পেমেন্ট,সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ও ইত্যাদি বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পের মাধ্যমে।

প্রথম পর্যায়ে তাদের পেশাগত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের আওতায় যে সব ব্যক্তি প্রশিক্ষণ নেবেন তাদের প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রতিদিন 500 টাকা দেওয়া হবে।মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করছেন, বিশ্বকর্মা প্রকল্পের মাধ্য দিয়ে সমাজের ঐতিহ্যগত দক্ষতা সম্পন্ন মানুষদের সাহায্য করবে সরকার।(PM Vishwakarma Yojana 2024)

শিল্প, কারিগরী বা ইঞ্জিনিয়ারিং এদের যন্ত্রাংশ কেনার জন্য সরকার 15 হাজার টাকার আর্থিক সাহার্য্য  করবে। তাদের ব্যবসাকে উন্নত করার জন্য 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকার লোন দেবে।ঋন ৫% শতাংশ সূদে প্রদান করতে হবে।(PM Vishwakarma Yojana 2024)

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আবেদন করার যোগ্যতা 2024 (PM Vishwakarma Yojana eligibility)

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আবেদন করতে পারবেন আবেদনকারীর কিছু যোগ্যতার উপর ভিত্তি করেই । (PM Vishwakarma Yojana 2024) এই প্রকল্পের উদেশ্য হলো কারিগরি বা শিল্পীদের আরও বেশি উন্নত ভাবে প্রশিক্ষণ দেওয়া যার ফলে তাদের ব্যবসার আরও বেশি উন্নতি হবে।এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকার 13 হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন । আবেদনের মে যোগ্যতা থাকা প্রয়োজন তা হলো-

  • আবেদনকারীকে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে 
  • আবেদনকারী যদি কোনো সরকারি কর্মী হয় তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না ।
  • যে কোনো কর্মী এই যোজনার জন্য আবেদন করতে পারবেন ।
  • আবেদনকারীর বয়স  18 বছর হতে হবে ।
  • আবেদনকারীর যে কোনো একটি হাতের কাজ বা‌ হস্ত শিল্প জানতে হবে ।
  • এই স্কিমে আবেদন করতে হলে আবেদনকারীকে অনগ্রসর শ্রেনীর অন্তর্ভুক্ত হতে হবে।

প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা আবেদন করার সুবিধা 2024 ( PM Vishwakarma Yojana Benefits)

  1. বিশ্বকর্মা যোজনায় কেন্দ্র সরকার ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করতে চলেছে। যারা এই স্কিমে আবেদন করবে , তারা প্রথম কিস্তিতে ৫ শতাংশ সুদের হারে ১ লক্ষ টাকা এবং দ্বিতীয় কিস্তিতে ২ লক্ষ টাকা লোন নিতে পারবেন।
  2. এই প্রকল্পের মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী পরম্পরায় চলতে থাকা জীবাকাগুলি আর্থিক সহায়তা এবং প্রশিক্ষণ দেওয়া হবে।
  3. নিজেদের কোন ছোট ব্যাবসা করতে এই স্কিমে সাহায্য পাবে, লোন, সাবসিটি সহ অন্যান্য সুবিধা পাবে। পড়াশোনার ক্ষেত্রে, টার্নিং এর ক্ষেত্রে এই স্কিমের আওতায় স্কলারশিপের ব্যাবস্থা আছে।
  4. এই প্রকল্প অনেক স্কেক্টরেরে সাথে যুক্ত আছে তাই ট্রেনিং শেষে ছাত্র-ছাত্রীরা নিজেদের পছন্দমতো ফিল্ডে কাজ করতে পারবে।
  5. প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় আবেদনকারীদের প্রথমে  5-7 দিন Basic Traning দেওয়া হবে।
  6.  Traning চলা কালীন প্রতিদিন 500 টাকা করে দেওয়া হবে ।
  7. যে সব ব্যক্তির Advance Traning এর প্রয়োজন তাদের 15 দিনের ট্রেনিং করানো হবে।
  8. প্রত্যেকে ট্রেনিং শেষে একটি Vishwakarma certificate এবং id card দেওয়া হবে।
  9. শ্রমিকদের আগাম যন্ত্রাংশ বা Toolkit incentive কেনার জন্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা থেকে 15  হাজার টাকা করে দেওয়া হবে।
  10. প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় দক্ষ শ্রমিকদের 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে 5% হারে সুদ অনুযায়ী।
  11. পরবর্তী সময়ে 2 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে।এই ঋণের 5% সুদ দেবে।
  12. এই PM Vishwakarma Yojana  প্রথম পর্যায়ে ঋণের সময় সীমা থাকবে 18 মাস এবং দ্বিতীয় পর্যায়ে ঋণের সময় থাকবে 30 মাস।
  13.  যদি আপনি ঋণের টাকা ফেরত দেওয়ার সময় Degital লেনদেন করেন সেক্ষেত্রে আপনাকে 1 টাকা করে Insensitive  দেবেন সরকার।
  14. প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পে ভারত সরকার প্রায় 18 টি ঐতিহ্যবাহী বানিজ্য অন্তর্ভুক্ত করেছে।
  15. প্রধানমন্ত্রী বিশ্বকর্মা  যোজনা প্রকল্পের সুবিধা গ্রহণ করতে চলেছে প্রায় 164 টিরও বেশি অনগ্রসর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।সব মিলিয়ে 30 লাখ শিল্পী।

প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা কারা আবেদন করতে পারবে 2024 (PM Vishwakarma Yojana Beneficiary List)

এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় যে সব শিল্পী, কারিগরি শ্রেনীর অন্তর্ভুক্ত মানুষেরা তাদের পেশা সম্পর্কে প্রশিক্ষণ সহ আর্থিক ‌সাহায্যে নিজের ব্যাবসাকে বড়ো করতে পারবে। মোট 18টি ব্যবসায় নিযুক্ত থাকা কারিগরি, শিল্পী এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana 2024) কারা কারা আবেদন করতে পারবে তা নীচে সারণিতে উল্লেখ করা হলো-

  • ছুতার (সুথার/বাধাই)
  • স্বর্ণকার (সোনার)
  • হাতুড়ি এবং টুল কিট মেকার
  • নৌকা প্রস্তুতকারক
  •  আর্মারার
  • লকস্মিথ
  • কামার (লোহার)
  • মেসন (রাজমিস্ত্রী)
  • মুচি (চর্মকার)/ জুতা/ জুতা কারিগর
  • মালা প্রস্তুতকারক (মালাকার)
  • দর্জি (দর্জি)
  • পুতুল ও খেলনা প্রস্তুতকারক (ঐতিহ্যগত)
  • কুমার (কুমহার)
  • ভাস্কর (মূর্তিকার, পাথর খোদাইকারী), পাথর ভাঙা; 
  • ঝুড়ি/মাদুর/ঝাড়ু মেকার/কয়ার ওয়েভার; 
  • নাপিত (নাই)
  • ধোপা (ধোবি)
  • ফিশিং নেট মেকার।
  • প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পের এই সমস্ত কর্মীরা আবেদন করতে পারবেন ।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ওয়েবসাইট

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা অফিসিয়াল ওয়েবসাইট হলো https://pmvishwakarma.gov.in/.

বিশ্বকর্মা যোজনা কি কি ডকুমেন্টস লাগবে 2024 (PM Vishwakarma Yojana Important Documents)

PM Vishwakarma Yojana 2024: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র নীচে উল্লেখ করা হয়েছে –

  • আবেদনকারী আধার কার্ড
  • আবেদনকারী বৈধ মোবাইল নাম্বার
  • আবেদনকারী জাত শংসাপত্র
  • আবেদনকারীর আবাসিক শংসাপত্র
  • ব্যাংক একাউন্ট পাসবুক
  • পাসপোর্ট সাইজের ফটো
  • রেশন কার্ড 
  • আবরদনকারীর কাজের তথ্য 

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ফর্ম pdf

 প্রথমে, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা অফিসিয়াল ওয়েবসাইট, https://pmvishwakarma.gov.in/ গিয়ে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন আপনার সকল তথ্য বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন করার পরে, আবেদনপত্রে যাবেন।

বিশ্বকর্মা যোজনা অনলাইন রেজিস্ট্রেশন (PM Vishwakarma Yojana Online Registration 2024 )

  • প্রথমে আবেদনকারীকে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পের Online Registration করতে অফিসিয়াল ওয়েবসাইটে https://pmvishwakarma.gov.in এ প্রবেশ করতে হবে
  • Online Registration প্রক্রিয়ার জন্য, আপনার আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং পাসবুকের মতো সব মৌলিক নথিপত্রের প্রয়োজন হতে পারে, তার সাথে প্রতিভা শংসাপত্র আরও অন্যান্য।
  • আপনি অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে, নিশ্চিত করুন ওয়েবসাইটে দেওয়া সমস্ত নির্দেশিকা পড়েছেন ও সেগুলি মেনে চলছেন।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা ফর্ম ফিল আপ (PM Vishwakarma Yojana Online Form Fill up )

PM Vishwakarma Yojana 2024: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার আবেদন পদ্ধতি 17 সেপ্টেম্বর 2023 থেকে শুরু হয়েছে । আপনি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনে নাম নথিভুক্ত করতে বা আবেদন করার জন্য যে কোনো CSC সেন্টার এ গিয়ে করতে পারেন। নীচে আবেদন করার পদ্ধতি গুলো জেনে নেওয়া যাক –

  • প্রথমে আবেদনকারীকে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে https://pmvishwakarma.gov.in এ প্রবেশ করতে হবে।
  • এরপরে হোম পেজে login অপশনে ক্লিক করুন।
  • ঐ পেজের নিচের দিকে CSC-Artisons (CSC- View E- Shram Data) এই অপশনটি আপনি দেখতে পাবেন ।এখানে ক্লিক করুন, তার পর CSC User Name এবং Password দিয়ে Login করুন।
  • এবার আবেদনকারীর Registration করতে বিশ্বকর্মা যোজনা CSC (CSC- View E- Shram Data) ব্যবহারকারীদের  Login Drop Down থেকে CSC Register কারিগর বিকল্পটি নির্বাচন করুন।
PM Vishwakarma Yojana 2024: প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা অনলাইন আবেদন (Registration ) যোগ্যতা, নথি, সুবিধা,
  • এর পরবর্তী ধাপে আপনি CSC ব্যবহারকারীর Name ও  Password ব্যবহার করে লগইন (login) করুন।
  • রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশ্বকর্মা প্রকল্পের অধীনস্থ স্ব-কর্মসংস্থান ব্যবসার উন্নয়নের জন্য শেষ 5 বছরে আপনি কোন ঋনের সুবিধা নিয়েছেন কি না। ‘হ্যা’ অথবা ‘না’ অপশনে ক্লিক করুন।এখন আপনি “continue” বাটনে ক্লিক করুন।
  • Aadhar Verification এর জন্য Aadhar Card Register ও Mobile Number  লিখুন। Aadhar Card Number দিয়ে Continue অপশনে ক্লিক করুন।
  •  আপনার আধার কার্ডের সাথে লিংক থাকা বৈধ মোবাইল নাম্বারে OTP Verification এর কোড আসবে। এবার Continue বাটনে ক্লিক করুন।
  • পরবর্তী পেজে Aadhar Verification এ আপনার আধার কার্ডের তথ্য লিখতে হবে। প্রমাণীকরণের জন্য বায়োমেট্রিক (Biometric) অপশনে ক্লিক করে,আপনার বায়োমেট্রিক (Biometric) প্রমাণ করুন। এরপরে Verify Biometric এ ক্লিক করুন।
  • এবার একটি Registration from আসবে।আপনার সমস্ত তথ্য লিপিবদ্ধ করতে হবে। যেমন আবেদনকারীর নাম, জন্ম তারিখ,বাবার নাম, স্বামী/স্ত্রীর নাম,লিঙ্গ এই সমস্ত আধার কার্ড থেকে পাওয়া যাবে।
  •  আবেদনকারী GEN/SC/ST/OBC  কোন শ্রেনী তা নির্বাচন করুন। আবেদনকারীর কোন রাজ্যে ব্যবসা করছে তা যাচাই করুন। সত্যিই আবেদনকারী সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্গত কি না যাচাই করুন৷এরপর আবেদনকারীর Mobile Number ও PAN Card Number লিখুন (যদি থাকে)।
  • এবার আপনার Family Details, Aadhar card Number এর সাথে যদি Reation card Linked করা থাকে তাহলে রেশন কার্ড নম্বর, নাহলে Family Details এর জন্য রেশন কার্ড নম্বর লিখুন।রেশন কার্ড না থাকলে তবে ম্যানুয়ালি পারিবারিক তথ্য দিতে পারবেন।
  •  Aadhar Address এ আধার কার্ড এর ঠিকানা, রাজ্য,জেলা, পিন কোড নম্বর অটোমেটিক পূরণ হবে। আপনার আধার কার্ড ঠিকানা আর বর্তমান ঠিকানা যদি এক হয় তবে “Same as Aadhar address ” অপশনে ক্লিক করুন।
  • আবেদনকারী কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে Block এবং Gram Panchayat র নাম লিখুন।এবং আপনি ULB নাম নির্বাচন করুন।আর যদি আবেদনকারী শহরের বাসিন্দা হয় তাহলে ‘না’ নির্বাচন করুন। 
  • এবার আবেদনকারীর পেশা বা ব্যবসার নাম লিখতে হবে Profession/Trade Details এ।এরপর পেশা বা ব্যবসার ঠিকানা লিখতে হবে। ব্যবসার ঠিকানাও যদি আধারের ঠিকানা মতো হয় তবে “Same as Aadhar address” অপশনে ক্লিক করুন।আবার যদি পেশা বা ব্যবসার বর্তমান ঠিকানা অনুযায়ী হয় তবে “Same as Current Address” নির্বাচন করতে হবে৷
  • এবার আবেদনকারীর ‘Saving Bank Details’ এ গিয়ে আবেদনকারীর Bank Account Name,IFSC Code,ব্যাঙ্কের শাখার নাম এবং Account Number লিখুন। আবার Account Number পুনরায় লিখে নিশ্চিত করুন।
  •  আপনি Credit Support এ আবেদনকারীর যদি Credit Support এর প্রয়োজন হয় তাহলে ‘হ্যাঁ’ বা ‘পরে’ অপশনে ক্লিক করুন। টাকার পরিমাণ 1 লাখ (1,00,000) পর্যন্ত লিখবেন ।আবেদনকারীর পছন্দের ব্যাংক শাখা থেকে ঋণ নেওয়ার জন্য ‘Same as Saving Bank Account’ এ ক্লিক করুন। এছাড়াও যদি অন্য কোনো ব্যাংকের শাখা থেকে ঋণ গ্রহণ করার জন্য ‘Other’ অপশনে ক্লিক করুন  ব্যাংক ও শাখা (Branch) নাম লিখুন।
  • Digital Incentive Section পর্যায়ে আবেদনকারীর UPI ID থাকলে ‘হ্যাঁ’ বা ‘না’ এ ক্লিক করুন। যদি ‘হ্যাঁ’ হয় তাহলে UPI ID এর তথ্য লিপিবদ্ধ করতে হবে।
  • আপনার UPI ID তে লিঙ্ক যুক্ত Mobile Number লিখুন।
  • এরপরে Skill Training এ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পের সুবিধাগুলি ভালো করে পড়ুন এবং বোঝার চেষ্টা করুন।
  • Marketing Support এই অপশনটি তে আপনি বিশ্বকর্মা প্রকল্পের সহায়তা সুবিধা নির্বাচন করুন।
  • এরপরে আপনি ‘Declaration Details‘ পেজে নীচে ‘Submit’ অপশনে ক্লিক করুন।
  • এখন আপনার ‘Registration number‘ তৈরি হবে। সমস্ত ডকুমেন্ট স্ক্যান কপি আপলোড করবেন।
  • এবরপরে আপনি একটি নতুন পেজ দেখতে পাবেন, সেখানে আপনার Application Number আছে
  • অবশ্যই পরবর্তী সময়ের জন্য এই Application Number সংগ্রহ করে রাখবেন।

কবে থেকে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু হয়েছে ?(Application Starting)

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা সালে 17 সেপ্টেম্বর এ বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে দেশে বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana 2024) চালু হয়েছে ।মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রা মোদী সমস্ত রকম শিল্পকর্মী ও কারিগরিদের জন্য নতুন এক প্রকল্প ঘোষণা করেছেন । এই নতুন প্রকল্পটির  নাম হলো প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana 2024)। এই যোজনায় 25 হাজার টাকার সুবিধা  এবং‌ বিভিন্ন কারিগরি কাজের ট্রেনিং সহ 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকার স্বল্পমূল্যের লোন প্রদান করার মতো বিভিন্ন সুবিধা রয়েছে ।অর্থাৎ প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana ) 17 সেপ্টেম্বর 2024 থেকে আবেদন শুরু হয়েছে।PM Vishwakarma Yojana 2024:

প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা আবেদন এর লক্ষ্য হলো:

  1. ঐতহ্যগত কারিগরি এবং শিল্পীদের সাহায্য করা।
  2. ঐতিহ্যবাহী শ্রেনীর মানুষের শিল্প ও সংস্কৃতিকে সংরক্ষণ করা।
  3. ভারতের অর্থনীতিতে অবদান রাখা।
  4. এই সমস্ত শ্রেনীর মানুষের জীবনযাত্রার মান উন্নত করা।

কিভাবে প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা আবেদন করবেন ?

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা স্ট্যাটাস চেক 2024 (PM Vishwakarma Yojana Status Check )

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার মূল উদ্দেশ্য হল ঐতিহ্যগত দক্ষতা বিকাশ করা ও সেইসাথে এই প্রকল্পের অধীনস্থ স্বর্ণকার, কামার, কুমোর , নাপিত, ধোপা ইত্যাদির মতো ঐতিহ্যগত দক্ষতা থাকা কারিগরদের জন্য ভারত সরকার দ্বারা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা শুরু হয় , তবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা 2024 এ স্ট্যাটাস চেক করার সুবিধা প্রদান করা হয়েছে।

আমাদের দেশের এখনো পর্যন্ত প্রচুর নাগরিক বেকার এবং তাদের কর্মসংস্থান পেতে অসুবিধার থাকায় সরকারের পক্ষ থেকে এখন এই প্রকল্পের অধীনে বেকারদের কর্মসংস্থান প্রদানের সুযোগ প্রদান করা হবে. যে সকল নাগরিকরা ইতিমধ্যে আবেদন পক্রিয়া সম্পূর্ণ করেছেন তাদের জন্য PM Vishwakarma Yojana Status Check 2024 সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও প্রদান করা হয়.

FAQ-প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা আবেদন 2024

  1. Q. পিএম বিশ্বকর্মা যোজনা করা আবেদন  করতে পারবেন ?

     রাজমিস্ত্রি,মৎস চাষী, হস্তশিল্পী , ইটভাটার কর্মী, নাপিত, পাথর ভাঙা কর্মী, কারিগর,কামার, সোনা/রুপা কারিগর, নৌকা মিস্ত্রি, কাঠমিস্ত্রি, মেকার ইত্যাদি কর্মীরা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার (PM Vishwakarma Yojana 2024) জন্য আবেদন করতে পারবে।

  2. Q. পিএম বিশ্বকর্মা যোজনার সার্টিফিকেট কি ?

     এই প্রকল্পের অন্তর্ভুক্ত প্রত্যেক কর্মীদের প্রশিক্ষণ দিয়ে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সার্টিফিকেট দেওয়া  হবে ।

  3. Q.  পিএম বিশ্বকর্মা যোজনার সুবিধা কি কি ?

    এই যোজনার সুবিধাগুলি হলো – 5 থেকে 15 দিনের ট্রেনিং হবে প্রতিদিন 500 টাকা দেওয়া হবে। যন্ত্রাংশ কেনার জন্য 15,000 টাকা এবং 1-2 লক্ষ টাকার স্বল্প ঋনে লোন এর সুবিধা । 

  4.  Q. প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আবেদন কিভাবে করবো ?

    প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vshwakarma Yojana)  https://pmvishwakarma.gov.in/ ওয়েবসাইট মাধ্যমে । অথবা যে কোনো CSC সেন্টারে গিয়ে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার  পারবেন।

আরো পড়ুন- Sitaram Jindal Scholarship 2024 : স্কুল কলেজের শিক্ষার্থীরা সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন করুন।

 কন্যাশ্রী প্রকল্প 2024 আবেদন পদ্ধতি, উদেশ্যে, সুবিধা, কত টাকা পাবে? (Kanyashree Prakalpa new update)

Forest Department Recruitment 2024: বন দপ্তরে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।

WB Health Job Vacancy 2024 পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।

SVMCM 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন, লাস্ট ডেট, রিনওয়াল, সম্পূর্ন জানুন| Swami Vivekananda Scholarship

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *