HDFC Bank Scholarship 2024: এইচ ডি এফ সি ব্যাঙ্ক স্কলারশিপ অনলাইনে আবেদন ,লাস্ট ডেট , স্টাটাস চেক,

HDFC Bank Scholarship 2024
HDFC Bank Scholarship 2024

HDFC Bank Scholarship 2024 : প্রত্যেকটি দেশের উন্নয়নের জন্য শিক্ষার প্রয়োজন। ভারত সরকার ও  অন্যান্য কর্তৃপক্ষ মেধাবী এবং অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবারের শিক্ষার্থীদের জন্য একেরপর এক বিভিন্ন বৃত্তি প্রদান করছে। এছাড়াও বেসরকারী সংস্থাগুলি থেকেও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তি প্রদান করা হচ্ছে। 

 এই রকমই একটা বেসরকারি সংস্থা থেকে  HDFC ব্যাঙ্ক স্কলারশিপ। এই স্কলারশিপ HDFC ব্যাঙ্কের অধীনে চলছে । HDFC ব্যাঙ্ক স্কলারশিপের উদ্দেশ্য হল সমাজের অর্থ‌‌‌দূর্বল শ্রেনীর‌ অন্তর্ভুক্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করা।HDFC স্কলারশিপ ভারতে প্রথম  শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা প্রদান করছে।

Table of Contents

 এইচ ডি এফ সি ব্যাঙ্ক স্কলারশিপের বিবরণ (HDFC Bank Scholarship 2024 Overview)

বৃত্তির নামএইচ ডি এফ সি ব্যাঙ্ক স্কলারশিপ (HDFC Bank Scholarship 2024)
চালু করা হয়েছেএইচ ডি এফ সি ব্যাঙ্ক দ্বারা
উদ্দেশ্যআর্থিকভাবে সহায়তা প্রদান করা
সুবিধাভোগীUG এবং PG কোর্সে অধ্যায়নরত শিক্ষার্থীরা।
বৃত্তির ধরনমেধা অনুযায়ী
যোগ্যতাশিক্ষার্থী 1 থেকে UG এবং PG স্তরে অধ্যায়নরত।
বৃত্তির পরিমাণ75,000 টাকা পর্যন্ত।
আবেদন পদ্ধতিঅনলাইন পদ্ধতি।
আবেদনের শেষ তারিখঅনলাইন পদ্ধতি।
আবেদনের শেষ তারিখ30 সেপ্টেম্বর
Office websitevisit site : https://www.hdfcbank.com/
Helpline No.1800 202 6161 / 1860 267 6161

এইচ ডি এফ সি ব্যাঙ্ক স্কলারশিপ (HDFC Bank Scholarship 2024)

HDFC Bank হলো ভারতের সবচেয়ে বড় আর্থিক পরিষেবা প্রদানকারী ,উদ্যোগের অধীনে একটি বৃত্তি চালু করেছে ECSS ( Educational Crisis Support Scholarship)। এই বৃত্তিটি ক্লাস 6 থেকে স্নাতক স্নাতকোত্তর অধ্যয়নরত শিক্ষার্থী আবেদন করতে পারবে। সুবিধাভোগী সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই স্কলারশিপের 75,000 টাকা আর্থিক সাহায্য পাবে।HDFC  স্কলারশিপ ব্যঙ্কের কতৃপক্ষ দ্বারা পরিচালিত করা হয়।

HDFC bank Scholarship এর উদ্দেশ্য হল শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের খরচ,পড়াশোনার উপকরণ কিনতে প্রয়োজনীয় খরচ,খাবারের খরচ এবং অন্য যে কোনও  খরচগুলিকে কভার করা এছাড়া এই স্কলারশিপটি আর্থিক বাধা দূর করে শিক্ষার্থীদের শিক্ষাগত ভাবে এবং কর্মজীবনের লক্ষ্যগুলিকে শক্তিশালী করতে সহায়তা করে৷

শিক্ষার্থীদের অনেকটা আর্থিক সমস্যা দূর হবে। শিক্ষার্থীদের  অধ্যয়ন, জ্ঞান অর্জন এবং শিক্ষার উন্নয়নের সাহায্য করে। এইচ ডি এফ সি ব্যাঙ্ক স্কলারশিপের (HDFC  Bank Scholarship) কীভাবে আবেদন করতে হবে ,যোগ্যতার মানদন্ড , কী কী নথিপত্র লাগবে, বৃত্তির পরিমাণ,শেষ তারিখ ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। এখানে আপনি এইচ ডি এফ সি ব্যাঙ্ক স্কলারশিপের (HDFC Bank Scholarship) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য লেখাটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

এইচ ডি এফ সি ব্যাঙ্ক স্কলারশিপের শেষ তারিখ (HDFC Bank Scholarship 2024 Important Date )

এই স্কলারশিপটি স্কুল এর প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের দেওয়া হয় কিন্তু এর পাশাপাশি ডিপ্লমা, স্নাতক,আই টি আই, পলিটেকনিক, ইউজি, এবং পিজি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রদান করা হয়।এইচ ডি এফ সি ব্যাঙ্ক স্কলারশিপের   (HDFC Scholarship important date 2024 আবেদন করার শেষ তারিখ-30 সেপ্টেম্বর 2024

বিশেষ দ্রষ্টব্য: HDFC Bank পরিবর্তনের জন্য ECSS প্রোগ্রামে তিনটি আলাদা আলাদা আবেদনের সময়সীমা আছে। প্রাথমিক সময়সীমা 30 সেপ্টেম্বর 2023, দ্বিতীয় সময়সীমা 31 ডিসেম্বর 2023, তৃতীয় সময়সীমা 31 মার্চ 2024 সাল।

HDFC Bank Scholarship পরিবর্তনের অধীনে বৃত্তির প্রকারভেদ

  1. এইচ ডি এফ সি ব্যাঙ্ক পরিবর্তনের ECS স্কলারশিপ স্কুল  (মেরিট-কাম মিনস)
  2. এইচ ডি এফ সি ব্যাঙ্ক পরিবর্তনের ECS স্কলারশিপ বিয়ন্ড স্কুল  (মেরিট-কাম মিনস)
  3. এইচ ডি এফ সি ব্যাঙ্ক পরিবর্তনের ECS প্রোফেশনাল এডুকেশন  (মেরিট-কাম মিনস)
  4. এইচ ডি এফ সি ব্যাঙ্ক পরিবর্তনের ECS স্কলারশিপ স্কুল (প্রয়োজন অনুযায়ী)
  5. এইচ ডি এফ সি ব্যাঙ্ক পরিবর্তনের ECS স্কলারশিপ বিয়ন্ড স্কুল  (প্রয়োজন অনুযায়ী)
  6. এইচ ডি এফ সি ব্যাঙ্ক পরিবর্তনের ECS প্রোফেশনাল এডুকেশন  (মেরিট-কাম মিনস)

এইচ ডি এফ সি ব্যাঙ্ক পরিবর্তন স্কলারশিপে যোগ্যতার মানদন্ড(HDFC Bank Scholarship 2024 Eligibility Criteria)

আবেদনকারীর বৃত্তি অনুযায়ী যোগ্যতার মানদন্ড অনুসরণ করতে হবে –

বৃত্তির নাম- এইচ ডি এফ সি ব্যাঙ্ক পরিবর্তনের ECS স্কলারশিপ স্কুল  (মেরিট-কাম মিনস)-

  •  এটি ভারতীয় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
  • যে সকল শিক্ষার্থী বর্তমানে  কোন একটি বেসরকারী বা সরকারী স্কুলে 6 থেকে 12 শ্রেণীতে পড়ছে ।
  • তাদের পূর্ববর্তী  পরীক্ষায় কমপক্ষে 55% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। 
  • অবশ্যই শিক্ষার্থীদের বার্ষিক পারিবারিক আয় 2.5 লক্ষ (2,50,000) টাকার কম বা সমান হতে হবে।

বৃত্তির নাম- এইচ ডি এফ সি ব্যাঙ্ক পরিবর্তনের ECS স্কলারশিপ বিয়ন্ড স্কুল  (মেরিট-কাম মিনস)-

  • ভারত সরকার স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে BA, BCom, MA,MCoM এই সমস্ত পেশাদার কোর্সে অধ্যায়নরত এই সমস্ত শিক্ষার্থীরা উপযুক্ত।
  • দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণির  পরে শিক্ষার্থীরা ডিপ্লমা, পলিটেকনিক ইত্যাদি কোর্সের পড়ুয়া আবেদন করতে পারবে।
  • অবশ্যই তাদের পূর্ববর্তী  পরীক্ষায় কমপক্ষে 55% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। 
  •  শিক্ষার্থীদের বার্ষিক পারিবারিক আয় 2.5 লক্ষ (2,50,000) টাকার কম বা সমান হতে হবে।

বৃত্তির নাম- এইচ ডি এফ সি ব্যাঙ্ক পরিবর্তনের ECS প্রোফেশনাল এডুকেশন  (মেরিট-কাম মিনস)-

  • ভারত সরকার স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে BBA, BCS, BTech, MBBS, MCA, MTech ইত্যাদি পেশাদার কোর্সে অধ্যায়নরত শিক্ষার্থীরা আবেদনের যোগ্য।
  •  পূর্ববর্তী  পরীক্ষায় কমপক্ষে 55% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। 
  •  বার্ষিক পারিবারিক আয় 2.5 লক্ষ (2,50,000) টাকার কম বা সমান হতে হবে।

বৃত্তির নাম- এইচ ডি এফ সি ব্যাঙ্ক পরিবর্তনের ECS স্কলারশিপ স্কুল (প্রয়োজন অনুযায়ী)-

  • যে সব শিক্ষার্থী বর্তমানে  কোন একটি বেসরকারী বা সরকারী স্কুলে 6 থেকে 12 শ্রেণীতে পড়ছে ।তাঁরা বিভিন্ন পারিবারিক সমস্যার সম্মুখীন হয় ।ফলে শিক্ষার খরচ বহন করতে আর সক্ষম হয়ে উঠতে পারে না।

বৃত্তির নাম- এইচ ডি এফ সি ব্যাঙ্ক পরিবর্তনের ECS স্কলারশিপ বিয়ন্ড স্কুল  (প্রয়োজন অনুযায়ী)-

  • ভারত সরকার স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে BA, BCom, MA,MCoM এই সমস্ত পেশাদার কোর্সে অধ্যায়নরত শিক্ষার্থীরা উপযুক্ত। কিন্তু তাঁদের পারিবারিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রায় তিন বছর ধরে। এই সমস্যার জন্য তাদের শিক্ষা সংক্রান্ত খরচ বহন করে পারছে না।

বৃত্তির নাম- এইচ ডি এফ সি ব্যাঙ্ক পরিবর্তনের ECS প্রোফেশনাল এডুকেশন  (মেরিট-কাম মিনস)-

  • ভারত সরকার স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে BBA, BCS, BTech, MBBS, MCA, MTech ইত্যাদি পেশাদার কোর্সে অধ্যায়নরত শিক্ষার্থী  আবেদনের যোগ্য।কিন্তু গত তিন বছর ধরে তাঁদের পারিবারিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । এই সমস্যার জন্য তাদের শিক্ষা সংক্রান্ত খরচ বহন করার সাধ্য নেই ।

এইচ ডি এফ সি ব্যাঙ্ক স্কলারশিপে বৃত্তির পরিমাণ (HDFC Bank Scholarship 2024 Amount)

বৃত্তির নামবৃত্তির পরিমাণ
এইচ ডি এফ সি ব্যাঙ্ক পরিবর্তনের ECS স্কলারশিপ স্কুল (মেরিট-কাম মিনস)35,000 টাকা দেওয়া হবে।
এইচ ডি এফ সি ব্যাঙ্ক পরিবর্তনের ECS  স্কলারশিপ বিয়ন্ড স্কুল (মেরিট-কাম মিনস)45,000 টাকা দেওয়া হবে।
এইচ ডি এফ সি ব্যাঙ্ক পরিবর্তনের ECS প্রোফেশনাল এডুকেশন  (মেরিট-কাম মিনস)75,000 টাকা দেওয়া হবে।
এইচ ডি এফ সি ব্যাঙ্ক পরিবর্তনের ECS স্কলারশিপ স্কুল (প্রয়োজন অনুযায়ী)35,000 টাকা দেওয়া হবে।
এইচ ডি এফ সি ব্যাঙ্ক পরিবর্তনের ECS স্কলারশিপ বিয়ন্ড স্কুল  (প্রয়োজন অনুযায়ী)45,000 টাকা দেওয়া হবে।
এইচ ডি এফ সি ব্যাঙ্ক পরিবর্তনের ECS প্রোফেশনাল এডুকেশন  (প্রয়োজন অনুযায়ী)75,000 টাকা দেওয়া হবে।

এইচ ডি এফ সি ব্যাঙ্ক স্কলারশিপে প্রয়োজনীয় নথিপত্র ( HDFC Bank Scholarship 2024 Important Documents)

মেরিট-কাম-মিনস এবং প্রোয়োজন ভিত্তিক স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র –

  • পাসপোর্ট – সাইজ এর ছবি
  • গত বছরের মার্ক শীট (2019-20) (যদি আপনার কাছে 2019-20  মার্কশিট না থাকে, তাহলে 2018-19  মার্কশিট আপলোড করুন।)
  •  আধার কার্ড
  • ভোটার আইডি
  • ড্রাইভিং লাইসেন্স
  • চলতি বছরের ভর্তির  রসিদ
  •  আইডি কার্ড
  •  আবেদনকারী ব্যাঙ্কের পাসবুক
  •  বার্ষিক আয়ের শংসাপত্র 
  •  হলফনামা
  • DM/SDM দ্বারা জারি করা আয়ের প্রমান।

সমস্যা সংক্রান্ত নথিপত্র 

  • পরিবারের উপার্যন করা ব্যক্তির মৃত্যু হলে তার মৃত্যু  সার্টিফিকেট।
  • পরিবারে চাকরি হারানো ব্যক্তির চাকরি সংগঠনের চিঠি।
  • যে ব্যক্তি কোভিড 19 দ্বারা আক্রান্ত তার কোভিড 19 রিপোর্ট ।
  • অসুস্থ ব্যক্তির  চিকিৎসা বা অসুস্থতা উল্লেখ করা মেডিকেল রিপোর্ট।

এইচ ডি এফ সি ব্যাঙ্ক স্কলারশিপ আবেদন পদ্ধতি (HDFC Bank Scholarship 2024 Application Process)

  • আবেদনকারী HDFC webpage এ ক্লিক করুন।
  • আবেদনকারী পছন্দ মতো বৃত্তি তে ক্লিক করুন।
  • এখন আপনি Apply online  এ ক্লিক করুন এবং একটি নতুন পেজ আসবে।
  • এবার Register এ ক্লিক করতে হবে।
  • এবাব যে নতুন পেজ আসবে সেখানে আপনার সমস্ত তথ্য লিখুন।
  • এরপরে আপনি Login এ ক্লিক করবেন।
  • এখন আপনি সফল ভাবে এই বৃত্তির আবেদন করতে পেরেছেন।

নির্বাচন প্রক্রিয়া (HDFC Parivartan Scholarship Selection Process)

এই স্কলারশিপে আবেদনকারী নির্বাচন করা হবে –

  • আবেদনকারীর আর্থিক চাহিদার ভিত্তি ও যোগ্যতার উপর ভিত্তি করে।
  • নির্বাচিত প্রার্থীর সাথে ফোনে যোগাযোগ করা হবে।

এইচ ডি এফ সি ব্যাঙ্ক স্কলারশিপের সুবিধা (HDFC Bank Scholarship Benefits)

  • HDFC স্কলারশিপ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে কারন তারা যেন উন্নত ডিগ্রি অর্জনে উৎসাহিত হয়।
  • সরকারি ও বেসরকারী  স্কুলে পড়া শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হবে।
  • যারা , BA, BCOM, MA,MCOM করছেন তারা । 45,000/- আর্থিক সাহায্য পাবে।
  •  পেশাদার শিক্ষার্থীদের  75,000/- টাকা প্রদান করা হবে।
  •  মেধাবী এবং প্রয়োজন-ভিত্তিক উভয় ছাত্রদের অনলাইন আবেদন করতে পারবে।

আরও পড়ুন :- Swami Vivekananda Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল ও স্যাটাস চেক

Swami Vivekananda Scholarship 2024: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা কবে ঢুকবে? (নতুন আপডেট)

 PM Vishwakarma Yojana 2024: প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা অনলাইন আবেদন (Registration ) যোগ্যতা, নথি, সুবিধা,

 Sitaram Jindal Scholarship 2024 : স্কুল কলেজের শিক্ষার্থীরা সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন করুন।

 কন্যাশ্রী প্রকল্প 2024 আবেদন পদ্ধতি, উদেশ্যে, সুবিধা, কত টাকা পাবে? (Kanyashree Prakalpa new update)

Forest Department Recruitment 2024: বন দপ্তরে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।

WB Health Job Vacancy 2024 পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।

SVMCM 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন, লাস্ট ডেট, রিনওয়াল, সম্পূর্ন জানুন| Swami Vivekananda Scholarship

Q. এইচডিএফসি স্কলারশিপের পরিমাণ কত?

এইচডিএফসি ব্যাংক স্কলারশিপের বৃত্তির পরিমাণ Rs. বার্ষিক ভিত্তিতে 75,000/- যাতে UG এবং PG ডিগ্রী বা স্কুল-স্তরের অধ্যয়নরত শিক্ষার্থীরা।

Q. এইচডিএফসি ব্যাংক কি শিক্ষার্থীদের বৃত্তি দেয়?

 যে সকল শিক্ষার্থী বর্তমানে বেসরকারী বা সরকারী স্কুলে 6 থেকে 12 শ্রেণীতে পড়ছে ।তাদের পূর্ববর্তী  পরীক্ষায় কমপক্ষে 55% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।শিক্ষার্থীদের বার্ষিক পারিবারিক আয় 2.5 লক্ষ (2,50,000) টাকার কম হতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *