Bharathi Cement Scholarship 2024 : ভারতী সিমেন্ট স্কলারশিপ স্কুল-কলেজর সব ছাত্র ছাত্রী পাবে।

Bharathi Cement Scholarship 2024 : ভারতী সিমেন্ট স্কলারশিপ স্কুল-কলেজর সব ছাত্র ছাত্রী পাবে।

Bharathi Cement Scholarship 2024 : ভারতী সিমেন্ট স্কলারশিপ স্কুল-কলেজর সব ছাত্র ছাত্রী পাবে। ভারতী সিমেন্ট স্কলারশিপ হলো একটি প্রাইভেট স্কলারশিপ।তাই ছাত্র ছাত্রী অন্যান্য সরকারি স্কলারশিপে আবেদন করার পাশাপাশি এই প্রাইভেট স্কলারশিপে আবেদন করতে পারবে।স্কুল এর নবম শ্রেণী থেকে দশম শ্রেণী, একাদশ ও দ্বাদশ শ্রেণীর সব‌ ছাত্র ছাত্রী পাবে , ও তার পাশাপাশি ডিপ্লোমা ITI, কলেজ, পোস্ট গ্রাজুয়েটইঞ্জিনিয়ারিং, এর প্রত্যেকছাত্র ছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন করেতে পারবে ।

আপনি যদি আপনার শিক্ষা চালিয়ে যেতে না পারেন তাহলে আপনি আপনার টিউশন ফি সহ পড়াশোনার জন্য খরচ করতে সক্ষম না থাকে ,তাহলে আপনি আপনার শিক্ষা এগিয়ে যেতে পারবেন না। এই সব বিষয়ের দিকে লক্ষ করে ভারতী সিমেন্ট স্কলারশিপ চালু করা হয়েছে।

Bharti Cement Corporation Private Limited‘ হলো ভারতের নামকরা সিমেন্ট কোম্পানিগুলির মধ্যে অন্যতম। প্রত্যেক পড়ুয়া সরকারি স্কলারশিপ ও বেসরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে।ভারতী সিমেন্ট স্কলারশিপে আবেদন করতে কি যোগ্যতার প্রয়োজন? আবেদন করার প্রয়োজনীয় ডকুমেন্ট ? কিভাবে অনলাইন আবেদন করবে ? এই প্রতিবেদনে ভারতী সিমেন্ট স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে।(Bharathi Cement Scholarship 2023 : ভারতী সিমেন্ট স্কলারশিপ কুড়ি হাজার টাকা প্রদান করছে।স্কুল-কলেজর সব ছাত্র ছাত্রী পাবে।)

ভারতী সিমেন্ট স্কলারশিপ বিবরণ (Details of Bharti Cement Scholarship)

Scholarship Name Bharti Cement Scholarship
সংগঠনের নামবিদ্যাসারথি সংস্থা।
আবেদনের শেষ তারিখ15 অক্টোবর 2024
সংগঠনপ্রাক এবং পোস্ট ম্যাট্রিক বৃত্তি

ভারতী সিমেন্ট স্কলারশিপ কী ? (Bharathi Cement Scholarship)

ভারতের নাম করা বিখ্যাত সিমেন্ট কোম্পানির মধ্যে অন্যতম কোম্পানির হল Bharati Cement Corporation Private Limited। বর্তমানে এই কোম্পানি অনেক সুযোগ সুবিধা প্রদান করছে।যে সকল পরিবারে দারিদ্র্য অর্থনৈতিক দুর্বলতার জন্য মেধাবী ছাত্র ছাত্রী শিক্ষা চালিয়ে যেতে অব্যাহত, বিশেষ করে তাদের সাহায্য করার জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়।ভারতী সিমেন্ট কোম্পানির এই স্কলারশিপটি প্রদান করছে বিদ্যাসারথি পোর্টালের সহযোগিতায়

ছাত্র ছাত্রীদের শিক্ষার স্তর অনুযায়ী Bharati Cement Corporation Private Limited কোম্পানি দ্বারা বিভিন্ন বৃত্তির সুযোগ রয়েছে।নবম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী, একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর সব স্কুল ছাত্র ছাত্রী , এর পাশাপাশি কলেজ,ইঞ্জিনিয়ারিং,পোস্ট গ্রাজুয়েট, ডিপ্লোমা আইটিআই, –এর পাঠরত আছে তারা আবেদন করে এর সুযোগ সুবিধা পাবে।

ভারতী সিমেন্ট স্কলারশিপ এর সাহায্যে শিক্ষার্থীরা অনেক সুবিধা পেতে চলেছে।এই স্কলারশিপ হল  ভারতী সিমেন্ট স্কলারশিপ 2023-24  দ্বারা পরিচালিত একটি স্কলারশিপ যেখানে ক্লাস 9 থেকে 12 ক্লাস,  Under Graduate,  Postgraduate, প্রফেশনাল জেনারেল ডিগ্রী ডিপ্লোমা ITI ,পলিটেকনিক কোর্স করছে তাদের এই স্কলারশিপ দেওয়া হবে।

ভারতী সিমেন্ট স্কলারশিপ আবেদনকারীর তালিকা (Bharti Cement Scholarship Applicant List)

  • BE/B.Tech ছাত্র ছাত্রীদের জন্য এই বৃত্তি।
  • দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য এই বৃত্তি।
  • একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপ।
  • দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য বৃত্তি।
  • নবম শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপ।
  • ডিপ্লোমা শিক্ষার্থীর জন্য বৃত্তি।
  • আই টি আই শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ।
  • স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য বৃত্তি।
  • M.Tech শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি।
  • আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ।

ভারতী সিমেন্ট স্কলারশিপ টাকার পরিমাণ (Bharti Cement Scholarship Course wise Amount)

কোর্সের নাম স্কলারশিপের পরিমাণ (টাকা)
নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণী, ITI ছাত্র ছাত্রীদের জন্য 10,000 টাকা।
কলেজ পড়ুয়া ( Bachelor of ArtsBachelor of Science, Bachelor of Computer Applications, Bachelor of Commerce)20,000 টাকা।
ডিপ্লোমা ছাত্র ছাত্রীদের জন্য 15,000 টাকা।
পোস্ট গ্রাজুয়েশন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য (Master of Arts,Master of Science , Master of Commerce,  Master of Computer Application, Master of Social Work ইত্যাদি)25,000 টাকা।
ইঞ্জিনিয়ারিং ছাত্র ছাত্রীদের জন্য (B.E./B.Tech)35,000 টাকা।

ভারতী সিমেন্ট স্কলারশিপ আবেদনের যোগ্যতা (Bharti Cement Scholarship Application Eligibility)

  • এই স্কলারশিপে আবেদন করতে হলে আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
  •  এই স্কলারশিপের ছাত্র-ছাত্রী সকলেই আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীকে শেষ পরীক্ষায় ন্যূনতম 50% নম্বর পেয়ে থাকতে হবে।
  • যে সকল ছাত্র ছাত্রী নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে পড়ছো , কলেজ এবং বিশ্ববিদ্যালয় পাঠরত তারা এর জন্য আবেদন করতে পারবে।
  • কোর্সগুলি UGC/ ITI/NRC/সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।
  • অবশ্যই ছাত্র ছাত্রীদের নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।

ভারতী সিমেন্ট স্কলারশিপ প্রয়োজনীয় ডকুমেন্টস (Bharti Cement Scholarship Required Documents)

  •   শেষ পরীক্ষার রেজাল্টের কপি।
  • আবেদনপ্রার্থীর বার্থ সার্টিফিকে
  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
  • শিক্ষার্থীদের চলতি কোর্সে ভর্তির রশিদ।
  • শিক্ষার্থীদের আধার কার্ড ।
  • শিক্ষার্থীদের প্যান কার্ড ।
  • শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের ফটো।
  • আবেদন প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ।
  • পারিবারিক বাৎসরিক আয়ের শংসাপত্র।

ভারতী সিমেন্ট স্কলারশিপ কিভাবে আবেদন করবেন 2024? (How to Apply Bharti Cement Scholarship)

  • ভারতী সিমেন্ট স্কলারশিপ অনলাইনে আবেদন করতে হবে। 
  • প্রথমে আপনাকে ভারতী সিমেন্ট পোর্টালে গিয়ে বৃত্তির জন্য আবেদনপত্র ফর্ম পূরণ করতে হবে।
  • এরপরে HOMEPAGE আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে।
  • এরপরে আপনি ‘Apply For Scholarship’ অপশনে ক্লিক করুন।
  • আপনার স্ক্রিনে একটি নতুন পেজ আসবে ।
  • ফর্মে জিজ্ঞেস প্রশ্নের বিস্তারিত তথ্য দিয়ে পূরণ করুন এবং সফলভাবে নিজের নাম রেজিস্ট্রেশন করুন।
  • অবশই ফরমটি যাচাই করে নেবেন।
  • এখন আপনাকে LOGIN করতে হবে।

ভারতী সিমেন্ট স্কলারশিপ আবেদনের শেষ তারিখ 2024 (Application Last date )

ভারতী সিমেন্ট স্কলারশিপ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ হলো  15 ই অক্টোবর । নির্দিষ্ট সময়ের এর আগে আবেদন সম্পূর্ণ করতে হবে।

ভারতী সিমেন্ট স্কলারশিপের সুবিধা 2024 (Bharti Cement Scholarship Benefits)

শ্রেণীসুবিধা (2024)
BE/B.Tech ছাত্র ছাত্রীদের জন্য35,000 টাকা প্রদান করা হবে।
10ম শ্রেণী ছাত্র ছাত্রীদের জন্য10,000 টাকা দেওয়া হবে।
11ম শ্রেণী শিক্ষার্থীদের জন্য 10,000 টাকা প্রদান করা হবে।
12ম শ্রেণী শিক্ষার্থীদের জন্য 10,000 টাকা সুবিধা পাবে।
ক্লাস 9ম ছাত্র ছাত্রীদের জন্য10,000 টাকা দেওয়া হবে।
ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য 15,000 টাকা প্রদান করা হবে।
ITI ছাত্র ছাত্রীদের জন্য 12,000 টাকা করে সুবিধা পাবে।
M.Tech শিক্ষার্থীদের জন্য 40,000 টাকা প্রদান করা হবে।
স্নাতকোত্তর ছাত্র ছাত্রীদের জন্য25,000 টাকা সুবিধা পাবে।
আন্ডার গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য 20,000 টাকা প্রদান করা হবে।

আরো পড়ুন – PM Suraksha Bima Yojana 2024 প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা আবেদন ও যোগ্যতা সম্পর্কে জানুন।

PM Fasal Bima Yojana : চাষযোগ্য জমি থাকলেই 2 লক্ষ টাকা! আবেদন পদ্ধতি জানুন ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *