প্রধানমন্ত্রী আবাস যোজনা : এই পোস্ট টি পড়ে আপনারা জানতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা(Pradhan Mantri Awas Yojana) কিভাবে আবেদন করবেন ? কি কি ডকুমেন্টস দরকার ? কি ভাবে Status এবংপ্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের নতুন লিস্ট চেক করবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা স্ট্যাটাস চেক, How to check Pradhan Mantri Awas Yojana List 2024-2025.
প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিমের মাধ্যমে গ্রামীণ এলাকার অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবার গুলোকে ঘর করার জন্য টাকা দিয়ে আর্থিক সাহায্য করে। বাংলা আবাস যোজনার কাজ হল রাজ্যের সমস্ত দরিদ্র বাসিন্দাদের সাশ্রয়ী মূল্যের ও পর্যাপ্ত আবাসন প্রদান করা। এই প্রকল্পের লক্ষ্য হল দরিদ্র পরিবারের পাকা বাড়ি করে দেওয়া।
Table of Contents
প্রধানমন্ত্রী আবাস যোজনা (Overview)
প্রকল্পের নাম | প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradham Mantri Awas Yojana) |
Post Type | Sarkari Yojana/ Government Scheme/ सरकारी योजना |
চালু করেছে | ভারত সরকার |
উদ্দেশ্য | দেশের প্রত্যেক মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করা । |
টাকার পরিমান | ১ লক্ষ ২০ হাজার টাকা। |
আবেদন পদ্ধতি | অনলাইন |
সুবিধা ভোগী | গরিব, মধ্যবিত্ত ও ঘরহীন লোকেরা । |
PMAY প্রকল্পের ভাগ | প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ( PMAY-G)প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান (PMAY-U) |
অফিসিয়াল ওয়েবসাইট | http://pmaymis.gov.in |
প্রধানমন্ত্রী আবাস যোজনা কয়টি বিভাগ (types of PMAY)
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ (Pradhan Mantri Awas Yojana Gramin) | প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরে (Pradhan Mantri Awas Yojna Urban) |
এর উদ্দেশ্য হলো গ্রামের কাঁচা বাড়িতে বসবাসকারী মানুষের জন্য সাশ্রয়ী আবাসন প্রদান করা। একটি রান্নাঘর সহ সমস্ত সুবিধা থাকবে। | এর উদ্দেশ্য হলো শহরের যেসব মানুষ অর্থনৈতিক ভাবে দুর্বল তাদের পাকা বাড়ি করে দেওয়া। ২০১৫ সালে ২৫ শে জুন (PMAY-U) প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরে চালু হয়। |
প্রধানমন্ত্রী আবাস যোজনার উদ্দেশ্য (Pradhan mantri awas yojana udesh)
PMAY এর কয়েকটি উল্লেখযোগ্য উদ্দেশ্য হলো :
- একটি স্বাস্থকর রান্নাঘর রাখতে বাড়ির আকার ২০ বর্গমিটার বৃদ্ধি করে ২৫ বর্গমিটার করেছে ।
- এই প্রকল্পে সমতল অঞ্চলের জন্য ১.২০ লক্ষ টাকা এবং পার্বত্য অঞ্চলের উপজাতি ও অনগ্রসর জেলাগুলোতে জনগোষ্ঠীর জন্য ১.৩০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
- প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লক্ষ হলো গ্রাম অঞ্চলের দরিদ্র পরিবারগুলো যারা কাঁচা বাড়িতে বসবাস করে, নিজেদের বাড়ি করার সামর্থ্য নেই, জীর্ন অবস্থায় বসবাস করে তাদের পাকা বাড়ি করে দেওয়া। এখনো পর্যন্ত ২ কোটি আবাসন PMAY-G এবং ৭২ লক্ষ আবাসন PMAY-U এর অধীনে প্রস্তুত করা হয়েছে।
- প্রতিটি বাড়ির সাথে শৌচাগার করার জন্য সুবিধাভোগী জন্য ১২,০০০ টাকা আর্থিক সাহায্য করে। এই সমস্ত সহায়তা স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ বা SBM-G এর আওতায় রয়েছে।
- এই প্রকল্পের ব্যয় কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ ভাবে করে। উত্তর পূর্ব এবং হিমালয়ের তিনটি রাজ্য, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ , উত্তরাখণ্ডের জন্য ৯০:১০ অনুপাতে এবং সমতল অঞ্চলের জন্য ৬০:৪০ অনুপাতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ ভাবে ভাগ করে থাকে।
- উন্নত মানের বাড়ি নির্মাণের জন্য দক্ষ রাজমিস্ত্রীর অভাব রয়েছে। তাই রাজমিস্ত্রীদের দক্ষ করার জন্য প্যান ইন্ডিয়া প্রশিক্ষণ ও শংসাপত্র প্রোগ্রাম চালু করছে কেন্দ্র ও রাজ্য সরকার ।এর ফলস্বরূপ রাজমিস্ত্রীদের কর্মজীবনের উন্নতি হবে। আবাসন নির্মাণ কাজের জন্য জাতীয় পর্যায়ে নেশন টেকনিক্যাল সাপোর্ট এজেন্সি (NTSA) প্রতিস্থাপনের পরিকল্পনা করা হয়েছে।
- আবাসন নির্মাণের জন্য সেখানকার উপকরণ, রাজমিস্ত্রী, উপযুক্ত নকশা ব্যাবহার করা হবে।
- কোন সুবিধাভোগী হচ্ছে করলে ৭০,০০০ টাকা আর্থিক সাহায্য পাবে তার জন্য স্টেট লেভেল ব্যাঙ্কার কমিটি -State Level Banker Comity (SLBC) এবং “ডিস্ট্রিক লেভেল ব্যাঙ্কার কমিটি” (DLBC) এর দ্বারা পর্যবেক্ষণ করতে হবে।
- এই প্রকল্পে একটি উল্লেখযোগ্য অংশ হলো সুবিধাভোগী নির্বাচন করা। সেজন্য “সওসইও ইকোনমিক এন্ড কাস্ট সেনসার” ( SECC) এর দ্বারা সুবিধাভোগী নির্বাচন করা হয়েছে এরপর গ্রাম সভার সাহায্য পুনরায় যাচাই করা হয়েছে।
- সুবিধাভোগীদের আর্থিক সাহায্য করা হয় ইলেকট্রনিক ভাবে তাই ব্যাঙ্ক বা পোস্ট অফিসের সাথে আধার নম্বর লিঙ্ক থাকা জরুরি।
প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগী শনাক্তকরণ (pradhan mantri awas yojana labharthi)
এই প্রকল্পে প্রধান উদ্দেশ্য “সকলের জন্য আবাসন” তৈরির জন্য প্রকৃত ভাবে দরিদ্র পরিবারগুলো শনাক্তকরণ করা এই যোজনার মূল লক্ষ্য।SECC তথ্য অনুযায়ী সমাজের অর্থদূর্বল মানুষ, কাঁচা বাড়িতে থাকে, নিজস্ব বাড়ি নেই জীর্ন অবস্থায় থাকে তাদের পাকা বাড়ি করে দেওয়া। SECc দ্বারা সুবিধাভোগী নির্বাচন করা হয়েছে ও গ্রামসভায় পুনরায় যাচাই করা হয়।
- যে সকল পরিবারে ১৬ থেকে ৫৯ বছরের কোন সদস্য নেই
- যে পরিবারের প্রধান মহিলা এবং ১৬ থেকে ৫৯ বছরের কোন পুরুষ সদস্য নেই।
- যে সকল পরিবারে প্রতিবন্ধী সদস্য থাকে ও প্রাপ্তবয়স্ক কোন সদস্য নেই।
- পরিবারের শিক্ষিত সদস্যের বয়স ২৫ বছরের কম।
- এই প্রকল্পে তপসিলি, উপজাতি, সংখ্যালঘু অনেক বিশেষ জাতি অগ্রাধিকার দেওয়া হয়েছে।
- কোন ভূমিহীন পরিবার যাদের আয় হয় নিত্যদিন কায়িক পরিশ্রম করে।
- অন্যান্য ঐতিহ্যবাহী সুবিধাভোগী বনবাসী পরিবার যারা বন রক্ষার আইন ২০০৬ দ্বারা স্বীকৃত।
- যেসব পরিবারে ট্রান্সজেন্ডার ব্যক্তি থাকে।
প্রধানমন্ত্রী আবাস যোজনা ভর্তুকি গননা ।
এই প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই জানতে হবে যে আবেদনকারী ভর্তুকি পাওয়ার যোগ্য কিনা। পরিবারের মোট আয়ের পরিমাণ দেখে তা যাচাই করা হয় এছাড়া আবেদনকারী বিনিয়োগ সহ অন্যান্য তথ্য অনুযায়ী পরিবারের মোট আয় বিবেচনা করা হয়।
অর্থনৈতিক বিভাগ (Economic department) | বার্ষিক আয়ের সীমা (Annual income limit) | ভর্তুকি (%) Subsidy (%) |
---|---|---|
আর্থিকভাবে দুর্বল (EWS) | 3 lakh এর নিচে | 6.5% |
নিম্ন আয়ের শ্রেণী (LIG) | 3 থেকে 6 lakh পর্যন্ত | 6.5% |
মধ্যম আয়ের গোষ্ঠী ১ (MIG-1) | 6 থেকে 12 lakh প্রজন্ত | 4% |
মধ্যম আয়ের গোষ্ঠী ২ (MIG-2) | 12 থেকে 18 lakh প্রজন্ত | 3% |
যে সকল পরিবারের বার্ষিক আয় যদি ১৮ লক্ষ টাকার বেশি হয় তবে সেই পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনা ভর্তুকি পাওয়ার যোগ্য নয়।
যেসব পরিবারে আর্থিক দিক থেকে দূর্বল, নিম্ন আয়ের মানুষ (LIG) এবং মধ্য আয়ের মানুষ (MIG) রয়েছে তাদের ঋণের আবেদনের সাথে একটা স্ব- শংসাপত্র জমা দিতে হবে। এই প্রকল্প যে পরিবারে স্বামী, স্ত্রী, অবিবাহিত ছেলে মেয়েকে বোঝায়, এই স্কিমে সুবিধা পাওয়ার জন্য ভারতের কোথাও সুবিধাভোগীর পাকা বাড়ি থাকলে হবে না।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা (Benefits of Pradhan Mantri Awas Yojana Scheme)
বৈশিষ্ট্য | EWS (আর্থিকভাবে দুর্বল) | LIG (নিম্ন আয়ের শ্রেণী) | MIG-I (মধ্যম আয়ের গোষ্ঠী 1) | MIG-II (মধ্যম আয়ের গোষ্ঠী 2) |
---|---|---|---|---|
সুদের হার | 6.50% | 6.50% | 4% | 3% |
একটি ঘরের জন্য কার্পেট জায়গা | 30 sq.ft | 60 sq.ft | 160 sq.ft | 200 sq.ft |
হাউজিং ঋণের সুদের পরিমান | 6 lakh | 6 lakh | 9 lakh | 12 lakh |
সর্বোচ্চ ভর্তুকি পরিমাণ | 2.67 lakh | 2.67 lakh | 2.35 lakh | 2.30 lakh |
হোম লোণের মেয়াদ | 20 Years | 20 years | 20 years | 20 years |
প্রধানমন্ত্রী আবাস যোজনা নামের তালিকা চেক করুন
Step 1. আপনি এই স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট https://pmayg.nic.in এ যেতে হবে এবং মেনুবার “stakeholder ” এর মধ্যে সবচেয়ে প্রথমে IAY/PMAYG beneficiary ক্লিক করুন।
Step 2. আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বর(Registration No-) লিখে সাবমিট করতে হবে।
Step 3. এরপর আবেদনকারীর ডিটেল পেজটি আসবে , এখানে আপনার পার্সোনাল ডিটেল, ব্যাঙ্কের ডিটেল, ফান্ড ট্রান্সফার ডিটেল দেওয়ার পর চেক করতে পারবেন।
কীভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির লিস্ট চেক করবেন?
Step 1. প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট https://pmayg.nic.in/netiayHome/home.aspx/- এ যেতে হবে,
Step 2. মেনু থেকে “Awaassoft “এ” Report ” এ ক্লিক করুন।
Step 3. এই পেজে সবার শেষের লিঙ্কে “Beneficiary details for verification“এ ক্লিক করুন।
Step 4. Mis report” পেজে “selection filters” এ গিয়ে রাজ্যের নাম, জেলার নাম, ব্লকের নাম, যে বছরের লিস্ট দেখতে চাইছেন সেই সাল, যোজনার নাম এবং ক্যাপচার কোড লিখে সাবমিট করতে হবে।
আপনি যেসব তথ্য দিয়েছেন , আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের সমস্ত সুবিধাভোগীর নামের লিস্ট দেখতে পাবেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কিত কিছু প্রশ্ন: (FAQ)
Q . প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ কত টাকা আর্থিক সাহায্য করা হয় ?
সমতল অঞ্চলের জন্য ২ কিস্তিতে ৬০,০০০ টাকা করে মোট ১.২০ লক্ষ টাকা এবং পার্বত্য অঞ্চল ও উপজাতি ও অনগ্রসর জেলাগুলোতে ৩ কিস্তিতে ৬০,০০০+৬০,০০০+১০,০০০ টাকা মোট ১.৩০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়।
Q . ক্রেডিট লিঙ্কড ভর্তুকি কোন শ্রেনীর ব্যক্তিদের জন্য প্রজয্য?
এটি সাধারণ বেতনভোগী এবং স্ব- নিযুক্ত শ্রনীর ব্যক্তিদের জন্য ।
Q . প্রধানমন্ত্রী আবাস যোজনা PLI কী ?
PLI হলো প্রাইমারি লেন্ডিং ইনস্টিটিউশন । অর্থাৎ যে ব্যাঙ্ক থেকে আপনি ঋন নিচ্ছেন সেটাই PLI |
Q . হোম লোন ভর্তুকি কি এখনও পাওয়া যায় ?
ভারত সরকার প্রবর্তিত PMAY(প্রধানমন্ত্রী আবাস যোজনা) এই প্রকল্পে ২০২৪ সাল পর্যন্ত হোম লোন ভর্তুকি বাড়ানো হয়েছে । ক্রেডিট লিংক সাবসিডি দ্বারা pmay এর একটি অংশ রিন্ ঋণগ্রহীতাদের সুদের হার প্রদান করা হয়েছে ।
Q . ভর্তুকি দাবি অনুমোদনের কতদিন পর ?
৩ থেকে ৪ মাস সময় লাগে ।
আরো পড়ুন – HDFC Bank Scholarship 2024: এইচ ডি এফ সি ব্যাঙ্ক স্কলারশিপ অনলাইনে আবেদন ,লাস্ট ডেট , স্টাটাস চেক,
Swami Vivekananda Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল ও স্যাটাস চেক