Field Worker Job 2024 : ফিল্ড ওয়ার্কার পদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন।
Field Worker Job 2024: ফিল্ড ওয়ার্কার পদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন। পশ্চিমবঙ্গের যে সমস্ত বেকার চাকরি প্রার্থী আছে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে। ইতিমধ্যে রাজ্যে Directorate General of Health Services তরফ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।একাধিক শূন্যপদে নতুন কর্মী নিয়োগ করা হবে। এখানে চাকরির জন্য পুরুষ ও মহিলা চাকরিপ্রার্থী আবেদন করতে পারবেন।যে কোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা।
এই প্রতিবেদন থেকে আপনি জানতে পারবেন Directorate General of Health Services পদে চাকরির জন্য আবেদন মূল্য আছে কি না? চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কী দরকার? মাসিক বেতন কত? চাকরিপ্রার্থীর বয়স ,আবেদন করার শেষ তারিখ কবে ? কীভাবে আবেদন করবেন? এইসব বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। তাই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন। এছাড়াও আপনি সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে পারেন তারপরে আপনি নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
Field Worker Job 2024: ফিল্ড ওয়ার্কার পদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন।
নিয়োগকারি সংস্থার নাম | Directorate General of Health Services |
পদের নাম | Field Worker সহ মোট 64 ধরনের পদ রয়েছে। |
শূন্যপদ | নিচে উল্লেখ আছে |
আবেদন পদ্ধতি | অনলাইনে আবেদন |
আবেদনের শেষ তারিখ | 30শে ডিসেম্বর |
Table of Contents
পদের নাম (post name)
Directorate General of Health Services তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তিতে Field Worker সহ মোট 64 ধরনের পদ রয়েছে।
- Research Assistant
- Technician
- Laboratory Attendant
- Research Assistant
- Laboratory Assistant Grade II
- Insect Collector
- Technician
আরও অন্যান্য মোট 64 ধরনের সব পদ আছে ,তাই বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নেবেন।
শূন্যপদ ( Field Worker Job 2024)
Directorate General of Health Services থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 64 ধরনের পদ রয়েছে।
আবেদন প্রার্থীর বয়স সীমা ( Field Worker Job 2024)
চাকরি প্রার্থীদের Field Worker সহ মোট 64 ধরনের পদে আবেদন করার জন্য আলাদা আলাদা বয়স লাগবে বিজ্ঞপ্তি অনুযায়ী। সর্বোচ্চ 40 বছরের মধ্যে থাকতে হবে।এছাড়া সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের বয়সের ছাড় পাওয়া যাবে।
মাসিক বেতন (Month Salary)
চাকরি প্রার্থীদের Field Worker সহ মোট 64 ধরনের পদে আবেদন করার পরে চাকরি হলে প্রতি মাসে মাসিক বেতন লেভেল 1 এর 10 অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হয়।
আবেদন পদ্ধতি ( how to apply Field Worker Job 2024)
চাকরি প্রার্থীদের এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। প্রথমে চাকরিপ্রার্থীদের এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপরে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করে সাবমিট করতে হবে।এছাড়া অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখবেন। নিচে দেওয়া আছে।
আবেদন মূল্য (Application Fee)
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে 600 টাকা আবেদন মূল্য দিয়ে আবেদন করতে হবে।
আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে? (Field Worker Job 2024 important documents)
- ভোটার কার্ড,
- Driving License,
- আধার কার্ড,
- আবেদনপত্র,
- প্যান কার্ড,
- Employer ID Card (Govt./ PSU),
- ID Card issued by University/ College/ School,
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
এছাড়া আরো যে সব নথিপত্র প্রয়োজন সেগুলো বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নেবেন, তারপর আপনি আবেদন করুন।
গুরুত্বপূর্ণ তারিখ (Field Worker Job 2024 important Dates)
আবেদনের শেষ তারিখ হলো 30শে ডিসেম্বর
আরও পড়ুন- Aadhaar Card Update 2024 বিনামূল্যে আধার কার্ড আপডেট করুন
Railway Ticket Seller Job 2024 রেলের টিকিট কালেক্টর পদে চাকরি, মাধ্যমিক পাশে আবেদন করুন।
Fireman Job 2024: ফায়ারম্যান পদে নিয়োগ,মাধ্যমিক পাশে আবেদন করুন।
Student Credit card ছাত্র ছাত্রীরা 10 লক্ষ টাকা সরকারি লোন পাবে । বিস্তারিত জানুন
LIC Supervisor Recruitment 2024: LIC তে নতুন কর্মী নিয়োগ, আবেদন করুন।