PM Fasal Bima Yojana : চাষযোগ্য জমি থাকলেই 2 লক্ষ টাকা! আবেদন পদ্ধতি জানুন ।

PM Fasal Bima Yojana : চাষযোগ্য জমি থাকলেই 2 লক্ষ টাকা! আবেদন পদ্ধতি জানুন ।

PM Fasal Bima Yojana : ভারতবর্ষের অধিকাংশ মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল। তাই, রাজ্য সরকার সহ কেন্দ্রীয় সরকার কৃষকদের চাষের সাহায্য করতে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্প চালু করেছেন।বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে একটি হলো “প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা” (PMFBY)। 2016 সালের 18 ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা আবারও কেন্দ্রীয় সরকারের একটি নতুন স্কীম চালু করা হয় , “PM Fasal Bima Yojana “(PMFBY) ।

PM Fasal Bima Yojana প্রকল্পের মূল উদ্দেশ্য হলো আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণে সহায়তা করা। PM Fasal Bima Yojana হল কৃষকদের তাদের চাষের জমিতে ফলনের জন্য একটি নতুন বীমা পরিষেবা। এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। কীভাবে আবেদন করতে হবে? কারা আবেদনের যোগ্য ? প্রয়োজনীয় কাগজপত্র সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।

PM Fasal Bima Yojana বিবরণ

PM Fasal Bima Yojana উপকারিতাপরিমাণ
হেক্টর প্রতি চাষযোগ্য জমিতে শস্য বীমা14,700 টাকা
সর্বাধিক শস্য বীমা2 লক্ষ টাকা
প্রিমিয়াম হার 5-7 শতাংশ

PM Fasal Bima Yojana প্রকল্পের মূল উদ্দেশ্য কী?

PM Fasal Bima Yojana র মূল লক্ষ্য হলো কৃষকদের আর্থিকভাবে সহায়তা প্রদান করা ও সেই সাথে তাদের নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণ দেওয়া। এই PM Fasal Bima Yojana অধীনে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার প্রতি হেক্টর চাষযোগ্য জমিতে 14,700 টাকা করে এবং সর্বাধিক 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করবে।

  • অনাকাঙ্খিত ঝড়, শিলা বৃষ্টি ইত্যাদি ঘটনার কারণে ফসলের যে ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিকভাবে সহায়তা প্রদান করা।
  • কৃষকদের আর্থিকভাবে স্থিতিশীল করা যাতে , কৃষিকাজে অব্যাহত থাকে।
  • কৃষকদের উদ্ভাবনী ও আধুনিক প্রযুক্তিতে কৃষি পদ্ধতিতে উদ্বুদ্ধ করা।

PM Fasal Bima Yojana কারা আবেদন করতে পারবেন?

PM Fasal Bima Yojana প্রকল্পটি শুধুমাত্র ভারতবর্ষে বসবাসকারী কৃষকদের জন্যই প্রযোজ্য।

  • আবেদন করার জন্য প্রথমে অবশ্যই আপনাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে।
  • যে সকল কৃষকরা খাজনা হিসেবে চাষ করে তারা এই প্রকল্পের অধীনে আবেদন করতে পারবেন না।
  • PM Fasal Bima Yojana প্রকল্পটিতে আবেদন করতে হলে অবশ্যই কৃষকদের জমি সংক্রান্ত সমস্ত নথিপত্র সঠিক থাকা আবশ্যক।

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা অনলাইনে আবেদন পদ্ধতি (PM Fasal Bima Yojana online apply)

যে সকল কৃষকরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আবেদন করার যোগ্য, তাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া করতে হবে। নিচে ধাপে ধাপে আবেদন করা হলো:

  • প্রথমে আপনাকে কম্পিউটার বা মোবাইল থেকে PM Fasal Bima Yojana এর অফিসিয়াল pmfby.gov.in এই পোর্টালে যেতে হবে।
  • তারপর সেলফ রেজিস্ট্রেশন করতে এই পোর্টালে ‘Register’ অপশনে ক্লিক করুন। সঠিকভাবে আপনার সঠিক তথ্য বিবরণ পূরণ করুন।
  • আপনার তথ্য যাচাই করতে আপনার আধার নম্বর ও ব্যক্তিগত সমস্ত তথ্য দিবেন। তারপর আপনার আধার নম্বর যাচাই করা হবে।
  • এরপর তথ্য বিবরণ জমা দিয়ে আপনি কিছু সময়ের জন্য একটি মেসেজের জন্য অপেক্ষা করুন।
  • আপনার অ্যাকাউন্টে সাইন ইন করতে এই পোর্টালের উপরে ডানদিকে ‘সাইন ইন’ অপশনটিতে ক্লিক করে আপনি লগ ইন করুন।
  • লগ ইন করার পরে আপনি প্রকল্পের আবেদনপত্র টি সঠিক ভাবে পূরণ করুন ।
  • তারপর আপনার প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
  • এরপরে আপনি আপনার আবেদনপত্র জমা করতে ‘Submit’ এ ক্লিক করুন।

কৃষকদের চাষের ফসলের কভারেজ

তৈল বীজ, খাদ্য শস্য, বার্ষিক বাণিজ্যিক/বার্ষিক উদ্যানজাত ফসল।
বহুবর্ষজীবী চাষের ফসলের পাশাপাশি, বহুবর্ষজীবী উদ্যানজাত চাষের ফসলের জন্য কভারেজের জন্য পাইলট নেওয়া যেতে পারে যার জন্য ফলন অনুমানের জন্য মানক পদ্ধতি উপলব্ধ।

PM Fasal Bima Yojana-র তথ্য

বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকার PM Fasal Bima Yojana প্রকল্পের আওতায় কৃষকদের আরও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করার জন্য উন্নয়নমূলক আরও পদক্ষেপ গ্রহণ করছে। ফসল বীমার প্রিমিয়াম হার কমিয়ে এনে কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার প্রচেষ্টা চলছে। এছাড়া, বর্তমান সময়ে নতুন প্রযুক্তি ব্যবহার করে আবেদন প্রক্রিয়া আরও সহজ সুলভ ও দ্রুত গতিতে করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

PM Fasal Bima Yojana বাস্তবায়নকারী সংস্থা কোনগুলো

স্কিমটি কৃষি, উন্নয়ন সহযোগিতা ও কৃষক কল্যাণ বিভাগ, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার ও সংশ্লিষ্ট রাজ্যের সমন্বয়ে সামগ্রিক নির্দেশন ও ক্ষমতার নিয়ন্ত্রণ অধীনে নির্বাচিত বীমা কোম্পানিগুলি বাস্তবে বহু-এজেন্সি উদ্ভাবন মাধ্যমে বাস্তবায়িত করা হবে। আরও অন্যান্য বিভিন্ন সংস্থার সাথে; আর্থিক প্রতিষ্ঠান যেমন বাণিজ্যিক ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক এবং তাদের নিয়ন্ত্রক সংস্থা, সরকারি বিভাগ।

Q. PMFBY এর পুরো নাম কী?

PM Fasal Bima Yojana .

Q. PM Fasal Bima Yojana কবে থেকে শুরু হয়েছে?

2016 সালের 18 ফেব্রুয়ারী PM Fasal Bima Yojana শুরু হয়েছে।

আরো পড়ুন – Kotak Kanya scholarship 2024 কোটাক ‌‌কন্যা স্কলারশিপ অনলাইনে আবেদন করুন ।

Pradhan Mantri Awas Yojana 2024 প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন লিস্ট, টাকা কবে ঢুকবে ।

HDFC Bank Scholarship 2024: এইচ ডি এফ সি ব্যাঙ্ক স্কলারশিপ অনলাইনে আবেদন ,লাস্ট ডেট , স্টাটাস চেক,

Swami Vivekananda Scholarship 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল ও স্যাটাস চেক

PM Vishwakarma Yojana 2024: প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা অনলাইন আবেদন (Registration ) যোগ্যতা, নথি, সুবিধা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *