ECIL Recruitment 2024 : Electric corporation of India limited (ECIL) এ অনেক শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের কয়েকটি শহরে নির্বাচিত প্রার্থীদের এই পদে পোস্টিং দেওয়া হবে। ECIL এর বিভিন্ন কারুশিল্পে ITI Tread Appreciate পদের জন্য যোগ্য প্রার্থী এবং মেশিনিস্ট, পেইন্টার, ফিটার, ওয়েল্ডার ইত্যাদি পদে অন্যান্যদের মতো অভিজ্ঞ প্রার্থীদের সন্ধানে বিজ্ঞপ্তি প্রকাশ করছে ।
আবেদনপ্রার্থীদের একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে একটি NCVT শংসাপত্রের মতো একটি ITI পাস শংসাপত্র থাকতে হবে। Electric Corporation of India Limited (ECIL) নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এই নিয়োগের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের 1 বছরের শিক্ষানবিশ প্রশিক্ষণ পাবেন।
Electric corporation of India limited (ECIL) পদে চাকরি পাওয়া কর্মীদের পোস্টিং দেওয়া হবে হায়দ্রাবাদে ।এই নিয়োগ প্রক্রিয়া এক বছরের চুক্তির ভিত্তিতে হবে। ECIL এর আবেদন প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া , যোগ্যতা, মাসিক বেতন ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।
Table of Contents
ECIL (Electric corporation of India limited) Recruitment 2024
Electric corporation of India limited (ECIL) নিয়োগ 2023- এ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , এখনে উল্লিখিত পদগুলির জন্য মোট 484টি শূন্যপদ রয়েছে । এই পদে আবেদন করতে আবেদনকারীর বয়স সীমা 18 বছর থেকে ঊর্ধ্ব বয়স সীমা 25 বছর পর্যন্ত । কিন্তু OBC প্রার্থীদের জন্য 28 বছর এবং SC/ST প্রার্থীদের জন্য 30 বছর হতে হবে । এই পদগুলির জন্য নির্বাচিত প্রার্থীদের 7700 টাকা মাসিক উপবৃত্তি প্রদান করবে ।উপরে উল্লিখিত তিনটি প্রার্থী ছাড়া অন্য সবার জন্য 8050 টাকা মাসিক উপবৃত্তি প্রদান করবে ৷
নিয়োগকারী সংস্থার নাম | Electronics Corporation of India Limited (ECIL) |
---|---|
পদের নাম | Apprentice |
বিজ্ঞপ্তি নং | 16/2024 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://www.ecil.co.in/ |
শূন্যপদ | 484 টি |
ECIL Recruitment 2024-এর কর্মী নিয়োগ করার স্থান:
Electric corporation of India limited (ECIL) এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বিবরণের ভিত্তিতে , নির্বাচিত প্রার্থীদের হায়দ্রাবাদে পোস্ট করা হবে।
ECIL Recruitment 2024- নিয়োগের এর জন্য পদের নাম এবং শূন্যপদ
ECIL নিয়োগ – এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ইসিআইএল) এর Machinist, Painter, Fitter, Welder এই রকম বিভিন্ন ধরনের কারুশিল্পে ITI Tread Apprentice হিসাবে কাজ করতে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। উপরে উল্লিখিত বিভিন্ন পদের জন্য মোট 484 টি শূন্যপদ রয়েছে।
ECIL Recruitment 2024-নিয়োগের এর জন্য আবেদনকারীর বয়সসীমা:
ECIL নিয়োগ -এ অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী , এই সমস্ত পদগুলির জন্য আবেদন প্রার্থীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন বয়সের সীমা নীচে দেওয়া হলো –
- আবেদন প্রার্থীর বয়সের ঊর্ধ্ব সীমা 25 বছর হতে হবে।
- OBC আবেদন প্রার্থীদের জন্য 28 বছর এবং SC/ST আবেদন প্রার্থীদের জন্য 30 বছর হতে হবে ।
ECIL Recruitment 2024-এর জন্য আবেদন প্রার্থীর যোগ্যতা:
ECIL নিয়োগ -এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর কিছু প্রয়োজনীয় যোগ্যতা থাকা দরকার, তা উল্লেখ করা হয়েছে । আবেদন প্রার্থীদের একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে একটি NCVT শংসাপত্রের মতো ITI পাসের শংসাপত্র থাকতে হবে।
ECIL Recruitment 2024-এর জন্য বেতন:
উল্লিখিত পদের প্রার্থী নির্বাচনের পর , তাদের মাসিক বেতন পাবেন দেওয়া হবে –
- COPA, ওয়েল্ডার এবং পেইন্টার ট্রেডের জন্য নির্বাচিত প্রার্থীদের 7700 টাকার একত্রিত মাসিক বেতন দেওয়া হবে।
- আর অন্য সব ট্রেডের জন্য নির্বাচিত প্রার্থীদের 8050 টাকার একত্রিত মাসিক বেতন দেওয়া হবে।
ECIL Recruitment 2024 ট্রেনিং এর মেয়াদ
ECIL নিয়োগ- এর অফিসিয়াল বিজ্ঞপ্তি বলা হয়েছে, এই সব উল্লেখিত পদে নিয়োগের মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা 01 বছরের শিক্ষানবিশ প্রশিক্ষণ পাবেন ।
ECIL Recruitment 2024 নির্বাচন পদ্ধতি:
ECIL নিয়োগ- এ অফিসিয়াল বিজ্ঞপ্তির জানানো হয়েছে , যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে তিনটি পদ্ধতিতে –
- প্রার্থীদের ITI পরীক্ষার নম্বরের ভিত্তিতে
- প্রার্থীদের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।
- মেডিকেল রিপোর্ট করা হবে।
ECIL Recruitment 2024 কীভাবে আবেদন করবেন?
ECIL নিয়োগ – এর অনলাইনে আবেদন করতে হবে।
- আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ECIL-এর অফিসিয়াল ওয়েবসাইটে apprenticeshipindia.gov.in যেতে হবে।
- নিজেদের নাম রেজিস্টার করতে হবে।
- এরপরে আপনি www.ecil.co.in → ‘Careers’ → ‘Current Job Openings’ অপশনে ক্লিক করুন এবং ফর্মটি ফিলাপ করতে হবে।
- সবশেষে, ডকুমেন্টস আপলোড করে আবেদনপত্রের প্রিন্ট আউট বের করে নিতে হবে।
- প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে, ফর্ম টির একটি প্রিন্ট আউট বের করে নেবেন
- অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের রেজিস্ট্রেশন করার সময়সীমা 10 ডিঊ, 2024 বিকাল 4 টা পর্যন্ত।
আরো পড়ুন – Field Worker Job 2024: ফিল্ড ওয়ার্কার পদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন।
Aadhaar Card Update 2024 বিনামূল্যে আধার কার্ড আপডেট করুন
Railway Ticket Seller Job 2024 রেলের টিকিট কালেক্টর পদে চাকরি, মাধ্যমিক পাশে আবেদন করুন।
Fireman Job 2024: ফায়ারম্যান পদে নিয়োগ,মাধ্যমিক পাশে আবেদন করুন।
Student Credit card ছাত্র ছাত্রীরা 10 লক্ষ টাকা সরকারি লোন পাবে । বিস্তারিত জানুন