SVMCM 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন, লাস্ট ডেট, রিনওয়াল, সম্পূর্ন জানুন| Swami Vivekananda Scholarship

SVMCM 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
SVMCM 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ

Swami Vivekananda(SVMCM) Scholarship- Eligibility, Fresh & Renewal Application, Registration Process, Last date and other information How to Check SVMC Status, SVMCM Helpline Number.

SVMCM 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যোগ্যতার মানদন্ড, বৃত্তি পরিমান, লাস্ট ডেট, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন পদ্ধতি, রিনওয়াল, সম্পূর্ন জানুন| পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ বৃত্তি হলো ” Swami Vivekananda merit -cum means Scholarship” (স্বামী বিবেকানন্দ স্কলারশিপ)। এছাড়াও এই স্কলারশিপ কে অনেক”Bikash Bhavan Scholarship”(বিকাশ ভবন স্কলারশিপ) নামে জানে। যে সকল শিক্ষার্থীরা এই স্কলারশিপে নতুন আবেদন (Fresh application) এবং রিনিউয়াল(Renewal application) করতে চায়, সেই সকল শিক্ষার্থীরা অবশ্যই এই প্রতিবেদনে জানতে পারবে, এই বৃত্তি আবেদনে যোগ্যতার মানদন্ড, কীভাবে আবেদন করতে হবে, দরকারি নথিপত্র ।

SVMCM 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন, লাস্ট ডেট, রিনওয়াল, সম্পূর্ন জানুন| Swami Vivekananda Scholarship

Table of Contents

SVMCM 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে।

SVMCM 2024 স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস স্কলারশিপ হল ভারতের প্রাচীনতম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ স্কলারশিপগুলির মধ্যে একটি বৃত্তি ।এই স্কলারশিপটি 1908 সালে স্বামী বিবেকানন্দের স্মরণে প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্কলারশিপটি ভারতীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করে।আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে।

সংখ্যালঘু (মুসলিম, খৃষ্টান ,বৌদ্ধ প্রভৃতি ধর্মের ছাত্রছাত্রী))সম্প্রদায় ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে পশ্চিমবঙ্গ সরকার সংখ্যালঘুদের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকার স্নাতক স্তরের সংখ্যালঘু শিক্ষার্থীদের পড়াশোনা সঠিক ভাবে করার জন্য Swami Vivekananda Merit Cum Means Scholarship প্রকল্প চালু করেছে।এই বৃত্তিটির লক্ষ্য হলো দরিদ্র পরিবারের ছাত্র ছাত্রী মেধাবী কিন্তু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে থাকা সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের উচ্চতর পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য তাদের আর্থিকভাবে সাহায্য করে।

Name of ScholarshipSwami Vivekananda Scholarship (SVMCM)
State Of Scholarship West Bengal
Eligibility MarksBoard Exam 60%
Annual Income2.5 লক্ষ এর কম
Application TypeOnline
Helpline Number18001028014
Official Websitehttps://svmcm.wbhed.gov.in/

SVMCM 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যোগ্যতা (SVMCM Scholarship Eligibility )

  1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. পশ্চিমবঙ্গে অবস্থিত যেকোন একটি শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকোত্তর স্তরে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করতে হবে।
  3. আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় আড়াই লক্ষের কম হতে হবে।
  4. আবেদনকারী যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে তাহলে তাকে 60% নাম্বার পেয়ে 11 এ ক্লাসে ভর্তি হতে হবে, এবং Swami Vivekananda merit -cum means (SVMC) Scholarship এ আবেদন করতে পারবে।
  5. আর যদি আবেদনকারী উচ্চমাধ্যমিক দিয়ে থাকে তবে তাকে 60% নাম্বার পেয়ে যে কোনো বিষয়ে অথবা Medical , Engineering, Deploma বা আর ও যেসমস্ত কোর্স রয়েছে, সেখানে ভর্তি হতে হবে, এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে।
  6. আপনি যদি ইউজি দিয়ে থাকেন এবং 53% নাম্বার পান এবং পিজিতে ভর্তি হন তবে আপনি এখানে আবেদন করতে পারবেন।
  7. যে সমস্ত শিক্ষার্থীরা কন্যাশ্রীর K1 ও K2 পেয়েছে, তারা যদি পিজিতে 45%মার্কস পেয়ে ভর্তি হয় তবে তারাও 24 হাজার বা 30 হাজার টাকা পাবে।

SVMCM 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বৃত্তির পরিমাণ (Swami Vivekananda Scholarship Amount )

  1. যে সকল শিক্ষার্থীরা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, তাদেরকে বার্ষিক 12 হাজার টাকা দেওয়া হয়।
  2. যে সমস্ত শিক্ষার্থীরা,উচ্চমাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হলে, যদি পড়ুয়া আর্টস বা কমার্স নিয়ে পড়াশোনা করে তাহলে বার্ষিক 12 হাজার টাকা এবং যে সকল শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে তাহলে বার্ষিক 18 হাজার টাকা দেওয়া হয়।
  3. যারা ইঞ্জিনিয়ারিং/ মেডিক্যাল/ নার্সিং বিভাগে ডিগ্রি করবে তাদের বছরে 60 হাজার টাকা দেওয়া হয়।
  4. ডিপ্লোমা কোর্স করলে প্রতিমাসে 1500 টাকা অর্থাৎ বছরে 18 হাজার টাকা দেওয়া হয়।
  5. পোস্ট গ্রাজুয়েশন কোর্স করলে 24 থেকে 30 হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়।

SVMCM 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কলেজে কত টাকা পাওয়া যায়?

 Swami Vivekananda Scholarship এ একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীর জন্য 12,000 টাকা। আন্ডার গ্রাজুয়েট এর Arts & Commerce এর জন্য 12,000 টাকা , আর Science বিভাগের জন্য 18,000 টাকা পাবে। এরপর ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল এবং নার্সিং এর ডিপ্লোমা (Polytecnic, Diploma) করলে 18,000 টাকা করে পেয়ে যাবে ছাত্রছাত্রীর।

কিভাবে SVMCM 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করবেন? (How to apply Swami Vivekananda Scholarship)

স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস স্কলারশিপে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য এবং হিন্দু জাতি দের জন্য দুটি ভিন্ন ভিন্ন ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদন করা হয়। এখন নিম্নে ওয়েবসাইট দুটি উল্লেখ করা হলো:

সংখ্যালঘু (মুসলিম, খৃষ্টান ,বৌদ্ধ প্রভৃতি ধর্মের ছাত্রছাত্রী) সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য:- https://wbmdfcscholarship.org/
এবং হিন্দু ধর্মালম্বী ছাত্র-ছাত্রীদের জন্য:- https://svmcm.wbhed.gov.in/

SVMCM 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফর্ম ফিলাপ (Fresh Application)

পশ্চিমবঙ্গ সরকারের SVMCM 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইন আবেদন পদ্ধতি আলোচনা করা হলো।

  • Fresh Application করার জন্য আবেদনকারী প্রথমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট https://svmcm.wbhed.gov.in/ -এর হোমপেজে ভিজিট করতে হবে।
SVMCM 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন, লাস্ট ডেট, রিনওয়াল, সম্পূর্ন জানুন| Swami Vivekananda Scholarship
  • তারপরে ‘ Registration‘ অপশনে ক্লিক করুণ। এরপর ‘Apply for Fresh Application’ এ ক্লিক করুন।
  • এরপর নতুন পেজ আসবে নিচের দিকে থাকা চেক বক্সে Proceed for Registration অপশনে ক্লিক করুন।
  • এরপর DSE (DIRECTORATE OF SCHOOL EDUCATION) এ থাকা Apply for Fresh Application অপশনে ক্লিক করুন।
  • এরপর Registration জন্য ফর্মটি খুলবে।
  • এরপর আবেদনকারীর পূর্ববর্তী পরীক্ষার তথ্যর বিবরণ পূরণ করতে হবে।
  • এরপর আপনার বর্তমান কোর্সের সমস্ত তথ্য পূরণ করতে হবে।
  • এরপর Name, Mobile number, e-mail ID, Gender , Religion এই সমস্ত তথ্য দিতে হবে।
  • তারপর Password দিয়ে তা কনর্ফম করে Register অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার Mobile number একটি OTP আসবে সেটি লিখে Verify করলে আপনার Registration প্রক্রিয়াটি সম্পন্ন হবে । এরপর আপনাকে একটি Application Id দেওয়া হবে, এটি কপি করে রাখুন পরবর্তীতে কাজে লাগবে অথবা, আপনি এটি ডাউনলোড করে রাখতে পারেন।
  • এরপর Website home পেজে থাকা Application Login অপশনে ক্লিক করে Application Id, Password এবং Security Code লিখে Login অপশনে ক্লিক করুন।
  • Login সম্পূর্ন হলে আপনার সামনে যে পেজটি Open হলে তার বামদিকে থাকা ড্যাশবোর্ডের Edit Profile অপশনে ক্লিক করে photo ও signature আপলোড করতে হবে। এরপর Save and Continue অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর যে From open হবে সেখানে আপনাকে Application Name, Father and mother name, Date of birth, caste, Gender সহ আরও অন্যান্য তথ্য দিতে হবে।
  • এরপর আপনার Address এবং Bank account এর বিবরণ দিয়ে Save and Continue অপশনে ক্লিক করতে হবে।
  • আবেদনের প্রয়োজনীয় Documents scan করে আপলোড করে Save and Continue অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার ফর্মটির Preview আসবে, সেখানে সমস্ত তথ্য সঠিক থাকলে Submit Application অপশনে ক্লিক করলেই আপনার SVMCM 2024 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনুয়াল (Swami Vivekananda Scholarship Renewal Application)

স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ (SVMcM)স্কলারশিপের Renewal আবেদন এর জন্য ছাত্র-ছাত্রীদের গত বছর অনলাইন আবেদনের সময় Application IDPassword দিয়ে www.svmcm.wbhed.gov.in ওয়েবসাইটে লগইন করতে হবে। এরপর উপরে দেওয়া ধাপগুলি অনুযায়ী Renewal আবেদন করতে হবে।

স্কলারশিপ renewal এ আবেদন করার সময় আর ও কিছু নথিপত্র :

  • ক) আবেদনকারীর last school/college/University পরীক্ষার মার্কশিট স্ক্যান করে আপলোড করতে হবে।
  • খ) যদি পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে হয়, তাহলে দুই সেমিস্টারের মার্কশিট একসাথে স্ক্যান করে আপলোড করতে হবে।
  • গ) স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রেনুয়াল বা ক্রমাগত পেতে হলে প্রতিটি শিক্ষার্থীকে প্রত্যেক বার্ষিক পরীক্ষায় 60 শতাংশ নম্বর পেতে হবে।
  • ঘ) এই স্কলারশিপে মাস্টার্স ডিগ্রিতে 53 শতাংশ নম্বর গ্রহণযোগ্য।

কোন শিক্ষার্থী যদি কোন কারনে এক বছর ড্রপ বা পড়াশোনা ক্রমাগত চালিয়ে রাখতে না পারে তাহলে পরবর্তীতে, এই স্কলারশিপ আবেদন করার সময় উপযুক্ত কারণ দেখিয়ে এই স্কলারশিপটি রেনুয়াল বা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারে। যদি কোনো ছাত্রছাত্রী এক বছরেরও অধিক পড়াশোনার সঙ্গে যুক্ত না থাকে তাহলে উক্ত ছাত্র-ছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর এপ্লিকেশন করতে পারবে না। অবশ্য তারা নতুন কোন কোর্সে ভর্তি হলে সেক্ষেত্রে তারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারে।

বিঃদ্রঃ -উচ্চ মাধ্যমিক কোর্সে (একাদশ শ্রেণি), স্নাতক প্রথম বছর 60% নম্বর পাওয়া শিক্ষার্থীরা এই বৃত্তি নবায়ন করার যোগ্য। স্নাতকোত্তর (পিজি) কোর্সের জন্য, প্রথম বছরে ন্যূনতম 50% নম্বর প্রয়োজন, তারপর পরের বছর পুনর্নবীকরণ করা যেতে পারে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ডকুমেন্ট (Swami Vivekananda Scholarship document )

স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস স্কলারশিপে আবেদন করতে আবেদনকারীর যে সমস্ত নথিপত্র দরকার তা হলো –

  • ক) পূর্ববর্তী শ্রেনীতে উত্তীর্ণ হওয়া পরীক্ষার মার্কশিট (উভয় পক্ষ)।
  • খ) পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র (Income Certificate in original)।
  • গ) ব্যাংক পাস বইয়ের প্রথম পৃষ্ঠা স্ক্যান কপি।(bank account )।
  • ঙ) আধার কার্ড স্ক্যান কপি (Adhar card) ।
  • চ ) আবেদনকারীর ছবি (Pass port photo)।
  • ছ ) আবেদনকারীর স্বাক্ষর (Signature)।
  • জ) ভর্তির রসিদ
  • ঝ) মোবাইল নাম্বার ও ই-মেইল আইডি

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনপত্র জমা লাস্ট ডেট (Swami Vivekananda Scholarship Last/Submit Date)

2023-24 শিক্ষাবর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল 2023 সালের 31 অক্টোবর।

Swami Vivekananda Scholarship 2023
Swami Vivekananda Scholarship 2023

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা পাবে ?

Swami Vivekananda merit -cum means Scholarship হল ভারতীয় শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলারশিপ। এই স্কলারশিপটি দরিদ্র পরিবার যে গুলো আর্থিকভাবে পিছিয়ে পড়া কিন্তু মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ করে দেয়। স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়। স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নির্বাচন প্রক্রিয়া (SVMCM Selection Process)

স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস স্কলারশিপের জন্য আবেদনকারীদের একটি নির্বাচন কমিটির দ্বারা মূল্যায়ন করা হয়। কমিটি আবেদনকারীদের একাডেমিক রেকর্ড, আর্থিক অবস্থা এবং নেতৃত্বের গুণাবলীর উপর ভিত্তি করে তাদের নির্বাচন করে।

  1. Online Application গুলোর প্রাথমিক প্রাপ্ত নম্বর ও শিক্ষার্থীদের আয়ের উপর ভিত্তি করে ক্রমবর্ধমান সাজানো হয়।
  2. এর পর মেধার তালিকা তৈরি করা হয়।
  3. অবশেষে যোগ্য শিক্ষার্থীদের এই বৃত্তি নিজের নিজের Account এ দেওয়া হয়।

How To Apply SVMCM-Swami Vivekananda Scholarship 2023 PDF

Swami Vivekananda Scholarship 2023 স্বামী বিবেকানন্দ স্কলারশিপ FAQ

Q . Swami Vivekananda Scholarship আবেদন করার যোগ্যতা :

শিক্ষার্থীর পরীক্ষায় কম পক্ষে 60% এর উর্দ্ধে হতে হবে। এছাড়া শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ্য এর কম হতে হবে।

Q . স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করতে কি কি লাগে?

ক) পূর্ববর্তী শ্রেনীতে উত্তীর্ণ হওয়া পরীক্ষার মার্কশিট (উভয় পক্ষ)।
খ) পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র (Income Certificate in original)।
গ) ব্যাংক পাস বইয়ের প্রথম পৃষ্ঠা স্ক্যান কপি।(bank account )।
ঙ) আধার কার্ড স্ক্যান কপি (Adhar card) ।
চ ) আবেদনকারীর ছবি (Pass port photo)।
ছ ) আবেদনকারীর স্বাক্ষর (Signature)।
জ) ভর্তির রসিদ
ঝ) মোবাইল নাম্বার ও ই-মেইল আইডি

Q . বিকাশ ভবন স্কলারশিপ কত টাকা?

শিক্ষার্থীরা সর্বনিম্ন 12,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 96,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য লাভ করে থাকে।

Q . কেন্দ্রীয় ও রাজ্য উভয় বৃত্তির জন্য আবেদন করা যায়

আবেদনকারী একবারে দুটি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

Q . কীভাবে একজন শিক্ষার্থী জানতে পারে যে তাদের বৃত্তি আছে?

শুধুমাত্র তাদের ব্যবহারকারী ড্যাশবোর্ডে লগ ইন করার পরেই যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছেন তারা অনলাইনে তাদের আবেদনের স্থিতি পরীক্ষা করতে পারবেন।

Q . স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক

১. প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইট https://svmcm.wbhed.gov.in/ –
২) এরপর Application Login অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর Applicant id এবং Password লিখে লগইন করতে হবে।
৪) এর পর আপনার আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য Status আসবে

আরও পড়ুন- কন্যাশ্রী প্রকল্প 2024 আবেদন পদ্ধতি, উদেশ্যে, সুবিধা, কত টাকা পাবে? 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *