Railway Job Vacancy 2024: যে সকল ছাত্র ছাত্রীরা ভালো চাকরির জন্য অপেক্ষা করছে, সেই সব প্রার্থীদের জন্য আরও একটি নতুন খুশির খবর। ইতি মধ্যে রেলের টিকিট সেলার পদে নতুন কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই করা যাবে। কীভাবে আবেদন করতে হবে? আবেদন প্রার্থীর বয়স সীমা কি থাকছে? মাসিক বেতন কত ? ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়েই বিস্তারিত ভাবে আজকের এই প্রতিবেদনটিতে আলোচনা করা হয়েছে। অবশ্যই সমস্ত প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন । তারপরে নিজের দায়িত্বে আপনি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন।
Railway Job Vacancy 2024: মাধ্যমিক পাশে রেলে টিকিট সেলার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
নিয়োগ সংস্থার নাম | Eastern Railway / Howrah Division |
পদের নাম | ENGAGEMENT OF STATION TICKET BOOKING AGENTS |
মোট শূন্যপদ | নীচে উল্লেখ আছে |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | 10/04/2024 |
পদের নাম ও শূন্যপদ (Railway Job Vacancy 2024)
রেলের টিকিট সেলার পদে যে নতুন কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – ENGAGEMENT OF STATION TICKET BOOKING AGENTS।
আবেদন প্রার্থীর বয়স সীমা (Railway Job Vacancy 2024)
এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – ENGAGEMENT OF STATION TICKET BOOKING AGENTS।এই পদে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের বয়সসীমা 18 বছরের উপরে বয়স হলেই আবেদন করতে পারবেন।
মাসিক বেতন Railway Job Vacancy 2024)
ENGAGEMENT OF STATION TICKET BOOKING AGENTS পদে আপনারা যদি আবেদন করেন এবং তারপরে আপনি যদি চাকরি পান তাহলে আপনাদের প্রতি মাসে বেতন কমিশন ভিত্তিক প্রদান করা হবে।
আবেদন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা (Railway Job Vacancy 2024)
যে সকল আগ্রহী প্রার্থীরা ENGAGEMENT OF STATION TICKET BOOKING AGENTS পদে আবেদন করবেন ভাবছেন তাদের জন্য বলা হচ্ছে যে , এই পদে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস অথবা তার সমতুল্য কোন পরীক্ষায় পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন।
এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে ?
রেলের টিকিট সেলার পদে নতুন কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। সেটি er.indianrailways.gov.in পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেছি, অবশ্যই এই পদে আবেদন করার আগে সমস্ত তথ্য যাচাই করবেন, তারপরে আপনি নিজের দায়িত্বে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন।
কিভাবে আবেদন করবেন? (Railway Job Vacancy 2024)
যে সকল আগ্রহী আবেদন প্রার্থীরা এখানে উল্লেখিত পদে আবেদন করবে ভাবছেন তাদেরকে অফলাইনের মাধ্যমে তাদের আবেদন প্রক্রিয়া করতে হবে ।আবেদন করার আগে অবশ্যই প্রার্থীদের এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে আবেদনের ফর্মটি দেওয়া আছে। বিজ্ঞপ্তি ডাউনলোড করে ফর্মটি A4 পেপারে প্রিন্ট আউট করার পরে হাতে কলমে সমস্ত কিছু তথ্য সঠিক ভাবে লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সেই সঙ্গে অবশ্যই বিজ্ঞপ্তিতে যে যে নথি গুলি বলা হয়েছে সেগুলিকে আবেদন ফর্মের সাথে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় পাঠিয়ে দিলেই আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
গুরুত্বপূর্ন তারিখ (Railway Job Vacancy 2024)
আবেদন করার শেষ তারিখ | 10/04/2024 |
প্রয়োজনীয় লিঙ্ক (Railway Job Vacancy 2024)
অফিশিয়াল ওয়েবসাইট | er.indianrailways.gov.in |
অফিশিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
Sitaram Jindal Scholarship 2024 : স্কুল কলেজের শিক্ষার্থীরা সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন করুন।
কন্যাশ্রী প্রকল্প 2024 আবেদন পদ্ধতি, উদেশ্যে, সুবিধা, কত টাকা পাবে? (Kanyashree Prakalpa new update)
Forest Department Recruitment 2024: বন দপ্তরে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন।
WB Health Job Vacancy 2024 পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।