প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2024, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা আবেদনের যোগ্যতা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 অনলাইনে আবেদন পদ্ধতি ,স্যাটাস চেক–কীভাবে করতে হবে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা নতুন তালিকা/লিস্ট ,গ্যাস কীভাবে পাওয়া যাবে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 (Pradhan Mantri Ujjwala Yojana): আমাদের দেশের বেশিরভাগ মহিলা রান্নার জন্য এখনো পর্যন্ত অপরিষ্কার জ্বালানি ব্যবহার করে রান্না করে। এর ফলস্বরূপ তাদের স্বাস্থ্যের পক্ষে ব্যপকভাবে ক্ষতিকারক। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 সালের 1 মে “প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা” 2.0 প্রকল্পের সুচনা করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যে অপরিষ্কার জীবাশ্ম জ্বালানি ব্যাবহার করার জন্য মহিলাদের শ্বাস নেওয়া ধোঁয়া ঘণ্টায় প্রায় 400 টি সিগারেট পোড়ানোর সমান।
এই প্রতিবেদনে মাধ্যমে আপনি জানতে পারবেন 2024 বর্ষে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 কীভাবে আবেদন করবেন, প্রয়োজনীয় নথিপত্র, লিস্ট চেক সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তাই আপনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস সংযোগ সম্পর্কে জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।
Table of Contents
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 বিবরণ 2023-24 (PMUY 2.0 overview)
প্রকল্পের নাম | প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 |
চালু করেছে | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |
শুরু হয়েছে | 2016 সালে 1 লা মে |
শুরুর স্থান | উত্তরপ্রদেশে, মহোবা |
সুবিধাভোগী | BPL রেশন কার্ড প্রাপ্ত মহিলা |
উদ্দেশ্য | BPL এর অন্তর্ভুক্ত মহিলাদের LPG সংযোগ প্রদান করা |
আর্থিক বরাদ্দ | 8,000 কোটি টাকা। |
আর্থিক সাহায্য | BPL রেশন কার্ড প্রাপ্ত মহিলাদলের জন্য প্রতি LPG সংযোগের জন্য 16,00 টাকা |
অফিসিয়াল ওয়েবসাইট | pumy.gov.in |
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 প্রকল্প (Pradhan Mantri Ujjwala Yojana 2.0 )
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 হল ভারতের আর্থিকভাবে দরিদ্র সীমার নিচে পরিবারের মহিলাদের জন্য রান্নার গ্যাস প্রদান করা হবে।কেন্দ্রীয় সরকারের অধীনে 2016 সালের 1 মে শুরু করা হয় এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প। এই যোজনার অধীনে আর্থিকভাবে দরিদ্র পরিবারের মহিলাদেরকে বিনামূল্যে এল.পি.জি. (LPG) প্রথম রিলিফ দেওয়া হবে। এছাড়া বিনামূল্যে চুলাও দেওয়া হবে।
কোন সুবিধাভোগী যদি চাকরি সূত্রে বা ভাড়াবাড়িতে বসবাস করে , তা সত্তেও এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পটির সুবিধা পাবে। চাকরির পরীবর্তন বা ভাড়া বাড়ি পরিবর্তন করলে ও সুবিধা ভোগার এই গ্য্যস সংযোগ পেতে সমস্যা হবে না।অর্থাৎ সুবিধাভোগীর স্বায়ী বাসস্থানের ঠিকানা না থাকলেও , প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 প্রকল্পের অধীনে গ্যাস সংযোগ নিতে পারেন।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 হল (PMUY) প্রাকৃতিক ও পেট্রোলিয়াম গ্যাস মন্ত্রকের একটি প্রকল্প। 2023 সালের 1 লা মার্চ পর্যন্ত 9.59 কোটি পরিবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে (PMUY) সুবিধাভোগী রয়েছে।
দরিদ্র পরিবার গুলো সাধারণত অপরিষ্কার রান্নার জ্বালানি ব্যবহার করে , যাতে অনেক ক্ষতিকারক উপাদান রয়েছে । তাই মহিলাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প চালু করেছে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 প্রকল্পে আবেদনের যোগ্যতা (Pradhan Mantri Ujjwala Yojana Eligibility)
- আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর বয়স 18 বছর হতে হবে এবং সেই পরিবারের অন্য কোন মহিলা সদস্যদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের অধীনে LPG সংযোগ থাকা যাবে না।
- এই প্রকল্পের মহিলারা আবেদন করার জন্য যোগ্য।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 প্রকল্পের গুরুত্ব (Importance of Pradhan Mantri Ujjwala Yojana)
- এই যোজনার মুখ্য উদ্দেশ্য হল গ্রামাঞ্চলের মানুষের খাবার বানানোর জন্য জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে থাকে, কিন্তু কেন্দ্র সরকার এই জীবাশ্ম জ্বালানির পরিবর্তে এল.পি.জি. (LPG) ব্যবহারকে অধিক গুরুত্ব দিয়েছে।
- এছাড়াও মহিলাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কেন্দ্র সরকার এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পটি চালু করেছে। মন্ত্রীমণ্ডল 8,000 কোটি টাকার বাজেট নির্মাণ করেছেন এই উজ্জ্বলা যোজনার জন্য।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের সুবিধা (Pradhan Mantri Ujjwala Yojana Benefits )
- প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পটি দারিদ্র্য সীমার নীচে আর্থিকভাবে দুর্বল (BPL)পরিবারের মহিলাদের এলপিজি L(PG) সংযোগ দেওয়া হবে ।
- দরিদ্র পরিবারের বসবাসকারী মহিলা (BPL)
- পরিস্থিতিতে পরিষ্কার জ্বালানি সরবরাহ করা
- প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের লক্ষ্য হল আর্থিকভাবে দুর্বল পরিবার গুলোর মহিলাদের অর্থাৎ BPL পরিবারের প্রতিটি মহিলাকে এলপিজি (LPG) সংযোগের জন্য 14.2 কেজি সিলেন্ডারের জন্য 16,00 টাকা প্রদান করবে এবং 5 কেজি সিলেন্ডারের জন্য 1150 টাকা দেওয়া হবে ।
- এই প্রকল্পের 1.5 কোটির বেশি পরিবার উপকৃত হয়েছে।এই প্রকল্পের জন্য প্রশাসনিক খরচ 1600, একটি সিলিন্ডার, চাপ নিয়ন্ত্রক, বুকলেট, সুরক্ষা পায়ের পাতার মোজাবিশেষ, ইত্যাদি রয়েছে।
- প্রথমে LPG রিলিফ এবং বিনামূল্যে চুলাও দেওয়া হয়।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের লক্ষ্য (Aim of the Pradhan Mantri Ujjwala Yojana)
নারীর ক্ষমতা উন্নয়নের জন্য :- প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পটি LPG গ্যাসের ব্যবস্থা করে। বিপিএল অর্ন্তভুক্ত মহিলাদের ক্ষমতায়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে , তারা যেন পরিবারের কাছে পরিষ্কার খাবার পরিবেশন করতে পারে। দরিদ্র পরিবারের মহিলা অর্থাৎ বিপিএল পরিবারের মহিলারা সাধারণত ক্ষতিকারক পরিস্থিতিতে জ্বালানি কাঠ সংগ্রহ করতে বের হয়। কিন্তু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পটি তাদের বাড়িতে নিরাপদভাবে রান্না করার সুবিধা অ্যাক্সেস করতে সক্ষম করবে।
সুবিধাভোগী :- প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পটি বিশেষ করে সমাজের অর্থদূর্বল পরিবারের মহিলাদের লক্ষ্য করে, তাদের আর্থিক সাহায্য করার জন্য SECC ডেটার মাধ্যমে নির্বাচন করা হবে।
LPG সংযোগ :- অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবার গুলোর মহিলাদের রান্নার জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পটি বিনামূল্যে LPG সংযোগ দেওয়া হবে।
দূষণমুক্ত পরিবেশ :-এই অপরিষ্কার জ্বালানী থেকে নির্গত ধোঁয়া সাধারণভাবে পরিবেশের জন্য খারাপ। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পটি LPG সংযোগ করায় দূষন মুক্ত পরিবেশ তৈরি করতে বিশেষ ভূমিকা রাখে।
স্বাস্থ্য সমস্যার বিরুদ্ধে লড়াই :- দরিদ্র পরিবারের মহিলা রান্নার জন্য অনুপযুক্ত অন্যান্য বিভিন্ন জ্বালানি ব্যবহার করে থাকে ,যা তাদের মধ্যে গুরুতর স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার লক্ষ্য হল তাদের সুস্থ রাখতে এলপিজি (LPG)গ্যাস অ্যাক্সেস করতে সাহায্য করা। তারা সাধারণত অপরিষ্কার জ্বালানির ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে আক্রান্ত থেকে বাঁচবে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 প্রকল্প 2023-24 ( Pradhan Mantri Ujjwala Yojana 2.0)
2021 সালে আগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মাহোবা থেকে ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0’ প্রকল্পের সুচনা করেন। এই যোজনার মাধ্যমে আর্থিক ভাবে দারিদ্রসীমার নিচের পরিবারের মহিলা প্রধানকে রান্নার জন্য বিনামূল্যে গ্যাস সংযোগ এবং গ্যাস ওভেন দেওয়া হয়।
সরকার সঠিক প্রমাণ পত্র ছাড়াই ভাড়াবাড়িতে বসবাস করা প্রার্থীদের LPG সংযোগ প্রদান করে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 অনলাইন আবেদন (Pradhan Mantri Ujjwala Yojana online apply)
- যেকোনো ব্যক্তি খুব সহজভাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করতে পারবেন।
- প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় অনলাইনে আবেদন করার জন্য আপনি মোবাইল অথবা কম্পিউটার Google ওপেন করুন,প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://www.pmuy.gov.in এ যাবেন।
- এরপর Apply for New Ujjwal 2.0 Connection অপশনে ক্লিক করুন ।
- তারপরে Click Hear to apply for New Ujjwala 2.0 Connection অপশনে ক্লিক করুন ।
- এখানে আপনি তিনটি অপশন পাবেন Indian Oil, Bharat petroleum ও HP gas । আবেদনকারীকে পছন্দমত কোম্পানি সিলেক্ট করতে পারেন।
- এখনে HP Gas উদাহরণ দেওয়া হলো বাকি দুটি কোম্পানির অ্যাপ্লিকেশন প্রসেস একই রকম ভাবে আপনি আপনার পছন্দের কোম্পানি বেছে নিতে পারবেন।
- এরপরে একটি নতুন পেজ ওপেন হবে , এখানে আপনি Ujjwala beneficiary connection সিলেক্ট করুন।
- সামান্য একটু নিচের দিকে যাবেন , এখানে আপনার ডিস্ট্রিবিউটার সিলেক্ট করার জন্য State, District এবং Distributor অফশন সিলেক্ট করে Next অপশন ক্লিক করুন।
- এখন অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। ফর্ম পূরণের আগে উপর একটি চেকবক্স পাবেন, সে বক্সটিতে ক্লিক করে চেক করে নেবেন।
- ফর্মে আপনার পার্সোনাল ডিটেলস পূরণ করতে হবে। ব্যাংকিং তথ্য এবং আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। সমস্ত নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
- সব শেষে আপনার রেশন কার্ডের তথ্য এবং ফ্যামিলি মেম্বারদের রেশন কার্ডের তথ্য যোগ করতে হবে। এবার সাবমিট এ ক্লিক করবেন।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 প্রয়োজনীয় নথিপত্র ( Pradhan Mantri Ujjwala Yojana document required )
- পঞ্চায়েতের প্রধান বা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত BPL শংসাপত্র,
- BPL পরিবারের জন্য Ration CardVoter id card
- Aadhar Card
- Passport size photo
- Bank passbook
- Mobile number
- ইউটিলিটি বিল
- ইজারা চুক্তি
- বাড়ি নিবন্ধন নথি
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 স্যাটাস চেক অনলাইন (PMUY status check online)
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে pmuy.gov.in যাবেন।
- হোমপেজে ” আ্যাপ্লিকেশন স্যাটাস ট্রাক ” করুন এ ক্লিক করুন।
- আপনার আবেদনের রেফারেন্স নম্বর কিংবা মোবাইল নাম্বার লিখুন।
- এরপর আপনি ” ট্রাক” এ ক্লিক করুন।
- PMUY এ আপনার আবেদনের অবস্থান দেখতে পাবেন।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 প্রকল্পে নতুন লিস্ট 2024 ( Pradhan Mantri Ujjwala Yojana new list)
- প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট pmuy.gov.in যাবেন।
- নতুন তালিকা তে ক্লিক করুন।
- এখন নতুন তালিকা আসবে।
- তালিকাটি Download করুন।
- এই পদ্ধতিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের নতুন তালিকা দেখতে পারবেন।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা FAQ
-
Q. প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাসের দাম কত?
কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস গ্রাহকরা মোট 400 টাকা সুবিধা পাবে রান্নার গ্যাসের দামে। উজ্জ্বলা যোজনার আওতায় অন্তর্ভুক্ত প্রত্যেক মহিলারা 200 টাকা কমে গ্যাস সিলিন্ডার পেতেন। কিন্তু এখন তাঁদের আরও 200 টাকা কম দাম দিতে হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোযনা সুবিধাভোগীরা এখন থেকে 703 টাকায় সিলিন্ডার পাবেন।
-
Q. প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এর মূল উদ্দেশ্য কি?
কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস গ্রাহকরা মোট 400 টাকা সুবিধা পাবেন রান্নার গ্যাসের দামে। উজ্জ্বলা যোজনার আওতায় অন্তর্ভুক্ত মহিলারা 200 টাকা কমে গ্যাস সিলিন্ডার পেতেন। এখন তাঁদের আরও 200 টাকা কম দাম দিতে হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোযনা সুবিধাভোগীরা এখন থেকে 703 টাকায় সিলিন্ডার পাবেন।
-
Q. 2023 সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় কতগুলি গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে?
ভারতীয় পরিবারগুলিকে ভর্তুকি হারে প্রতি বছর 12টি পর্যন্ত গার্হস্থ্য এলপিজি সিলিন্ডার পাওয়ার অনুমতি দেওয়া হয়েছে৷
-
Q. উজ্জ্বলা 2.0 এবং নিয়মিত এলপিজি মধ্যে পার্থক্য কী?
ডিপোজিট-মুক্ত LPG সংযোগের পাশাপাশি, উজ্জ্বলা 2.0 সুবিধাভোগীদের বিনামূল্যে প্রথম রিফিল , হটপ্লেট প্রদান করবে। উজ্জ্বলা 2.0-এ, অভিবাসীদের রেশন কার্ড বা ঠিকানার প্রমাণ জমা দিতে হবে না কিন্তু নিয়মিত LPG তালিকাভুক্ত ব্যাক্তির কাগজপত্রের প্রয়োজন।
-
Q. প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কীভাবে পাওয়া যাবে?
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দরিদ্র পরিবারগুলোর রান্নার সুবিধার্থে যে উজ্জ্বলা যোজনা গ্যাস সংযোগের ব্যবস্থা করছে, যদি কোন ব্যক্তি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় নাম নথিভুক্ত করতে চান, তাহলে এর যোগ্যতার সঠিক ভিত্তিতে PMUY এর অফিসিয়াল ওয়েবসাইট www.pmuy.gov.in– ভিজিট করতে হবে। তারপর আপনি ‘Apply for PMUY Connection’– অপশনে ক্লিক করবেন । আপনি যে কোম্পানির গ্যাস সিলিন্ডার ক্রয় করতে চান সেই অপশনটি বেছে নিন। এর পরে আপনি প্রয়োজনী নথি সহ সমস্ত তথ্য জমা করতে Apply বাটমে ক্লিক করুন ।
-
Q. কীভাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন করবেন?
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2016 সালের 1 মে এই “উজ্জ্বলা যোজনা’ প্রকল্প চালু করেছিলেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের অধীনস্থ সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক ভাবে দুর্বল, দরিদ্র সীমান্র নীচে পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি LPG সংযোগ বা Connection দিয়ে থাকে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই প্রকল্পের অধীনস্ত পরিবারগুলো এখনও পর্যন্ত 9.6 কোটিরও বেশি এলপিজি বা LPG সংযোগ বা Connection দেওয়া হয়েছে।
-
Q. প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট কোনটি?
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট হলো www.pmuy.gov.in .
আরো পড়ুন – Bharathi Cement Scholarship 2024 : ভারতী সিমেন্ট স্কলারশিপ স্কুল-কলেজর সব ছাত্র ছাত্রী পাবে।
PM Suraksha Bima Yojana 2024 প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা আবেদন ও যোগ্যতা সম্পর্কে জানুন।
PM Fasal Bima Yojana : চাষযোগ্য জমি থাকলেই 2 লক্ষ টাকা! আবেদন পদ্ধতি জানুন ।