Kotak Kanya scholarship 2024 একমাত্র শিক্ষায় পারে প্রত্যেকটি দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে । ভারত সরকার স্বীকৃত ও অনেক বেসরকারি সংস্থা থেকেও বিভিন্ন বৃত্তি প্রদান করা হয়।Kotak Mahindra Group দ্বারা কোটাক কন্যা স্কলারশিপ (Kotak Kanya Scholarship) নামে এক নতুন স্কলারশিপ চালু করা হয়েছে।এই বৃত্তি প্রদান করার কারন হলো সমাজের অনেক অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবারের মেয়ে আছে যারা পড়াশোনা খরচ বহন করতে পারে না,ফলে ভালোভাবে তাদের পড়াশোনা শেষ করতে পারে না। তাই সেসব মেয়েদের শিক্ষা ব্যাবস্থাকে আরও উন্নত করার জন্য এই বৃত্তি প্রদান করা হয়
কোটাক কন্যা স্কলারশিপ (Kotak Kanya scholarship) এর লক্ষ্য হলো অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবারের মেয়ে কিন্তু মেধাবী পড়ুয়াদের শিক্ষার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় সেই লক্ষ্য কে সামনে রেখে এই কোটাক কন্যা স্কলারশিপটি দেওয়া হয়। এই স্কলারশিপে বার্ষিক দেড় লাখ (1.5 Lakh) টাকা প্রদান করা হয়।
মেয়েদের মেধা তালিকার উপর নির্ভর করে কোটাক কন্যা স্কলারশিপটি প্রদান করা হয়।এই প্রতিবেদন থেকে আপনি জানতে পারবেন কোটাক মাহিন্দ্রা স্কলারশিপ (Kotak Kanya Scholarship) কী? কিভাবে আবেদন করবে, আবেদনের যোগ্যতা, নথিপত্র ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে।
Table of Contents
কোটাক কন্যা স্কলারশিপ বিবরণ Kotak Kanya scholarship Overview 2024
বৃত্তির নাম | কোটাক কন্যা বৃত্তি |
---|---|
বৃত্তি দেওয়া হয়েছে | কোটাক মাহিন্দ্রা গ্রুপ কোম্পানি |
প্রযোজ্য বৃত্তি | 12 তম পাশ ছাত্রী |
শেষ তারিখ | ডিসেম্বর 2024 |
বৃত্তির পরিমাণ | বছরে ১ লক্ষ টাকা |
Session | 2024-25 |
ওয়েবসাইট | www.buddy4study.com |
কোটাক কন্যা স্কলারশিপে যোগ্যতার মানদণ্ড (Kotak Kanya scholarship Elegibility Criteria)
অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবারের মেয়ে শিক্ষার্থীরা কিন্তু মেধাবী, তারা কোটাক কন্যা স্কলারশিপ এ আবেদনের জন্য যোগ্য। এই স্কলারশিপটি আবেদনের জন্য আবেদন প্রার্থীর মে সব যোগ্যতা থাকা দরকার। সেই সব যোগ্যতা নীচে উল্লেখ করা হয়েছে, যেমন:
- আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক স্তরে 85% নাম্বার পেতে হবে অথবা সমমানের CGPA সহ 12 তম শ্রেণী শেষ করতে হবে।
- আবেদনকারীকর পারিবারিক বার্ষিক আয় 3,50,000 (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অথবা তার কম হতে হবে।
- শুধুমাত্র প্রথম বছরের স্নাতক স্তরে মেয়ে শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য যোগ্য।
- কোটাক মাহিন্দ্রা গ্রুপ (Kotak Mahindra Group Company)এবং কোটক এডুকেশন ফাউন্ডেশন (Kotak Education Foundation) এর কর্মচারীরা এই বৃত্তির জন্য যোগ্য নয়।
- এছাড়াও, যে ছাত্রছাত্রীরা ডিজাইনিং, Architecture , Medicine, অনার্স স্নাতক, বিশেষায়িত বাণিজ্য, অন্যান্য পেশাগত কোর্স করছে যেমন CA (Chartered Accountant), CS (Company Secretary), LLB (Bachelor of Legislative Law or Legum Baccalaureus), CWA (Civil Works Administration),MBBS (Bachelor of Medicine and Bachelor of Surgery), ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এই সমস্ত কোর্স করছে। সেই সব মেয়ে শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদনের জন্য যোগ্য।
কোটাক কন্যা স্কলারশিপে আবেদনের সুবিধা (Kotak Kanya scholarship Benifits)
- কোটাক কন্যা স্কলারশিপের সুবিধা হল এটি মূলত মেয়েদের জন্য সহায়তা প্রদান করে। অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার এবং যে সব মেয়ে পেশাদার ডিগ্রি কোর্স করতে চায় ।
- কিন্তু তাদের হোস্টেল ফি, টিউশন ফি এবং অন্যান্য একাডেমিক খরচ, শিক্ষার বিভিন্ন উপকরণের খরচ বহন করতে পারে না, সেই মেয়েদের শিক্ষার উন্নয়নের জন্য 1 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য প্রদান করা হবে।
- কোটাক কন্যা স্কলারশিপের মাধ্যমে যেসব নীম্নশ্রেনীর অর্ন্তভুক্ত কন্যাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বিরাট সুযোগ লাভ করে থাকে।
কোটাক কন্যা স্কলারশিপ অনলাইনে আবেদন পদ্ধতি (Kotak Kanya scholarship Online Application)
কোটাক কন্যা স্কলারশিপটি প্রদান করে কোটাক মাহিন্দ্রা গ্রুপ অফ কোম্পানি (Kotak Mahindra Group Company)।মেয়েদের উচ্চ শিক্ষয় আরও উৎসাহিত করতে এই প্রকল্পের সূচনা করা হয়েছে।যেসব ছাত্রী উচ্চ মাধ্যমিক পাস করে আরও উচ্চ শিক্ষা গ্রহণ করতে আগ্রহী তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।
স্কলারশিপটি শুধু মাত্র ছাত্রীদের জন্য।কর্তৃপক্ষ পরিবারের মেয়ে শিক্ষার্থীদের দ্বাদশ শ্রেণী পাস করার পর উচ্চ শিক্ষা গ্রহণে করতে আগ্রহী, তাদের জন্য আর্থিকভাবে সহায়তা করা।
- প্রথমে আবেদনকারীকে Kotak Kanya scholarship এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে
- “Apply Now“অপশনে ক্লিক করুন।
- আবেদন করার জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করুন।
- আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন ও Trums and Conditions -এ ক্লিক করুন।
- এখন আপনি “Preview” অপশনে এ ক্লিক করে আপনার ফর্ম টি যাচাই করে নিন, কোন ভুল থাকলে ঠিক করুন।
কোটাক কন্যা স্কলারশিপে নির্বাচন প্রক্রিয়া (Kotak Kanya scholarship Selection Process)
কোটাক কন্যা স্কলারশিপে যেভাবে যোগ্য আবেদন প্রার্থী নির্বাচন করা হয় তাহলো
- আবেদনকারীর বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে নির্বাচন করা হয়, যেমন আবেদনকারীর একাডেমিক যোগ্যতা, আর্থিক পটভূমি এবং ব্যক্তিগত বিষয় অর্থাৎ অনাথ, একক অভিভাবক, সংকট ইত্যাদি।
- শিক্ষার্থীদের দুই দফা সাক্ষাৎকারের মুখোমুখি হতে হবে।
- বৃত্তির চূড়ান্ত নির্বাচন এবং প্রদান করে,কোটাক শিক্ষা ফাউন্ডেশনের একমাত্র বিবেচনার উপর নির্ভর করে।
কোটাক কন্যা স্কলারশিপ আবেদনের শেষ তারিখ (Kotak Kanya scholarship Last Date 2024)
অবশ্যই যোগ্য আবেদনকারীকে শেষ তারিখের আগে আবেদন করতে হবে।এটি একটি প্রাইভেট স্কলারশিপ। আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে।কোটাক কন্যা স্কলারশিপ আবেদনের শেষ তারিখ 30 সেপ্টেম্বর,2024
কোটাক কন্যা স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Kotak Kanya scholarship Important Documents)
- উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট।
- আধার কার্ড।
- শেষ পরীক্ষার সার্টিফিকেট।
- পাসপোর্ট সাইজ ফটো।
- ইনকাম সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- ব্যাংকের পাসবুকের প্রথম পেজের ছবি।
- যদি বাবা/মা মারা গিয়ে থাকে তার ডেথ সার্টিফিকেট।
- কলেজে ভর্তির রশিদ।
- বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড
কোটাক কন্যা স্কলারশিপ কোন কোন কোম্পানির সহায়তায় বাস্তবায়িত হয়?
কোটাক মাহিন্দ্রা গ্রুপ কোম্পানি গুলি একটি CSR প্রকল্প চালু করে “কোটক কন্যা স্কলারশিপ” “Kotak Kanya scholarship” ।শিক্ষা ও জীবিকা উন্নয়নের জন্য একটি সহযোগিতামূলক প্রচেষ্টা। কোটাক এডুকেশন ফাউন্ডেশন যেসব কোম্পানিগুলি আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত করেছে। তা নীচে উল্লেখ করা হলো
- কোটাক ইনফ্রাস্ট্রাকচার ডেট ফান্ড লিমিটেড (KIDFL)
- কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল কোম্পানি লিমিটেড (KMCCL)
- কোটাক মাহিন্দ্রা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (KMAMC)
- কোটাক মাহিন্দ্রা ট্রাস্টি কোম্পানি লিমিটেড (KMTCL)
- কোটাক মাহিন্দ্রা ইনভেস্টমেন্টস লিমিটেড (KMIL)
- কোটাক মাহিন্দ্রা প্রাইম লিমিটেড (KMPL)
- কোটাক সিকিউরিটিজ লিমিটেড (KSL)
Q. কোটাক কন্যা স্কলারশিপ এ বৃত্তির পরিমাণ কত?
কোটাক কন্যা স্কলারশিপ এ বৃত্তির পরিমাণ ১.৫ লক্ষ টাকা।
Q. কোটাক কন্যা স্কলারশিপ এ আবেদন করতে কত নম্বর প্রয়োজন ?
কোটাক কন্যা স্কলারশিপ এ আবেদন করতে ৮৫ শতাংশ নম্বর প্রয়োজন ।
আরো পড়ুন – Pradhan Mantri Awas Yojana 2024 প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন লিস্ট, টাকা কবে ঢুকবে ।
HDFC Bank Scholarship 2024: এইচ ডি এফ সি ব্যাঙ্ক স্কলারশিপ অনলাইনে আবেদন ,লাস্ট ডেট , স্টাটাস চেক,
Swami Vivekananda Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল ও স্যাটাস চেক
Pingback: PM Fasal Bima Yojana : চাষযোগ্য জমি থাকলেই 2 লক্ষ টাকা! আবেদন পদ্ধতি জানুন । - আমার বাংলা - Aamar Bangla