Aadhaar Card Update 2024 বিনামূল্যে আধার কার্ড আপডেট করুন

Aadhaar Card Update 2024 বিনামূল্যে আধার কার্ড আপডেট করুন

Aadhaar Card Update 2024 সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ড আপডেট করুন, কেন্দ্র সরকার আবার আধার কার্ড নিয়ে বড়ো ঘোষণা করল। সারা বিশ্ব জুড়ে আধার কার্ড একটি বায়োমেট্রিক শনাক্তকরণ ব্যাবস্থা হয়েছে।বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা ছিল 14 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু কেন্দ্র সরকার আরও  একবার এই সময়সীমা  বৃদ্ধি করল । Unic identification authority of India (UIDAI) 3 মাসের জন্য সময়সীমা বৃদ্ধি করার।

Aadhaar Card Update 2024 সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ড আপডেট করুন,

UIDAI (Unic identification authority of India) অফিসিয়াল ভাবে জানানো হয়েছে, আরও বেশি নাগরিকদের আধার কার্ডের  নথিপত্র আপডেট করতে উৎসাহিত করার জন্য 14 সেপ্টেম্বর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে myAadhaar পোর্টালে আধার কার্ড আপডেট করার  সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু নাগরিকদের ভালো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার জন্য আরও 3 মাসের জন্য এই সুবিধা বাড়ানো হচ্ছে। কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী 15 সেপ্টেম্বর থেকে এই সুবিধা আবারও সম্পূর্ণ বিনামূল্যে থাকছে 14 ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ আধার কার্ড আপডেট করার জন্য সময়সীমা বাড়ানো হয়েছে 14 ডিসেম্বর পর্যন্ত  বিনামূল্যে থাকছে। myAadhaar পোর্টাল https://myaadhaar.uidai.gov.in/ 

আধার কার্ড আপডেট করার জন্য 25 থেকে 50 টাকা চার্জ করে। কিন্তু কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী 14 ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে  সাধারণ নাগরিক আধার আপডেট করতে পারবেন। (Aadhaar Card Update 2024)

যদি কোন ব্যক্তির 10 বছরের পুরনো আধার কার্ড থাকে, তবে UIDAI সেই সব আধার গ্রাহকদের  সম্পূর্ন তথ্য বিশদে আপডেট করার অনুরোধ করেছে ।  Unic identification authority of India (UIDAI) ওয়েবসাইটে বলা হচ্ছে, “জনসংখ্যা সংক্রান্ত তথ্যের নির্ভুলতার জন্য অনুগ্রহ করে আধার আপডেট করুন। আধার আপডেট করতে, আপনার পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার ডকুমেন্টসের প্রমাণপত্র আপলোড করুন।” (Aadhaar Card Update 2024)

অনলাইনে বিনামূল্যে কীভাবে আধার কার্ড আপডেট করবেন? (Aadhaar Card Update 2024)

  1.  প্রথমে আপনাকে https://myaadhaar.uidai.gov.in/ ওয়েবসাইটটিতে যেতে হবে।
  2. এরপর login করে ‘name/ gender / date of birth/update ’ অপশন বেছে নিন।
  3. এরপরে আপনি ‘আপডেট আধার অনলাইন ‘ এ ক্লিক করুন।
  4. ডেমোগ্রাফিক তালিকা থেকে ‘ঠিকানা’ নির্বাচন করে ‘ আধার আপডেট করতে এগিয়ে যান ‘ এ ক্লিক করুন 
  5. একটি স্ক্যান কপি আপলোড করে প্রয়োজনীয় তথ্য সংক্রান্ত লিখুন।
  6. 25 টাকা পেমেন্ট করতে হবে (কেন্দ্র সরকার নির্দেশ অনুযায়ী 14 ডিসেম্বর পর্যন্ত দিতে হবে না)।
  7. জমা করলে একটি survice request number  আসবে। এই নম্বর দিয়ে পরে আপনি ট্রাকিং করতে পারবেন। এরপরে আপনি একটি SMS পাবেন।

ডেমোগ্রাফিক সংক্রান্ত আপডেট (Aadhaar Card Update 2024 সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ড আপডেট করুন)

Unic identification authority of India (UIDAI) ওয়েবসাইট অনুসারে,বিয়ের ক্ষেত্রে নাগরিকদের মৌলিক জনসংখ্যার তথ্য যেমন- নাম, ঠিকানা পরিবর্তন করতে হয়। এছাড়াও বাসস্থান স্থানান্তরের ক্ষেত্রে নাগরিকদের ঠিকানা পরিবর্তন, মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ডকুমেন্ট আপডেট সংক্রান্ত কোনও নির্দেশ পাওয়ার পর আধার কার্ডধারী ব্যাক্তির কার্ড ডিটেলস আপডেট করা উচিত। আধার কার্ডধারী ব্যাক্তিদের নিয়মিতভাবে ব্যক্তিগত ও ঠিকানা সংক্রান্ত তথ্য আপডেট করার বিষয়ে বিশেষ পরামর্শ দেওয়া হয়। এই বিষয়টিও অনেক ঝামেলা এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করতে সক্ষম। আধার কার্ডের তথ্য আপডেট করা থাকলে যে কোনও Verification এর সময় কোনও ধরনের কিছু সমস্যা হয় না। (Aadhaar Card Update 2024)

আধার কার্ড আপডেটের সময়সীমা Aadhaar Card Update 2024 last date

আধার কার্ড আপডেট সংক্রান্ত বিষয় : কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা নির্দেশ অনুসারে, Aadhaar কার্ড ব্যবহারকারী প্রত্যেক ব্যক্তিরা 2024 সালের 14 ডিসেম্বর এর মধ্যবর্তী সময় পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে তাদের কার্ড ডিটেলস আপটেড করতে পারবেন। myAadhaar পোর্টালের গিয়ে এই গুরুত্বপূর্ণ পরিচয়পত্রটির সমস্ত কিছু তথ্য আপডেট করা সম্ভব। 14 ডিসেম্বর এই তারিখের পর আধার কেন্দ্রগুলিতে সম্ভবত Ofline তথ্য আপডেট করার জন্য একটি ফি প্রদান করতে হতে পারে। এতএব এই ক্ষেত্রে এই পরিচয়পত্রটির বা আধার কার্ডের তথ্য আপডেট করার ক্ষেত্রে টাকা খরচ করতে হবে, অর্থাৎ আর বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুবিধা পাবেন না। সেই কারণেই বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ডিসেম্বর মাসের 14 তারিখের মধ্যে আধার কার্ড হোল্ডারদের তাদের আধার কার্ডের তথ্য সংক্রান্ত আপডেট করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন।

আরো পড়ুন- Railway Ticket Seller Job 2024 রেলের টিকিট কালেক্টর পদে চাকরি, মাধ্যমিক পাশে আবেদন করুন।

Fireman Job 2024: ফায়ারম্যান পদে নিয়োগ,মাধ্যমিক পাশে আবেদন করুন।

Student Credit card ছাত্র ছাত্রীরা 10 লক্ষ টাকা সরকারি লোন পাবে । বিস্তারিত জানুন।

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 অনলাইনে আবেদন, স্ট্যাটাস ও লিস্ট চেক (PMUY apply online status list check 2024)

LIC Supervisor Recruitment 2024: LIC তে নতুন কর্মী নিয়োগ, আবেদন করুন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *