PM Suraksha Bima Yojana 2024 প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY) 2015 সালে বাজেটের অধীনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, 9 মে 2015 সালে,এমন কিছু স্কিম রয়েছে যার মধ্যে অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা, তার সঙ্গে 2023 সালে প্রধানমন্ত্রী রোজগার যোজনার কথা বলেছেন। এই সম্পর্কে ও সমস্ত তথ্য বিস্তারিত ভাবে বিশ্লেষণ করেছেন।প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা হল ভারত সরকার কর্তৃক একটি দুর্ঘটনা বীমা প্রকল্প। বছরে 20 টাকা জমা করে আবেদনকারীর মৃত্যু পরে যিনি নমিনি থাকবেন তাকে 2 লক্ষ টাকার বেনিফিট দেওয়া হয়।
এই প্রতিবেদনে আপনি প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার উদ্দেশ্য, যোগ্যতা, সুবিধা, আবেদন পদ্ধতি ,নথির প্রয়োজনীয়তা, যোগাযোগের বিবরণ ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন। আপনি এই স্কিম সম্পর্কে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য পাবেন, তাই তথ্য পেতে আপনি এই প্রবন্ধটি পুরো পড়তে পারেন।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (Pradhan Mantri Suraksha Bima Yojana) 2015 সালে ফেব্রুয়ারী মাসে অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলির দ্বারা। 2015 সালের বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়েছিল। এটি আনুষ্ঠানিকভাবে 8 মে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা চালু করা হয়েছিল।
Table of Contents
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার বিবরণ (PM Suraksha Bima Yojana Overview)
প্রকল্পের নাম | প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (PMSBY) |
বছরে প্রিমিয়াম দিতে হবে | প্রতি বছর 20 টাকা করে |
এই প্রকল্পটি শুরু হয় | 9 মে 2015 |
সুবিধাভোগী | দেশের সাধারণ নাগরিকরা |
উদ্দেশ্য | জীবন বীমা প্রদান করা |
বীমার পরিমাণ | 2,00,000 টাকা (দুই লক্ষ টাকা) |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.jansuraksha.gov.in/ |
জাতীয় টোল ফ্রি নম্বর | 1800-180-1111 / 1800-110-001 |
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা PM Suraksha Bima Yojana
এই প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (PMSBY) মূলত মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের জন্য চালু করা হয়েছে, ব্যক্তির মৃত্যু হলে বা কোনোরকম অক্ষমতা হলে 2 লাখ টাকা যাতে তারা পেতে পারে। এই স্কিমটি মানুষের নির্দিষ্ট কোন সমাজের জন্য নয়, তবে যে কোন ব্যক্তি এই বীমার পরিকল্পনার জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আবেদনকারীর বয়স 18 থেকে 70 বছরের মধ্যে হতে হবে।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা হল একটি Accidental বীমা অর্থাৎ এটিকে বলা হয় একটি দুর্ঘটনাজনিত বীমা। যদি কোন ব্যক্তির দূর্ঘটনা জনিত কারনে মৃত্যু হয় বা Accident হয় তাহলে ওই ব্যক্তির যদি প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় নাম নথিভুক্ত করা থাকে তাহলে যিনি নমিনি থাকবেন তাকে ২ লক্ষ টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় প্রতিবছর 20 টাকা করে জমা করলে বিনিময়ে ২ লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বীমা সুরক্ষা (accidental insurance) প্রদান করা হয়।।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার প্রিমিয়াম (Premium)
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার প্রিমিয়ামের (PMSBY) পরিমাণ 20 টাকা। অর্থাৎ PMSBY অ্যাকাউন্ট থাকলে প্রতিবছর মাত্র 20 টাকা করে স্কিম ধারকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় বীমা কভার (Sum Assured)
প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনায় যেসব ব্যক্তির অ্যাকাউন্ট থাকবে তাদের সর্বাধিক 2 লক্ষ টাকা Accidental Benefits পাবে।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় বীমার মেয়াদ (Cover Period)
PMSBY এ বীমার মেয়াদ (Cover Period) মাত্র 1 বছর। অর্থাৎ প্রত্যেক বছর 1 জুন থেকে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার পরবর্তী বছরের 31 মে পর্যন্ত এই বীমার মেয়াদ থাকে। এবং এই সময়ের মধ্য যদি কোন ব্যক্তির Accident এর কারণে মৃত্যু বা Disability তৈরি হয় তাহলে যে নমিনি থাকবেন তাকে মাত্র কুড়ি টাকার বিনিময়ের সর্বোচ্চ 2 লক্ষ টাকা বীমা প্রদান করবে।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার গুরুত্ব (Features of Pradhan Mantri Suraksha Bima Yojana)
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা একটি সামাজিক আন্দোলনের অংশ । PMSBY লক্ষ্য হল ঝুঁকির পরিমাণ হ্রাস করা, ফিন্যান্সিয়াল সহায়তা প্রদান করা এবং স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের খরচের ক্ষেত্রে শহুরে-গ্রামীণ উভয়ের ভেদাভেদ দূর করা।
- আবেদনকারীকে প্রতিবছর 20 টাকা প্রিমিয়াম জমা দিতে হবে।
- আপনার বাৎসরিক প্রিমিয়াম একাউন্ট থেকে স্বয়ংক্রিয় ভাবে ডেবিট হয়ে যাবে
- প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা দুর্ঘটনা বা মৃত্যু বীমা প্রতিবছর পুর্ণরবীকরন করা হয়েছে।
- গ্রাহক যদি দুর্ঘটনায় মারা যায় বা অক্ষমতা হয় তাহলে তার পরিবারের 2 লক্ষ টাকা দেওয়া হবে।
- আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড নম্বর লিঙ্ক থাকতে হবে। লিঙ্ক না থাকলে আধার জেরক্স জমা দিতে হবে।
- যেসব ভাষায় আবেদন জমা দিতে পারবেন – বাংলা, ইংরেজি, হিন্দি,গুজরাটি, তেলেগু,ওড়িয়া,মিরাঠি , তামিল।
- যেকোন সময় আপনি আবেদন করতে পারবেন আবার যেকোন সময় আপনি বেরিয়ে আসতে পারেন।
- সঠিক ঠিকানা ও যোগাযোগের সম্পর্কে তথ্য দিতে হবে।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা কারা আবেদনের যোগ্য (PM Suraksha Bima Yojana Eligibility Criteria)
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় (PMSBY আবেদন করার জন্য আবেদনকারীর কতকগুলো যোগ্যতা থাকা প্রয়োজন।যেসব যোগ্যতা না থাকলে আপনি আবেদন করতে পারবেন না, সেই সব যোগ্যতা গুলো নীচে উল্লেখ করা হলো (PMSBY)-
- প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৭০ বছরের মধ্যে হতে হবে
- আবেদনকারীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- প্রত্যেক ব্যক্তি একটি করে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার (PMSBY) Account খুলতে পারবেন।
- আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে।
- অবশ্যই আবেদনকারীর নিজস্ব Savings Account থাকতে হবে।
- ভারতীয় মুদ্রায় অর্থ প্রদান করতে হবে।
- KYC থাকা বাধ্যতামূলক।
- কোন হসপিটালের প্রতিবেদনের নথি।
- আবেদনকারী কাছাকাছি যেকোনো পোস্ট অফিস বা ব্যাংকে গিয়ে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমার যোজনার (PMSBY) জন্য আবেদন করতে পারবেন।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার সুবিধা (Pradhan Mantri Suraksha Bima Yojana Benifits)
আর্থিক ভাবে দুর্বল দরিদ্র বা মধ্যবিত্ত পরিবারের মানুষের জরুরী পরিস্থিতিতে আর্থিক সহায়তা পেতে পারে এই স্কিম থেকে। এখানে শুধুমাত্র 20 টাকা বাৎসরিক অর্থ প্রদান করতে হবে এবং এটি সরাসরি সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। গ্রাহক যদি দুর্ঘটনার সম্মুখীন হন,সেই গ্রাহক মারা যাওয়ার পরে পরিবারের সদস্য বীমার পরিমাণ পাবেন। সম্পূর্ণ বা আংশিক অক্ষমতার ক্ষেত্রে, গ্রাহক তাদের চিকিৎসার জন্য বীমা পরিমাণ পাবেন। এই যোজনার সুবিধা গ্রামীণ এবং শহুরে উভয় এলাকার মানুষই গ্রহণ করছে।প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার (PMSBY) সুবিধা পাওয়ার জন্য তিনটি শর্ত রয়েছে। শর্তগুলি হল-
- প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় একাউন্ট থাকা কোন ব্যক্তি যদি এক্সিডেন্ট এর ফলে মারা যায় তাহলে নমিনি পুরো ২ লক্ষ টাকা পাবে।
- আবার কোন ব্যক্তি যদি এক্সিডেন্ট এর ফলে ব্যক্তির শরীরের কোন অঙ্গ পুরোপুরি ভাবে অকেজো হয়ে যায় তাহলে নমিনি পুরো ২ লক্ষ টাকা পাবে।
- এছাড়াও যদি কোন ব্যক্তির এক্সিডেন্টের ফলে শরীরের কোন অঙ্গ আংশিক ভাবে অকেজো হয় তাহলে নমিনি ১ লক্ষ টাকা পাবে।
PMSBY এর পুরো নাম (PMSBY full form)
ভারত সরকার দ্বারা গঠন করা বীমা প্রকল্প হলো প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় অর্থাৎ PMSBY এর পুরো নাম হলো Pradhan Mantri Suraksha Bima Yojana
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার প্রয়োজনীয় নথিপত্র (Pradhan Mantri Suraksha Bima Yojana Required Documents)
PMSBY এ আবেদন করতে যেসব নথিপত্র প্রয়োজন, তা উল্লেখ করা হলো –
- আধার কার্ড
- ব্যঙ্কের পাসবুক
- অবশ্যই আবেদনকারীর ব্যঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে
- আবেদনকারী পাসপোর্ট সাইজের ছবি
- বিদ্যুৎ বিল বা পানির বিল জমা দিতে হবে।
- বয়সের প্রমান পত্র
- আবেদনকারীর সমস্ত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা আবেদন পদ্ধতি (Pradhan Mantri Suraksha Bima Yojana Online Apply)
- প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা অনলাইনে আবেদনের জন্য আবেদন প্রার্থীকে প্রথমে PMSBY এর অফিসিয়াল ওয়েবসাইটে www.jansuraksha.gov.in যেতে হবে।
- এবার হোম পেজে, আপনাকে Pradhan Mantri Suraksha Bima অ্যাপ্লিকেশন ফর্ম পিডিএফ-এর ক্লিক করতে হবে।
- পরবর্তী পেজে আপনাকে একটি পিডিএফ ডাউনলোড করুন । এর পর একটি প্রিন্ট আউট নিতে হবে।
- এর পরে, ফর্মে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন ।
- এখন আপনাকে এই ফর্মটি সেই ব্যাঙ্কে গিয়ে জমা দিতে হবে।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা ফর্ম ডাউনলোড (PMSBY Fom Download pdf )
- প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা আবেদন করার জন্য আপনাকে ফর্মটি ডাউনলোড করতে হবে।
- আপনি PMSBY অফিসিয়াল ওয়েবসাইটে www.jansuraksha.gov.in এ ক্লিক করুন ।
- সেখানে ফর্ম অপশনে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করুন।
অথবা আপনি এখন থেকে সরাসরি ফর্ম টি পি ডি এফ ডাউনলোড করুন
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার যোগাযোগের মাধ্যম (PMSBY Helpline Number)
এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ রাষ্ট্রীয় ব্যঙ্কের টোল ফ্রি নম্বর পাবেন নিচের ছক থেকে।
তবে জাতীয় টোল ফ্রি নম্বর – 1800-180-1111 / 1800-110-001
STATE/রাজ্য | BANK/ব্যাঙ্কের নাম | TOLL FREE NUMBER |
---|---|---|
Punjab | PNB | 1800-180-1111 |
Rajasthan | Bank of Baroda | 1800-180-6546 |
Delh | Oriental Bank of Commerce | 1800-1800-124 |
Andaman & Nicobar Island | State Bank of India(SBI) | 1800-345-4545 |
Haryana | PNB | 1800-180-1111 |
Manipur | SBI | 1800-345-3858 |
Chandigarh | PNB | 1800-180-1111 |
Karnataka | Syndicate Bank | 1800-4259-7777 |
Andhra Pradesh | Andhra Bank | 1800-425-8525 |
Dadra & Nagar Haveli | Dena Bank | 1800-225-885 |
Jharkhand | Bank of India | 1800-345-6576 |
Gujarat | Dena Bank | 1800-225-885 |
Himachal Pradesh | UCO Bank | 1800-180-8053 |
Uttrakhand | SBi | 1800-180-4167 |
Assam | SBI | 1800-345-3756 |
Bihar | SBI | 1800-345-6195 |
Daman & Diu | Dena Bank | 1800-225-885 |
Madhya Pradesh | Central Bank of India | 1800-233-4035 |
Lakshadweep | Syndicate Bank | 1800-4259-7777 |
Chhattisgarh | SBI | 1800-233-4358 |
Maharashtra | Bank of Maharashtra | 1800-102-2636 |
Meghalaya | SBI | 1800 – 345 – 3658 |
Uttar Pradesh | Bank of Baroda | 1800-102-4455 / |
Goa | SBI | 1800-2333-202 |
Mizoram | SBI | 1800-345-3660 |
Tamil Nadu | Indian Overseas Bank | 1800-425-4415 |
Odisha | UCO Bank | 1800-345-6551 |
Arunachal Pradesh | SBI | 1800-345-3616 |
West Bengal United | Bank of India | 1800-345-3343 |
Nagaland | SBI | 1800-345-3708 |
Puducherry | Indian Bank | 1800-4250-0000 |
Kerala | Canara Bank | 1800-425-11222 |
Telangana | State Bank of Hyderabad | 1800-425-8933 |
Sikkim | SBI | 1800-345-3256 |
Q. প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা কি?
কোন ব্যক্তির যদি দুর্ঘটনাজনিত মৃত্যুর হয়, তাহলে এই PM Suraksha Bima Yojana র নিয়ম অনুযায়ী সুবিধাভোগীর অর্থাৎ নমিনি 2 লাখ টাকার সুবিধা পাবেন।
Q. প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা কি কি কভার করে?
PM Suraksha Bima Yojana দুর্ঘটনাজনিত ব্যক্তির মৃত্যু জন্য এই স্কিমের ঝুঁকি কভারেজ করে 2 লাখ টাকা। আর আংশিক অক্ষমতা ব্যক্তির জন্য 1 লাখ টাকা । এছাড়াও এক কিস্তিতে ‘অটো-ডেবিট’ এর মাধ্যমে অ্যাকাউন্টকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বছরে 20 টাকা কাটতে হবে।
আরো পড়ুন – PM Fasal Bima Yojana : চাষযোগ্য জমি থাকলেই 2 লক্ষ টাকা! আবেদন পদ্ধতি জানুন
Kotak Kanya scholarship 2024 কোটাক কন্যা স্কলারশিপ অনলাইনে আবেদন করুন ।
Pradhan Mantri Awas Yojana 2024 প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন লিস্ট, টাকা কবে ঢুকবে ।
HDFC Bank Scholarship 2024: এইচ ডি এফ সি ব্যাঙ্ক স্কলারশিপ অনলাইনে আবেদন ,লাস্ট ডেট , স্টাটাস চেক,
Swami Vivekananda Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল ও স্যাটাস চেক