Pm kisan – ১৯নং কিস্তির টাকা কবে ঢুকবে ?

pm kisan 19th installment date
pm kisan 19th installment date

pm kisan 19th installment date : পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গ কৃষকদের কল্যানের কথা চিন্তা করে পি এম কিষান ” প্রকল্পটি চালু করা হয়েছিল। কেন্দ্রীয় সরকার দ্বারা 2019 সালে যে প্রকল্প চালু করা হয় তার নামই হচ্ছে pm kisan । এই Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana এর মাধ্যমে কৃষকেরা বিশেষ সুবিধা পেয়ে থাকেন। প্রতি বছর মোট তিনটি কিস্তিতে সর্বমোট 6000 টাকার সুবিধা পেয়ে থাকেন।

আজকের এই প্রতিবেদনে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প কী? Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana (Pm kisan) এর পরবর্তী কিস্তির টাকা কবে পাবেন? কৃষকদের অ্যাকাউন্টে ১৯ নং কিস্তির টাকা কবে ঢুকবে? পিএম কিষান প্রকল্পে কত টাকা দেওয়া হয় ? প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার 19 তম কিস্তির টাকা দেওয়ার তারিখ কবে ? ইত্যাদি এই সব বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তাই অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন। (pm kisan 19th installment date)

Pm kisan 19th Installment 

যোজনার নামপ্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana)
যোজনার ধরণ কেন্দ্রীয় সেক্টর প্রকল্প
প্রথম ঘোষণা হয়24 শে ফেব্রুয়ারী 2019
যোজনার উদ্দেশ্যকৃষকদের আর্থিকভাবে শক্তিশালী করা
দায়িত্বে থাকা সংস্থা কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়
বার্ষিক সুবিধা 6000 টাকা
যোজনার কিস্তি প্রতি বছর 3 টি কিস্তি
শেষ কিস্তি প্রদানের দিন
যোজনার সুবিধাভোগীসমস্ত জমিধারী কৃষক পরিবার
স্কিম সুবিধার ধরণঅনলাইন

Pm kisan sammn nidhi প্রকল্প কি?

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বিশেষ করে জনকল্যাণমূলক একটি প্রকল্প শুরু হয় ” পিএম কিষান প্রকল্প“। বর্তমানে রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একাধিক প্রকল্পের মাধ্যমে অনেক সুবিধা পাচ্ছেন কৃষকরা। কেন্দ্র সরকারের উদ্দেশ্যে হলো কৃষকদেরকে আরো বেশি স্বাবলম্বী করতে , তাই একাধিক প্রকল্পের মাধ্যমে সাহায্য করে ও সেই সাথে পিএম কিষান প্রকল্পের মাধ্যমেও কৃষকরা সর্বত্রই টাকা পেয়ে থাকেন।

পিএম কিষান প্রকল্পের মাধ্যমে যে সকল কৃষকরা যোগ্য শুধুমাত্র তারাই আবেদন করে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন। আবেদনকারী প্রত্যেক কৃষকদের প্রতি বছর ৬০০০ টাকা তিনটি কিস্তির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় । (pm kisan 19th installment date)

পিএম কিষান প্রকল্পে কত টাকা দেওয়া হয়? (pm kisan 19th installment)

কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী পিএম কিষান (pm kisan) প্রকল্পের মাধ্যমে শুধু মাত্র কৃষক মাথাপিছু এই সুবিধা পাইনা বরং এক একটা কৃষি পরিবারকে ৬০০০ টাকা আর্থিক সাহায্য করা হয়। প্রত্যেক বছরে তিন বার ৬০০০ টাকায় দেওয়া হয় । যেটা মোট তিনটি কিস্তির মাধ্যমে সমান্তরাল কিস্তি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ২০০০/- টাকা দেওয়া হয়।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা টাকা কবে টাকা পাবেন ? (pm kisan 19th installment date)

আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করে থাকেন তাহলে এর পরবর্তী কিস্তির টাকা আপনি কবে পেতে পারেন বা কবে কিস্তির টাকা ঢুকবে? – এই প্রশ্ন কম বেশি সকলের। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে প্রত্যেক কৃষকেরা প্রতি বছর আর্থিক সহায়তা পেয়ে থাকেন।

PM Kisan প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ১৯ নম্বর কিস্তির টাকা 2025 সালেই দিতে চলেছে। কিন্তু 2025 সালে কোন মাসে কত তারিখে কিস্তির টাকা দেবে এটা শুধু-মাত্র কেন্দ্রীয় সরকারের কৃষি দপ্তরের তরফ থেকেই স্পষ্ট করে জানান যাবে।তবে আমরা যদি এর আগের সমস্ত কিস্তির টাকা দেওয়ার সময় ধরি , তাহলে হিসেবে অনুযায়ী আমরা দেখতে পাই যে সেক্ষেত্রে এই প্রকল্পের টাকা আপনারা কিন্তু জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে পেতে চলেছেন। (pm kisan 19th installment date)

তবে বলে রাখা ভালো যে এটাও কিন্তু স্পষ্ট নয় কারণ এটা ধারনা করা যায় যে আপনারা এর আগে যে সযময় কিস্তি টাকাটা পেয়েছেন সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসেই পেয়েছেন। সেই জন্য আশা করা যাচ্ছে যে 2025 সালে কৃষকেরা টাকা পেতে চলেছেন। তাই, আপনি যদি Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana ১৯ তম কিস্তির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনি PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan- এ অনলাইনের মাধ্যমে সুবিধাভোগী তালিকা ও স্থিতি পরীক্ষা করে নিতে পারেন ।

Pm kisan 19th installment Date

Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana র অফিসিয়াল ওয়েব সাইটে এসে আপনি দেখতে পাবেন Period Wise Payments অপশনটি।এখানে মূলত আপনি দেখতে পাবেন পিএম কিষান প্রকল্পের (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) মাধ্যমে কবে টাকা ঢুকে থাকে। পরবর্তী ১৯ নম্বর কিস্তির টাকা কবে পাবো সেটা আপনারা দেখতে পাবেন। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী 19th কিস্তির টাকা মূলত ডিসেম্বর থেকে মার্চ (December – March) মাসের মধ্যে পিএম কিষান প্রকল্পের ১৯নং কিস্তির টাকা পেয়ে যেতে পারেন।

পিএম কিষান প্রকল্পে ১৯নং কিস্তির টাকা কবে পাবো?

প্রত্যেক বারের মতো এবারও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টাকা দেওয়ার আগে ফাইনাল ডেট জানিয়ে দেয় এবং প্রত্যেক বার যেটা কৃষকদের কৃষি দপ্তরের পক্ষ থেকে আপডেট করা হয় পিএম কিষান এর অফিসিয়াল ওয়েবসাইটে। তবে কৃষকরা ১৯নং কিস্তির টাকা কবে পাবে ? ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবেন ? তা জানতে হলে আপনাকে লক্ষ্য করতে হবে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে। (Pm kisan samman nidhi)

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অফিসিয়াল ওয়েবসাইট কোনটি?

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অফিসিয়াল ওয়েবসাইটি হলো https://pmkisan.gov.in/

pm kisan 19th installment date Status Check

Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana স্ট্যাটাস বা স্থিতি পরীক্ষা কীভাবে করবেন? তা নীচে আলোচনা করা হয়েছে-

১) প্রথমে আপনি Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana এর অফিসিয়াল PM Kisan ওয়েবসাইটে প্রবেশ করুন।

২) এরপর আপনি Beneficiary Status অপশনটিতে ক্লিক করুন।

৩) তারপর পরবর্তী পেজে PM Kisan এ আওতায় নথিভুক্ত হওয়ার সময় পাওয়া রেজিস্ট্রেশন নাম্বার (Registration Number) দেওয়া হয়েছে, সেটি উল্লেখ করে Get Details অপশনে ক্লিক করুন।

৪) এরপর আপনি আপনার PM Kisan এর আবেদনের স্থিতি বা Status চলে আসবে, সেখান থেকে আপনি দেখে নিন কত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলছে। এর পাশাপাশি আপনার আবেদন Status কি রয়েছে তাও দেখতে পাবেন।

pm kisan 19th installment date (FAQ)

Q. একটি পরিবারে কতজন সদস্য PM কিষাণ থেকে ভর্তুকির সুবিধা পাবে?

Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana বা PM KISAN এর নির্দেশ অনুযায়ী, একটি পরিবারের একজন সদস্যই এর আর্থিক সুবিধা পেতে পারেন

Q. প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি চেক করার অফিসিয়াল ওয়েবসাইট কোনটি?

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি চেক করার অফিসিয়াল ওয়েবসাইটি হলো https://pmkisan.gov.in/

Q. কিভাবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্যাটাস চেক করবেন ?

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্যাটাস চেক করার জন্য প্রথমে আপনাকে PM Kisan-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হলো (https://pmkisan.gov.in/)।
হোম পেজ ওপেন হওয়ার পর একটু নিচের দিকে আপনি FARMERS CORNER অধীনে Beneficiary List অপশনটিতে ক্লিক করে নতুন আরও পেজে আপনার State, District, Sub-District, Block, Village এর নাম লিখে Get Report অপশনে ক্লিক করবেন।এবার স্ক্রিনে আপনি আপনার সমস্ত তথ্য ও PM Kisan এর কতগুলো কিস্তির টাকা পেয়েছেন সবই দেখতে পাবেন।

আরো পড়ুন – Nabanna Scholarship নবান্ন স্কলারশিপ আবেদনের পদ্ধতি এবং যোগ্যতা,

Awas Yojana 2024 আবাস যোজনা ঘরের টাকা কবে ঢুকবে

Sitaram Jindal Scholarship জিন্দাল স্কলারশিপ আবেদন, যোগ্যতা, শেষ তারিখ

Group D Recruitment 2024 গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

ECIL Recruitment 2024 কর্মী নিয়োগের বিজ্ঞাপ্তি , কীভাবে আবেদন করবেন?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *