Forest Department Recruitment 2024: বন দপ্তরে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন , যেসকল আগ্রহী চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য প্রস্তুতি হচ্ছিল, তাদের জন্য খুব খুশির খবর। বেকার যুবক-যুবতীদের জন্য অর্থাৎ সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর।ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া’য় গ্রুপ সি পদে বন দপ্তরের নতুন কর্মী নিয়োগের জন্য ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে অনেক শূন্যপদ রয়েছে।
চাকরি প্রার্থীরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন, অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী । এছাড়াও ভারতবর্ষের নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলা চাকরি প্রার্থীরা এখানে আবেদন করার যোগ্য।
এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? আবেদন মূল্য কত? আবেদন করার শেষ তারিখ? কীভাবে আবেদন করবেন? ইত্যাদি এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য বিস্তারিত জানার জন্য এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন। (Forest Department Recruitment 2024)
Table of Contents
বন দপ্তরে কর্মী নিয়োগের বিবরণ (Forest Department Recruitment 2024)
নিয়োগ সংস্থা নাম | Wildlife Institute of India |
---|---|
পদের নাম | Lab Attendant, Driver (Ordinary Grade), Technical Assistant |
শূন্যপদ | নিচে উল্লেখ করা আছে। |
আবেদন প্রক্রিয়া | অফলাইনে |
আবেদনের শেষ তারিখ | 14/03/2024 |
বন দপ্তরে কর্মী নিয়োগের পদের নাম ও শূন্যপদ (Forest Department Recruitment 2024)
Wildlife Institute of India সংস্থা যে বন দপ্তরে যে সব পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তা নিচে দেওয়া হলো –
- Lab Attendant,
- Driver (Ordinary Grade),
- Technical Assistant
বন দপ্তরের উপরিউক্ত পদে কর্মী নিয়োগের জন্য মোট 7 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
বন দপ্তরে কর্মী নিয়োগ আবেদন প্রার্থীর বয়স সীমা (Forest Department Recruitment 2024)
যে সকল আগ্রহী আবেদন প্রার্থীরা বন দপ্তরের উপরিউক্ত পদে আবেদন করার জন্য আগ্রহী,সেইসব প্রার্থীদের 18 বছর বয়স থেকে 28 বছর বয়সের মধ্যে হতে হবে।আবার একটি পদে 18 থেকে 27 হলেও আবেদন করা যাবে।এছাড়াও এই নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন।(Forest Department Recruitment 2024 )
বন দপ্তরে কর্মী নিয়োগ প্রার্থীর মাসিক বেতন (Forest Department Recruitment 2024)
যে সকল প্রার্থী বন দপ্তরে চাকরির জন্য আবেদন করবে ,তারা নির্বাচন হওয়ার পরে যদি চাকরি পান তাহলে নিয়োগ কর্মীদের মাসিক বেতন প্রতিমাসে পে লেবেল 1,2, 6 অনুযায়ী টাকা দেওয়া হবে। তারজন্য অবশ্যই এই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নেবেন। (Forest Department Recruitment 2024)
বন দপ্তরে কর্মী নিয়োগ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা (Forest Department Recruitment 2024)
এই সব পদে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে, তাহলেই তারা এখানে আবেদন করতে পারবে। যেহেতু Forest Department Recruitment 2024 এ অনেকগুলো শূন্য পদ আছে ,প্রত্যেক শুন্যপদের জন্য আলাদা আলাদা শিক্ষকতা যোগ্যতা লাগবে তা নিচে উল্লেখ করা হয়েছে।
- Lab Attendant – বন দপ্তরে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই 50 শতাংশ নাম্বার নিয়ে মাধ্যমিক পাস থাকতে হবে তাহলে তারা আবেদন করতে পারবে।
- Driver (Ordinary Grade) – বন দপ্তরে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস যোগ্যতা লাগছে এবং সেই সাথে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে তারা আবেদন করতে পারবে।
- Technical Assistant – বন দপ্তরে এই উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের ফার্স্ট ক্লাস ডিগ্রী পাশ করতে হবে. সেই সাথে এই সমস্ত বিষয়ে B.Sc.(CS)/ B.Sc.(IT)/ BCA/ B.Tech.(IT)/ B. Tech(CS) থাকলে অবশ্যইতারা আবেদন করতে পারবে।
এছাড়াও এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখবেন। তারপরে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
বন দপ্তরে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে?(Forest Department Recruitment 2024)
বন দপ্তরে কর্মী নিয়োগের wii.gov.in পোর্টালে পাওয়া তথ্য প্রকাশ হয়েছে। আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই করবেন বুঝবেন তারপরে আবেদন করবেন।
বন দপ্তরে কর্মী নিয়োগ প্রার্থী নির্বাচন (Forest Department Recruitment 2024) প্রক্রিয়া
সম্প্রতি সময়ে বন দপ্তরে কর্মী নিয়োগ এর যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ,এখানে চাকরির জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে অনেকগুলি ধাপের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
বন দপ্তরে কর্মী নিয়োগে প্রার্থীরা কিভাবে আবেদন করবে ? (Forest Department Recruitment 2024)
যে সকল আগ্রহী আবেদন প্রার্থীরা বন দপ্তরের উপরিউক্ত পদে আবেদন করার জন্য আগ্রহী তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন।
- প্রথমে আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে
- সেই বিজ্ঞপ্তি তে আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করতে হবে।
- তারপরে সঠিক তথ্য দিয়ে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
- সেই সঙ্গে অবশ্যই যেসব প্রয়োজনীয় নথি গুলি চেয়েছে সেগুলিকে আবেদনপত্রের সাথে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
এছাড়াও এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখবেন। তারপরে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন।
আবেদন মূল্য কত লাগছে ?
যে সকল আগ্রহী আবেদন প্রার্থীরা বন দপ্তরের উপরিউক্ত পদে আবেদন করার জন্য আগ্রহী তাদের উদ্দেশ্য বলা হচ্ছে এখানে আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। কিন্তু আবেদন মূল্য কত দিতে হবে সেই সংক্রান্ত বিষয় জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নেবেন।
বন দপ্তরে কর্মী নিয়োগের গুরুত্বপূর্ন তারিখ (Forest Department Recruitment 2024)
আবেদনের শেষ তারিখ | 14/03/2024 |
বন দপ্তরে কর্মী নিয়োগের গুরুত্বপূর্ন লিঙ্ক (Forest Department Recruitment 2024)
অফিসিয়াল ওয়েবসাইট | wii.gov.in |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
আরও পড়ুন- কন্যাশ্রী প্রকল্প 2024 আবেদন পদ্ধতি, উদেশ্যে, সুবিধা, কত টাকা পাবে? (Kanyashree Prakalpa new update)
WB Health Job Vacancy 2024 পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।
Pingback: HDFC Bank Scholarship 2024: এইচ ডি এফ সি ব্যাঙ্ক স্কলারশিপ অনলাইনে আবেদন ,লাস্ট ডেট , স্টাটাস চেক, - আমার বাংলা - Aamar Bangla