Swami Vivekananda Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল ও স্যাটাস চেক

Swami Vivekananda Scholarship
Swami Vivekananda Scholarship

Swami Vivekananda Scholarship renewal 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল ও স্যাটাস চেকবাংলার সকল ছাত্র ছাত্রীদের পড়াশোনার আরও উন্নতির কথা চিন্তা করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষামূলক প্রকল্পের সূচণা গ্রহণ করা হয়েছে।উদাহরণ স্বরূপ বলা যেতে পারে  , যেমন Aikyashree scholarship ,রূপশ্রী স্কলারশিপ , Nabanna Scholarship,কন্যাশ্রী স্কলারশিপ ,ঐক্যশ্রী স্কলারশিপ, ইত্যাদি ।কারণ শুধু মাত্র শিক্ষায় পারে আমাদের দেশকে আরও উন্নত করতে তাই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সর্বদা পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা কে আরও বেশি উন্নত করতে চায়।

এই সমস্ত কথা চিন্তা করেই পশ্চিমবঙ্গ সরকার Swami Vivekananda Scholarship চালু করেছে। তো আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো যে Swami Vivekananda Scholarship যারা আবেদন করেছে তারা কিভাবে পুনরায় আৱেদন বা রিনিউয়াল আবেদন করতে পারবে ? আর যারা এখনো পর্যন্ত স্কলারশিপের টাকা পাওনি তারা কি করবে ? কিভাবে তারা তাদের স্যাটাস চেক করবেন ? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করবো। তাই পুরো প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে থাকো।

Swami Vivekananda Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বিবরণ

স্কলারশিপের নাম Swami Vivekananda merit -cum means Scholarship
চালু করেছে পশ্চিমবঙ্গের সরকার
বিভাগ উচ্চ শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গের সরকার
কত সালে চালু হয়2016 সালে
বৃত্তির পরিমাণ কত 12000-60000 টাকা
সরকারী ওয়েবসাইটsvmcm.wbhed.gov.in
আবেদনের শেষ তারিখ31শে ডিসেম্বর 2024
হেল্পলাইন নম্বর1800-1028014

Swami Vivekananda Scholarship কি ?

পশ্চিমবঙ্গ সরকার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার খরচ বহন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্কলারশিপ প্রকল্প চালু করেছে , এছাড়াও বিভিন্ন বেসরকারি স্কলারশিপ আছে। রাজ্য সরকার অর্থনৈতিক ভাবে দুর্বল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য ও সেইসাথে ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহণে আরও বেশি উৎসাহিত করার জন্য “Swami Vivekananda Scholarship” বা “স্বামী বিবেকানন্দ স্কলারশিপ” চালু করেছে। 

পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বিভিন্ন বাস্তবায়িত সফল উদ্যোগ গুলির মধ্যে অন্যতম হলো Swami Vivekananda merit -cum means Scholarship বা SVMCM বৃত্তি।পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  Swami Vivekananda Scholarship টি অনুমোদিত করে ছিল। এই Swami Vivekananda Scholarship এর মাধ্যমে সুবিধাবঞ্চিত অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার খরচের জন্য আর্থিক ভাবে সহায়তা প্রদান করার লক্ষ্যে 2016 সালে Swami Vivekananda Scholarship” বা “স্বামী বিবেকানন্দ স্কলারশিপ” টি চালু করা হয়েছিল।এই Swami Vivekananda Scholarship এর সুবিধা একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণি, ও UG, এবং PG এমনকি যে কোনো পেশাদার কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা এর সুবিধা পাওয়ার যোগ্য।

Swami Vivekananda Scholarship টির অধীনে মেধাবী শিক্ষার্থীরা প্রত্যেক বছর 12,000 টাকা ও 18,000 টাকা থেকে সর্বোচ্চ 60,000 টাকা সুবিধা পেয়ে থাকে ৷ যেহেতু পশ্চিমবঙ্গ সরকার  এর পক্ষ থেকে SVMCM বা Swami Vivekananda merit -cum means Scholarship চালু করেছে তাই এই বৃত্তিটি শুধুমাত্র পশ্চিমবঙ্গে বসবাসকারী মেধাবী শিক্ষার্থীদের জন্য উপলব্ধ। যে সকল শিক্ষার্থীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে 60% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে, তারাই এখানে আবেদন করতে পারবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ Renewal আবেদন (How to SVMCM Scholarship Renewal Application)

Swami Vivekananda merit -cum means Scholarship (SVMCM) স্কলারশিপের Renewal আবেদন এর জন্য ছাত্র-ছাত্রীদের আগের বছর অনলাইন আবেদন করার সময় যে Application ID ও Password দিয়ে www.svmcm.wbhed.gov.in ওয়েবসাইটে Login করতে হবে। তারপরে Renewal আবেদন করতে হবে।

যারা পুণরায় Renewal করবে তাদের নতুন করে Registration করার দরকার নেই বরং তারা তাদের আগের Swami Vivekananda merit -cum means Scholarship আবেদনকারী Application ID ও Password দিয়ে সরাসরি Login করবে , আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে

স্কলারশিপ renewal এ আবেদন করার নথিপত্র :

  • প্রথমে Swami Vivekananda merit -cum means Scholarship (SVMCM) স্কলারশিপের জন্য আবেদনকারীর last school/college/University পরীক্ষার mark sheets স্ক্যান করে Upload করতে হবে।
  • আবেদনকারী এই স্কলারশিপ রেনুয়াল বা ক্রমাগত করতে প্রতিটি শিক্ষার্থীকে প্রত্যেক বার্ষিক পরীক্ষায় 60% নম্বর পেতে হবে।
  • SVMCM স্কলারশিপে মাস্টার্স ডিগ্রিতে 53 % নম্বর পেতে হবে।
  • আর যদি পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে হয়, তাহলে দুই সেমিস্টারের মার্কশিট একসাথে স্ক্যান করে আপলোড করতে হবে:-
  • 1st Renewal:- Semester 1 & Semester 2 mark sheets to be submitted
  • 2nd Renewal:- Semester 3 & Semester 4 Marksheets are to be submitted

Swami Vivekananda Scholarship renewal 2023-24 last date is 30 May 2024

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্যাটাস চেক ?(How to Swami Vivekananda scholarship Status Check 2024)

প্রতিটি আবেদনকারীর জন্য SVMCM স্কলারশিপের স্যাটাস চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মানে স্কলারশিপ নতুন আবেদন বা রিনিউয়াল অ্যাপ্লিকেশনের করেন তাহলে আপনি এখন ভাবছেন স্কলারশিপের টাকা কখন পাবেন। আপনি এটাও ভাবছেন মে আপনার আবেদন যাচাই বা প্রত্যাখ্যান করা হয়েছে কিনা! এই সব জানার একমাত্র উপায় হল স্যাটাস চেক করা। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করার পরে, কীভাবে স্যাটাস চেক করবেন তা নিচের নির্দেশাবলী অনুসরণ করুন-

প্রথমে আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। অথবা www.svmcm.wbhed.gov.in-এ যান।

Swami Vivekananda Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল ও স্যাটাস চেক
  • এখন আবেদনকারী Applicant Login অপশনে ক্লিক করুন।
  • আপনার Application ID, and Password লিখে প্রদর্শিত Captcha code লিখুন তারপর Loginঅপশনে ক্লিক করুন।
  • ড্যাশবোর্ড খোলা থাকলে, এবার অ্যাক্টিভিটি মেনুতে আপনার স্ট্যাটাসটি লক্ষ্য করুন ; যদি এখানে “Submit application d” উপস্থিত হয়, তাহলে বোঝায় আবেদনটি যাচাই করা হয়েছে।।
  • অথবা Status Check করার জন্য আপনি Track application বিকল্পটি নির্বাচন করুন ।
  • আপনি পরবর্তী পৃষ্ঠায় স্কলারশিপের Status যেমন Payment status এবং মন্তব্যগুলি পরীক্ষা করতে সক্ষম।
  • এইভাবে আপনি SVMCM Scholarship Application Status Check করতে পারবেন।
Swami Vivekananda Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল ও স্যাটাস চেক

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বিভিন্ন কোর্স অনুযায়ী টাকার পরিমান (SVMCM Amount)

কোর্স/প্রোগ্রামবার্ষিক বৃত্তির পরিমান
উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী (ক্লাস 11-12)12000 টাকা
সাধারণ UG কলেজ শিক্ষার্থী (কলা,বাণিজ্যের ও বিজ্ঞান বিভাগ)12000– 18000 টাকা
স্নাতকোত্তর শিক্ষার্থী (MA, MSc, MCom)24000 – 30000 টাকা
UG এবং PG ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী (BTech, BE, BArch and MTech)60000 টাকা
Polytechnic diploma student18000 টাকা
Medical and Pharmacy Student Degree60000 টাকাে
B.sc Nursing (West Bengal)60000 টাকা
Diploma Medical Course (Lab Technician, Paramedical) and GNM Nursing18000 টাকা

Swami Vivekananda Scholarship 2024: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা কবে ঢুকবে? (নতুন আপডেট)

 PM Vishwakarma Yojana 2024: প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা অনলাইন আবেদন (Registration ) যোগ্যতা, নথি, সুবিধা,

 Sitaram Jindal Scholarship 2024 : স্কুল কলেজের শিক্ষার্থীরা সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন করুন।

 কন্যাশ্রী প্রকল্প 2024 আবেদন পদ্ধতি, উদেশ্যে, সুবিধা, কত টাকা পাবে? (Kanyashree Prakalpa new update)

Forest Department Recruitment 2024: বন দপ্তরে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।

WB Health Job Vacancy 2024 পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।

SVMCM 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন, লাস্ট ডেট, রিনওয়াল, সম্পূর্ন জানুন| Swami Vivekananda Scholarship

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *