Awas Yojana 2024 Payment বাংলা আবাস যোজনা ঘরের টাকা কবে ঢুকবে /Bangla Awas Yojana New List
বাংলা আবাস যোজনা ঘরের টাকা কবে ঢুকবে Bangla Awas Yojana নতুন আপডেট। “বাংলা আবাস যোজনা “প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক 2016 সালে চালু করা হয়েছিল একটি আবাসন প্রকল্প। এই আবাস যোজনা প্রকল্পটির লক্ষ্য অর্থনৈতিকভাবে দুর্বল অংশ বা (EWS), নিম্ন-আয়ের গোষ্ঠী বা (LIG), এবং মধ্য-আয়ের গোষ্ঠী বা (MIG) গুলিকে সাশ্রয়ী মূল্যে নতুন আবাসন প্রদান করে দেওয়া।
এই প্রতিবেদনে Bangla Awas Yojana ,বাংলা আবাস যোজনা ঘরের টাকা কবে ঢুকবে , Bangla Awas Yojana New List,
কিভাবে বাংলা আবাস যোজনা নামের লিস্ট চেক করবেন ? নাম অনুসারে আবেদনের স্থিতি চেক করুন , ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।এই প্রকল্পের অধীনে, পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিকদের পাকা বাড়ি প্রদান করার জন্য, পশ্চিমবঙ্গ সরকার এই বাংলার আবাস যোজনা প্রকল্প চালু করেছে
আবাসন ইউনিট তৈরী এবং মেরামত করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। তা ছাড়া আপনি এই প্রকল্পের আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি , সুবিধা , সম্পর্কিত বিশদও বিবরণ পেয়ে যাবেন।আপনি যদি বাংলা আবাস যোজনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন।
Awas Yojana 2024
হল পশ্চিমবঙ্গ সরকারের বড়ো একটি অংশ আবাসন , যার উদ্দেশ্য হল রাজ্যের তথা পশ্চিমবঙ্গের সমস্ত বসবাসকারীদের সাশ্রয়ী মূল্যে পর্যাপ্ত আবাসন দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকার বিশেষ করে রাজ্যের শহুরে, আধা-শহুরে এলাকা গুলোতে সুবিধাভোগীদের সাশ্রয়ী মূল্যের আবাসন দিয়ে এই প্রকল্পটি সফল হয়েছে।
বাংলা আবাস যোজনার অধীনস্থ প্রত্যেক সুবিধাভোগীদের 1.2 লক্ষ টাকা থেকে শুরু করে 1.6 লাখ টাকা পর্যন্ত সরকারি ভর্তুকি পাবেন ও তাদের পাকা বাড়ি বা আবাসন তৈরি করার জন্য।
বাংলা আভাস যোজনা প্রকল্পের ভর্তুকির পরিমাণটা সুবিধাভোগীদের পারিবারিক বার্ষিক আয় ও তাদের বাড়ির অবস্থানের উপর নির্ভর করে প্রদান করে থাকে। তাছাড়া এই প্রকল্পটি ভর্তুকির পরিমাণের পরিপূরক করার জন্য সুবিধাভোগীদের একটি ঋণের সুবিধাও দিয়ে থাকে।
Table of Contents
বাংলা আবাস যোজনা র বিবরণ (Banglar Awas Yojana 2024 Details)
- বাংলার আবাস যোজনা পরিকল্পনার পক্ষ থেকে প্রতিটি ঘরে ঘরে বাথরুম নির্মাণ করার জন্য সহায়তা প্রদান SBMG এবং MANREGAS, করবে West Bengal Govt
- ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের সরকারি কর্মসূচি অধীনে এই ধরনের facility বা সুবিধা গুলো প্রাপ্ত করতে সক্ষম হবে, যেমন পানীয় জল, বিদ্যুৎ সংযোগ, এলপিজি গ্যাস, ও সংযোগের জন্য একত্রিত হবে।
- এই প্রকল্পে, ইউনিট সহায়তার খরচ ভাগ করা হবে সমতল এলাকায় 60:40 অনুপাতে ও উত্তর-পূর্ব এবং হিমালয় রাজ্যের 90:10 অনুপাতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে এই ভাগ করা হবে।
- এই প্রকল্পের অধীনে রাজ্য সরকারকে তহবিলের 90% প্রদান করবে যার মধ্যে প্রশাসনিক ব্যয় করার জন্য 4% বরাদ্দ অন্তর্ভুক্ত থাকবে।
- কেন্দ্রীয় স্তরে, বাজেটের 5% বিশেষ প্রকল্পের জন্য সংরক্ষিত তহবিল হিসাবে রাখা হবে এবং আর্থিক সাহায্য সরাসরি সুবিধাভোগীর bank account এ জমা হবে
প্রকল্পের নাম | বাংলা আবাস যোজনা প্রকল্প (Banglar Awas Yojana 2024) |
এই প্রকল্পের ধরণ | রাজ্য সরকারের পরিকল্পনা |
প্রকল্পের উদ্দেশ্য | সামাজিক নিরাপত্তা ব্যবস্থা করা। |
প্রকল্পের বিভাগ | বীমা ও যোজনা কল্যাণ মন্ত্রক |
উপকারভোগী | পশ্চিমবঙ্গ রাজ্যের নাগরিক |
ত্রান তহবিল | 1.2 লক্ষ টাকা। |
আবেদন করার শেষ তারিখ | End date not fix |
অফিসিয়াল ওয়েবসাইট | Wbprd.gov.in |
বাংলা আবাস যোজনা প্রকল্প কি ?
বাংলা আবাস যোজনা”(Awas Yojana 2024) হল এমন আবাসন প্রকল্প যা ভারতের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে বসবাসকারী জনগণকে সাশ্রয়ী মূল্যের আবাসন প্রদান করার জন্য ।এই প্রকল্পের লক্ষ্য হল যে সকল মানুষ কাঁচা মাটির বাড়িতে বসবাস করে বা যে সব মানুষের নিজস্ব কোন বাড়ি নেই তাদের নিজস্ব পাকা বাড়ি বা আবাসন প্রদান করা।
বাংলা আবাস যোজনা প্রকল্পের অধীনস্থ, সরকার সুবিধাভোগীদের নতুন পাকা বাড়ি তৈরি বা তাদের বাড়িগুলির মেরামত ও সংস্কার করার জন্য আর্থিকভাবে সহায়তা প্রদান করা।
আবাস যোজনা প্রকল্পের বৈশিষ্ট
সাশ্রয়ী মূল্যের আবাসন:- বাংলা আবাস যোজনা প্রকল্পের লক্ষ্য পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারীদের যারা কাঁচা বাড়িতে বসবাস করছেন অথবা যাদের নিজস্ব বাড়ি নেই। সেই সব মানুষদের সাশ্রয়ী মূল্যের আবাসন প্রদান করা।
আর্থিক সহায়তা প্রদান:- পশ্চিমবঙ্গ সরকার যোগ্য সুবিধাভোগীদের নতুন বাড়ি করার জন্য বা বিদ্যমান বাড়িগুলি মেরামত ও সংস্কার করার জন্য আর্থিক সাহায্য করা।
ভর্তুকি /কিস্তি:-এই প্রকল্পের খরচ কমাতে যোগ্য সুবিধাভোগীদের কিস্তি প্রদান করা হয়। তবে কিস্তির টাকার পরিমাণ সুবিধাভোগীর বার্ষিক আয়ের উপর ভিত্তি করে প্রদান করা হয়।
টার্গেটেড সুবিধাভোগী:- এই প্রকল্পটির লক্ষ্য অর্থনৈতিকভাবে দুর্বল অংশ বা (EWS), নিম্ন-আয়ের গোষ্ঠী বা (LIG), এবং মধ্য-আয়ের গোষ্ঠী বা (MIG) গুলিকে যাদের পাক বাড়ি নেই তাদের জন্য।
অন্যান্য সুবিধা:- বাংলা আবাস যোজনা প্রকল্পটি পশ্চিমবঙ্গ রাজ্যেসুবিধাভোগীদের নতুন পাকা বাড়ি নির্মাণ করা ছাড়াও অন্যান্য সুবিধা জল, বিদ্যুৎ,স্যানিটেশন এর মতো সুবিধা গুলোও প্রদান করে।
বাস্তবায়ন:- বাংলা আবাস যোজনা প্রকল্পটি পশ্চিমবঙ্গ হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (WBHIDCO) এর দ্বারা অন্যান্য সরকারি সংস্থার সহযোগিতার মাধ্যমে বাস্তবায়িত করা হয়েছিল।
মনিটরিং:- সামগ্রিকভাবে, বাংলা আবাস যোজনা প্রকল্প হল একটি ব্যাপক পরিকল্পনা যার লক্ষ্য হলো পশ্চিমবঙ্গের প্রত্যেক জনগণকে সাশ্রয়ী মূল্যের আবাসন সহ মৌলিক সুযোগ-সুবিধা গুলোও প্রদান করা।
বাংলা আবাস যোজনা প্রকল্পের সুবিধা
বাংলা আবাস যোজনা প্রকল্পটি পশ্চিমবঙ্গের জনগণকে বিভিন্ন সুবিধা প্রদান করে, যার মধ্যে কয়েকটি সুবিধাহল:
মৌলিক সুবিধা: এই প্রকল্পটি সুবিধাভোগীদের নতুন বাড়ি নির্মাণ করার সাথে সাথে বিদ্যুৎ, জল সরবরাহ এবং স্যানিটেশন সুবিধার মতো অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধাও প্রদান করে।এই প্রকল্পটি মানুষের জীবনযাত্রার মান উন্নত করে।
কর্মসংস্থান সৃষ্টি: এই প্রকল্পটি নতুন বাড়ি নির্মাণ ও বিদ্যমান বাড়িগুলি মেরামত ও সংস্কারকে উৎসাহিত করে নির্মাণ করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে।
নারীর ক্ষমতায়ন: এই প্রকল্পটি মহিলাদেরকে বাড়ির মালিকানা দেয় ও আর্থিকভাবে সাহায্য করে তোলার মাধ্যমে তাদের ক্ষমতায়ন করে।
আবাস যোজনা টাকা কত দেওয়া হয়? (Banglar Awas Yojana 2024 Amount)
বাংলা আবাস যোজনা প্রকল্পের অন্তর্গত সুবিধাভোগীদের তিনটি কিস্তিতে ঘরের টাকা দেওয়া হবে , প্রায় 1,20,000/- (এক লক্ষ কুড়ি হাজার) টাকা একটি পাকা বাড়ি তৈরী করার জন্য ।
- প্রথম কিস্তি, 54,000/- টাকা দেওয়া হবে যা দিয়ে বাড়ির জানলা পর্যন্ত কাজ করতে হয় ।
- দ্বিতীয় কিস্তিতে 45,000/- টাকা দেওয়া হবে যার দ্বারা বাড়ির লিন্টেল লেভেল পর্যন্ত নির্মাণ কাজ করতে হয় ।
- তৃতীয় কিস্তিতে 30,000/- টাকা দেওয়া হবে, যা দিয়ে ছাদ , প্লাস্টার ও জানলা দরজা সম্পূর্ণ কাজ করতে হয় ।
আবাস যোজনা ঘরের লিস্ট চেক (Bangla Awas Yojana 2024 House List Check)
বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana List Check) প্রকল্পে ঘরের লিস্ট চেক করার জন্য নিচের ধাপ গুলি অনুসরণ করুন-
- প্রথমে আপনাকে ঘরের List Check করার জন্য Bangla Awas Yojana প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে ।
- তারপর Homepage আসবে, Awaassoft থেকে Report অপশনটি ক্লিক করবেন।
- পেজে সবার শেষের লিঙ্কে “Beneficiary details for verification“এ ক্লিক করবেন।
- এরপরে Mis report” পেজে “selection filters” এ গিয়ে আপনার রাজ্যের নাম, জেলার নাম, ব্লকের নাম, আপনি যে বছরের লিস্ট দেখতে চাইছেন সেই সাল লিখতে হবে , যোজনার নাম এবং ক্যাপচার কোড লিখে Submit করতে হবে।
- এবার আপনি স্ক্রিনে আপনার অঞ্চলের ঘরের লিস্ট (House List) দেখতে পাবেন
বাংলা আবাস যোজনা লিস্টে নাম চেক করুন (Bangla Awas Yojana 2024 Name List Check)
- আপনি বাংলা আবাস যোজনা নামের লিস্ট চেক করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট https://pmayg.nic.in এ যেতে হবে।
- এরপরে আপনি মেনুবার থেকে “stakeholder ” এর মধ্যে সবচেয়ে প্রথমে IAY/PMAYG beneficiary ক্লিক করবেন।
- এরপরে আপনার রেজিস্ট্রেশন নম্বর (Registration No) লিখে Submit করতে হবে
- এরপর আবেদনকারীর ডিটেল পেজ আসবে , সেখানে আপনার পার্সোনাল ডিটেল সহ ব্যাঙ্কের ডিটেল ও ফান্ড ট্রান্সফার ডিটেল দেওয়ার পর চেক হবে।
আবাস যোজনা Helpline number
PMAYG Technical Helpline Number | PMAYG Technical Helpline Number |
Toll-Free Number – 1800-11-6446 | Toll-Free Number – 1800-11-8111 |
Mail : support-pmayg[at]gov[dot]in | Mail : helpdesk-pfms[at]gov[dot]in |
Awas Yojana 2024 FAQ
Q. Bangla Awas Yojana অফিসিয়াল ওয়েবসাইট কোনটি ?
Bangla Awas Yojana প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট হলো https://pmayg.nic
Q. বাংলা আবাস যোজনা 2023 কিস্তিতে কত টাকা দেয় ?
প্রথম কিস্তি, 54,000/- টাকা দেওয়া হবে যা দিয়ে বাড়ির জানলা পর্যন্ত কাজ করতে হয় ।
দ্বিতীয় কিস্তিতে 45,000/- টাকা দেওয়া হবে যার দ্বারা বাড়ির লিন্টেল লেভেল পর্যন্ত নির্মাণ কাজ করতে হয় ।
তৃতীয় কিস্তিতে 30,000/- টাকা দেওয়া হবে, যা দিয়ে ছাদ , প্লাস্টার ও জানলা দরজা সম্পূর্ণ কাজ করতে হয়
আরও পড়ুন- Field Worker Job 2024: ফিল্ড ওয়ার্কার পদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন।
Sitaram Jindal Scholarship জিন্দাল স্কলারশিপ আবেদন, যোগ্যতা, শেষ তারিখ।
Group D Recruitment 2024 গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন