Wb Group D Recruitment 2024 : যে সকল বেকার চাকরি প্রার্থীরা এতদিন ধরে ভালো চাকরির জন্য প্রস্তুত নিচ্ছিল, তাদের জন্য একটি দুর্দান্ত সুখবর রয়েছে। প্রতিদিন একের পর এক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এই মুহূর্তে DM অফিসে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিনামূল্যে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।
রাজ্য সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের স্থায়ী ভাবে বাসিন্দা চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুখবর নিয়ে এসেছে। সম্প্রতি সময়ে Group D লেভেলের বিভিন্ন পদে প্রচুর শূন্যপদে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।যেসকল চাকরি প্রার্থীরা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটি একটি খুব ভালো সুবর্ণ সুযোগ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগের জন্য ছেলে-মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। তাই যারা আবেদন করতে আগ্রহী, তারা কীভাবে আবেদন করবেন? আবেদন করার শেষ তারিখ কবে ? আবেদন করতে কী যোগ্যতা থাকা দরকার? আবেদন মূল্য কত ? কীভাবে নিয়োগ করা হবে? ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তাই নিয়োগ সংক্রান্ত প্রতিটি তথ্য ভালো করে জেনে নেবেন তার পরেই আপনারা আবেদন করুন। সমস্ত কিছু তথ্য জানতে অবশ্যই আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।
Table of Contents
Group D Recruitment 2024
পদের নাম সমূহ
Group D Recruitment 2024 এর বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে উল্লেখ করা হয়েছে যে, এখানে মোট 6 ধরনের ভিন্ন ভিন্ন পদে নতুন কর্মী নিয়োগ করা হবে। এই সব পদ গুলো হলো –
ক) রাধুনি (Cook)
খ) কর্মবন্ধু (Karmabandhu)
গ) নাইট গার্ড (Night Guard)
ঘ) সুপারটেনডেন্ট (Superintendent)
শিক্ষাগত যোগ্যতা কী থাকা দরকার?
যেহেতু এখানে একটি নির্দিষ্ট পদের নিয়োগ নয় এখানে আলাদা আলাদা পদে কর্মী নিয়োগ করা হবে তাই তাদের শিক্ষাগত যোগ্যতাও আলাদা হবে।
ক) রাধুনি (Cook) – Class Viii Pass
খ) কর্মবন্ধু (Karmabandhu) – Class Viii Pass
গ) নাইট গার্ড (Night Guard) – Class Viii Pass
ঘ) সুপারটেনডেন্ট (Superintendent) – Graduated Pass
আবেদন প্রার্থীর বয়সসীমা
উপরিউক্ত যেসকল পদের জন্য প্রার্থীরা আবেদন আবেদন করতে চান তাদের বয়সসীমা নির্ধারিত করা হয়েছে।
সাধারণ আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য বয়স হতে হবে 21 বছর বয়স থেকে 40 বছর। আর সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়।
মাসিক বেতন কত?
বেতন নির্ধারণ করা হয়েছে পদের উপর ভিত্তি করে।
ক) রাধুনি (Cook) | 7000 per month |
খ) কর্মবন্ধু (Karmabandhu) | 5000 per month |
গ) নাইট গার্ড (Night Guard) | 6000 per month |
ঘ) সুপারটেনডেন্ট (Superintendent) | 15,000 per month |
ঙ) Helper | 5000 per month |
চ) Caretaker | 9000 per month |
কীভাবে আবেদন করবেন ?
Group D Recruitment 2024 এর এই নিয়োগ প্রক্রিয়া আগ্রহী যোগ্য প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তাদের শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ।
1. প্রথমে Group D Recruitment 2024 এর যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে নির্দিষ্ট লিঙ্ক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করুন।
2. তারপর আবেদনপত্রটি প্রিন্ট আউট করে সঠিক তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করুন।
3. বিজ্ঞপ্তিযে যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো বলা হয়েছে সেগুলো সব আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করুন।
4. তারপর নির্দিষ্ট যে ঠিকানার বলা হয়েছে সেই ঠিকানায় সঠিক সময়ের আগে জমা দেবেন।
আবেদন মূল্য কত ?
এই Group D Recruitment 2024 এর নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদন প্রার্থীদের কোনো রকম আবেদন ফি বা মূল্য দিতে হবে না।
নিয়োগ প্রক্রিয়া
নিয়োগ প্রক্রিয়া | পদ্ধতি |
সুপারটেনডেন্ট (Superintendent) | লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। |
রাধুনি (Cook), Helper, Caretaker, নাইট গার্ড (Night Guard), অন্যান্য পদ | সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। |
Important Date
আবেদন শুরু হয়েছে | 25 নভেম্বর 2024 থেকে |
আবেদনের শেষ তারিখ | 12 ডিসেম্বর 2024 পর্যন্ত |
এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে ও আবেদনপত্র Download করতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ুন।
অফিসিয়াল নোটিশ: CLICK HERE
আরো পড়ুন- ECIL Recruitment 2024 কর্মী নিয়োগের বিজ্ঞাপ্তি , কীভাবে আবেদন করবেন?
Field Worker Job 2024: ফিল্ড ওয়ার্কার পদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন।
Aadhaar Card Update 2024 বিনামূল্যে আধার কার্ড আপডেট করুন
Railway Ticket Seller Job 2024 রেলের টিকিট কালেক্টর পদে চাকরি, মাধ্যমিক পাশে আবেদন করুন।
Fireman Job 2024: ফায়ারম্যান পদে নিয়োগ,মাধ্যমিক পাশে আবেদন করুন।