LIC Supervisor Recruitment 2024: LIC তে নতুন কর্মী নিয়োগ, আবেদন করুন।

LIC Supervisor Recruitment 2024: LIC তে নতুন কর্মী নিয়োগ, আবেদন করুন।

LIC Supervisor Recruitment 2024 : পশ্চিমবঙ্গের সমস্ত বেকার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। ইতিমধ্যে রাজ্যে LIC তে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানে চাকরির জন্য পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থী আবেদন করার যোগ্য। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ প্রতিষ্ঠান Life Insurance Corporation off India (LIC)। এখানে Supervisor পদে কর্মী নিয়োগের ঘোষণা করেছে LIC।

যে কোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। এই প্রতিবেদন থেকে আপনি জানতে পারবেন এখানে আবেদন মূল্য আছে কি না? আবেদন করার শেষ তারিখ কবে ? কীভাবে আবেদন করবেন? এইসব বিষয় নিয়ে সমস্ত তথ্য বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। তাই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন। এছাড়াও আপনি এই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখুন তারপরে আপনি নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।

পদের নাম (LIC Supervisor Recruitment post name)

LIFE INSURANCE CORPORATION OF INDIA এই সংস্থা থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে মে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হল – Supervisor

শূন্যপদ (LIC Supervisor Recruitment Vacancy)

LIFE INSURANCE CORPORATION OF INDIA এই সংস্থা থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে 50 টি শূন্যপদে নতুন কর্মী নিয়োগ করা হবে, তা উল্লেখ করা নেই ।

প্রার্থীর বয়স সীমা

যে সকল আগ্রহী প্রার্থীরা Supervisor পদে চাকরির জন্য আবেদন করবেন ভাবছেন তাদের জন্য বলা হচ্ছে, আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 50 বছরের মধ্যে বয়স থাকলে তবেই এখানে আবেদন করা যাবে। 

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা (LIC Supervisor Recruitment Elegibility)

যে সকল আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদেরকে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের অবশ্যই যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে তবেই এখানে আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা, উভয়ের জন্যই আবেদনের সুযোগ রয়েছে। এখানে প্রাক্তন সেনাদের আবেদনের অগ্রাধিকার দেওয়া হবে না।

চাকরি প্রার্থীর মাসিক বেতন কত? (LIC Recruitment Per Month Salary)

এই পদে আবেদন করার পরে যদি আপনি চাকরি পান। তাহলে প্রতি মাসে বেতন সহ আরো অন্যান্য বেশ কয়েকটি সুবিধা পাবেন চাকরি প্রার্থীরা। সম্পূর্ণ বেতন কত সেই বিষয়ে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখুন নিচে দেওয়া হয়েছে।

এই বিজ্ঞপ্তি কোথায় প্রকাশিত হয়েছে ?

LIFE INSURANCE CORPORATION OF INDIA এই সংস্থার এমপ্লয়মেন্ট ব্যাংক এর অফিসিয়াল  www.employmentbankwb.gov.in ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই পদে আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন, তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন।

আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে? (LIC Recruitment important documents)

  1. ভোটার কার্ড,
  2. রেশন কার্ড,
  3. আধার কার্ড,
  4. আবেদনপত্র,
  5. প্যান কার্ড,
  6. বয়সের প্রমাণপত্র,
  7. মাধ্যমিকের এডমিট কার্ড,
  8. রেজিস্ট্রেশন সার্টিফিকেট,
  9. মাধ্যমিক পাস সার্টিফিকেট,
  10. অভিজ্ঞতার সার্টিফিকেট,
  11. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
  12. আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ফটো,

এছাড়া আরো যে সব নথিপত্র প্রয়োজন আছে, সেগুলো বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন, তারপর আপনি আবেদন করুন।

নির্বাচন প্রক্রিয়া

  1. এখানে আবেদন প্রার্থীদের যোগ্যতার মানদণ্ডের উপর ভিত্তি করে নির্বাচন করা হবে।
  2. এরপর আবেদন প্রার্থীদের একটি ইন্টারভিউ নেওয়া হবে,উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হবে।
  3. এবার ইন্টারভিউ এ উত্তীর্ণ প্রার্থীদের Fitness নিশ্চিত করার জন্য একটি Medical Check Up করা হবে।
  4.  এই তিনটি ধাপের উপর ভিত্তি করে, চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।
Official Website www.employmentbankwb.gov.in
Official NoticeDownload Now

আরো পড়ুন – Bharathi Cement Scholarship 2024 : ভারতী সিমেন্ট স্কলারশিপ স্কুল-কলেজর সব ছাত্র ছাত্রী পাবে।

PM Suraksha Bima Yojana 2024 প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা আবেদন ও যোগ্যতা সম্পর্কে জানুন।

PM Fasal Bima Yojana : চাষযোগ্য জমি থাকলেই 2 লক্ষ টাকা! আবেদন পদ্ধতি জানুন ।

Kotak Kanya scholarship 2024 কোটাক ‌‌কন্যা স্কলারশিপ অনলাইনে আবেদন করুন ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *