Railway Ticket Seller Job 2024 রাজ্যে মাধ্যমিক পাশে রেলের টিকিট কালেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে আবেদন করুন।পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য একটি নিয়োগের সুখবর।রাজ্যে মাধ্যমিক পাশে রেলের টিকিট কালেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে নূন্যতম শিক্ষাগত যোগ্যতার দরকার।যে সব বেকার যুবক যুবতী চাকরির জন্য প্রস্তুতি হচ্ছেন ,তাদের জন্য একটি সুযোগ।সম্প্রতি সময় ভারতীয় রেল দপ্তরের তরফে টিকিট সেলার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন জানাতে পারবেন। ছেলে মেয়ে উভয়েই আবেদন করতেপারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই এখানে আবেদন জানাতে পারবেন।
রাজ্যে মাধ্যমিক পাশে রেলের টিকিট কালেক্টর পদে কর্মী নিয়োগ সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো কোন পদে নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করতে হবে,শিক্ষাগত যোগ্যতা কি দরকার, বেতন ,শেষ তারিখ কবে ইত্যাদি সম্পর্কে।রেলের টিকিট কালেক্টর পদে কর্মী নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়বেন।এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইডে দেখবেন।
Table of Contents
মাধ্যমিক পাশে রেলের টিকিট কালেক্টর নিয়োগের পদের নাম (Railway Ticket Seller Job 2024)
রেলের টিকিট কালেক্টর এর জন্য যে পদে কর্মী নিয়োগ করা হবে ,তা হলো – Halt Contractor for Selling of Tickets পদ।
মাধ্যমিক পাশে রেলের টিকিট কালেক্টর পদের শিক্ষাগত যোগ্যতা (Railway Ticket Seller Job 2024)
- রেলের টিকিট কালেক্টর পদে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের ভারত সরকার যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ হতে হবে। ইংরেজি পড়তে ও বলতে জানতে হবে।
- অবশই ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা হত্যা হবে।
মাধ্যমিক পাশে রেলের টিকিট কালেক্টর শূন্যপদের বিবরণ (Railway Ticket Seller Job 2024)
সম্প্রীতি সময়ে ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে গৌড়দহ হল্ট স্টেশনের জন্য টিকিট কালেক্টর বা সেলিং এর জন্য হল্ট কন্ট্রাক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশীত হয়েছে। এই নিয়োগে প্রার্থীদের শুধুমাত্র পাঁচ বছরের জন্য নিয়োগ করা হবে।পরবর্তীত সময় এ কাজের দক্ষতা এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে আরো পাঁচ বছরের জন্য এই চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।
মাধ্যমিক পাশে রেলের টিকিট কালেক্টর এর জন্য বয়সসীমা (Railway Ticket Seller Job 2024)
রেলের টিকিট কালেক্টর পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বাধিক বয়স হতে হবে 45 বছরের মধ্যে। এছাড়াও অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত তথ্য জেনে নিবেন।
মাধ্যমিক পাশে রেলের টিকিট কালেক্টর এর জন্য মাসিক বেতন (Railway Ticket Seller Job 2024)
মাধ্যমিক পাশে রেলের টিকিট কালেক্টর পদে চাকরিপ্রার্থীদের প্রত্যেক মাসে 15,000 টাকা থেকে 2,00,001 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।
মাধ্যমিক পাশে রেলের টিকিট কালেক্টর এর আবেদন প্রক্রিয়া (Railway Ticket Seller Job 2024 Apply Process)
আগ্রহী প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে।আবেদন করার জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। এরপর নোটিশের শেষ পাতায় আবেদন ফর্মটি প্রিন্ট করেতে হবে এবং সঠিকভাবে পূরণ করতে হবে। কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হলো –
- প্রার্থীদের প্রথমেই এই সংস্থার অফিশিয়াল নোটিফিকেশনের শেষে অবস্থিত এপ্লিকেশন ফরমটিকে ডাউনলোড করতে হবে তারপরে A4 সাইজ পেপারে প্রিন্ট আউট বের করতে হবে।
- এরপরে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদন পত্রটিকে সঠিকভাবে পূরণ করুন।
- অ্যাপ্লিকেশন ফর্মে আপনার বৈধ Mobile Number, স্বাক্ষর এবং এক কপি পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন,কাস্ট সার্টিফিকেট, ফটো আইডেন্টিটি কার্ড, মাধ্যমিকের এডমিট কার্ড ও রেজাল্টের জেরক্স সেল্ফ অ্যাটেস্টেড করবেন ,তারপরে অ্যাপ্লিকেশন ফর্মের এর সঙ্গে যুক্ত করুন।
- এরপর এই ফর্মটিকে একটি খামে ভরে অফিসিয়াল ঠিকানায় নির্দিষ্ট সময়ের আগে পাঠিয়ে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
মাধ্যমিক পাশে রেলের টিকিট কালেক্টর এর নিয়োগ প্রক্রিয়া (Railway Ticket Seller Job 2024)
রাজ্যে মাধ্যমিক পাশে রেলের টিকিট কালেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে ,এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইডে নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
মাধ্যমিক পাশে রেলের টিকিট কালেক্টরের আবেদন পত্র জমা করার ঠিকানা (Railway Ticket Seller Job 2024)
The Division Railway Manager (Commercial)
Room number 4,
Eastern Railway Sealdah pin- 700014
আরো পড়ুন – Fireman Job 2024: ফায়ারম্যান পদে নিয়োগ,মাধ্যমিক পাশে আবেদন করুন।
Student Credit card ছাত্র ছাত্রীরা 10 লক্ষ টাকা সরকারি লোন পাবে । বিস্তারিত জানুন