Bangla Shasya Bima Payment ফসলের ক্ষতিপূরণের টাকা কারা পাবে, কারা পাবেনা।

Bangla Shasya Bima Payment ফসলের ক্ষতিপূরণের টাকা কারা পাবে, কারা পাবেনা।

Bangla Shasya Bima Payment: বাংলা তথা পশ্চিমবঙ্গের প্রত্যেক কৃষকদের ফসলের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতি বছর ক্ষতিপূরণ দেয়ার হয় । সেই রকমই এবছর ও কৃষকদের জন্য অত্যন্ত খুবই একটি খুশির খবর । কৃষকবন্ধুদের জন্য বাংলা শস্য বিমা ( Bangla Shasya Bima) প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণের টাকা ইতিমধ্যে ব্যাংক একাউন্টে দেওয়া শুরু হয়েছে।

ইতিমধ্যেই Bangla Shasya Bima প্রকল্পের টাকা অনেক কৃষকের ব্যাংকে ঢোকা শুরু হয়ে গিয়েছে । আপনি কবে টাকা পাবেন, আপনার টাকা ব্যাংকে কবে ঢুকবে, টাকা যে ঢুকছে তা কীভাবে বুঝবেন, ক্ষতিপূরণের যে টাকা দিচ্ছে সেই টাকাটি আপনি পাবেন কিনা সেটা কিভাবে বুঝবেন, বাংলা শস্য বীমা কী, Bangla Shasya Bima Status Check, Bangla Shasya Bima Helpline number, বাংলা শস্য বীমার স্ট্যাটাস কিভাবে চেক করবেন, স্ট্যাটাস কী থাকলে টাকা পাবেন আর কী থাকলে টাকা পাবেন না, এই সমস্ত কিছু তথ্য জানতে আজকের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়বেন। Bangla Shasya Bima প্রকল্প সম্পর্কে সমস্ত কিছু তথ্য আলোচনা করব।

Bangla Shasya Bima কী

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কৃষি বিভাগের তরফ থেকে, রাজ্য সরকার পশ্চিমবঙ্গের কৃষকদের খরিফ ঋতু 2024-এর জন্য ভুট্টা , ধান চাষীদের কৃষিজ ফসল রক্ষা করার জন্য প্রযুক্তি ভিত্তিক বাংলা শস্য বীমা (Bangla Shasya Bima) প্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করছে।

আপনারা কম বেশি সবাই জানেন যে ভারত সরকার একটি ডিজিটাল ইন্ডিয়া প্রচার শুরু করেছে। পশ্চিমবঙ্গ সরকার এই ডিজিটাল ইন্ডিয়া আওতায় অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে। তাই পশ্চিমবঙ্গ সরকার ভোটার আইডি কার্ডের মাধ্যমে অনলাইনে বাংলা শস্য বীমা প্রকল্পের স্ট্যাটাস চেক করার পদ্ধতি চালু করেছে। বর্তমানে পশ্চিমবঙ্গে অবস্থিত কোন নাগরিকদের আবেদনের স্যাটাসে তাদের নাম চেক করার জন্য কোনও রকম সরকারি অফিসে যেতে হবে না। এই ব্যবস্থা পশ্চিমবঙ্গ নাগরিকদের অনেক সময় এবং অর্থ সাশ্রয় করবে ।এই প্রকল্পটি বাস্তবায়নের সাথে সাথে, পশ্চিমবঙ্গ সরকার প্রায় 2.46 লক্ষ কৃষকদের ত্রাণ দিতে চলেছে যারা কম বৃষ্টিপাতের জন্য সঠিকভাবে বীজ ধান বপন করতে পারেনা।

Bangla Shasya Bima Overview

প্রকল্পের নাম বাংলা শস্য বীমা (Bangla Shasya Bima)
দ্বারা চালু করা হয়েছেপশ্চিমবঙ্গ সরকার
সুবিধাভোগীপশ্চিমবঙ্গের নাগরিক
অফিসিয়াল ওয়েবসাইটBangla Shasya Bima
বছর2019
রাজ্যপশ্চিমবঙ্গ
আবেদনের পদ্ধতি অনলাইন

মুখ্যমন্ত্রী বীমার টাকা কবে ছাড়বেন?

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8 ই জানুয়ারি 2025 তারিখে টুইটার ও ফেসবুকে নিজস্ব প্রোফাইল থেকে একটি পোস্ট করেছেন । এবং সেই পোস্টে তিনি বলেছেন যে, সকল পশ্চিমবঙ্গের কৃষকদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে যেমন খরা, বন্যা, শিলা বৃষ্টি ইত্যাদি কারণে খারিফ 2024 সিজিনের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছিল তাদেরকে ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হচ্ছে ।

কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সরাসরি বীমার টাকা পৌঁছানো শুরু হবে , এর জন্য 350 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাংলার 9 লক্ষ কৃষক এই ফসলের ক্ষতিপূরণের টাকা পাবে।চলতি খরিফ মরসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের জমির ক্ষতি হয়েছিল, তাঁদের এই আর্থিক সহায়তা করা হচ্ছে। ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না। কারণ, আলু, আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয়।

2019 সালে ‘বাংলা শস্য বিমা’ প্রকল্প চালু হবার পর থেকে কেবলমাত্র আমাদের পশ্চিমবঙ্গ সরকার 1 কোটি 12 লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে সর্বমোট 3 হাজার 562 কোটি টাকা সহায়তা প্রদান করেছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন যে , আমরা বরাবর বাংলার কৃষকদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো।

বীমার কারা টাকা পাবেন?

যে সকল কৃষকদের কৃষিজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যেমন খরা, বন্যা, শিলা বৃষ্টি ইত্যাদি কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য কৃষকরা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবে ।

আপনি বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা পাবেন কিনা সেটি জানতে আপনাকে বাংলা শস্য বিমার স্ট্যাটাস চেক (Bangla Shasya Bima Status Check) করে দেখে নিতে হবে (Best Agriculture Insurence) ।

Bangla Shasya Bima Status Check করার সময় যদি আপনার ক্লেম ডিটেলস (Claim Details) এর ঘরে যদি (UTR soon to be updated against Claim Paid IN INR: …. ) এই লেখাটি দেখা যায় তাহলে আপনি বুঝবেন যে ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি খুব শীঘ্রই আপনার ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন।

কারা ক্ষতিপূরনের টাকা পাবেনা ?

বাংলা শস্য বিমা প্রকল্পের স্ট্যাটাস চেক করে যখন আপনি দেখবেন আপনার ক্লেম ডিটেলস এর ঘরে (Claim Not Reorted Yet, if any will be updated) , (Claim is not yet generated against the given policy no) এই লেখাটি দেখা যাচ্ছে তাহলে আপনাকে জানতে হবে যে বর্তমানে ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি আপনার ব্যাংক একাউন্টে পাবেন না (Best Loan For Farmer)

আপনি কবে টাকা পাবেন?

আপনি যদি বর্তমানে ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়ার যোগ্য হয়ে থাকেন , তাহলে আপনার নামে যদি ক্ষতিপূরণ বরাদ্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আগামী 7 দিনের মধ্যেই আপনার ব্যাংক একাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা (Crop Insurence) পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের কৃষকরা।

বাংলা শস্য বীমা স্ট্যাটাস চেক করবেন?

বাংলা শস্য বীমার স্ট্যাটাস চেক করার জন্য আপনি যা করবেন তা হলো

  • প্রথম ধাপে, প্রথমত বাংলা শস্য বীমা প্রকল্পের স্ট্যাটাস চেক করতে এর অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন ।
  • দ্বিতীয় ধাপে, এর পরবর্তী পেজে Farmer ID অপশনটিতে আপনি ক্লিক করুন।
  • তৃতীয় ধাপে, এরপর আপনি আপনার ভোটার আইডি কার্ড নম্বর লিখে সার্চ করুন।
  • ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে সার্চ করলেই আপনার বাংলা শস্য বীমার প্রকল্পের স্ট্যাটাস এ সমস্ত তথ্য দেখিয়ে দেবে।

প্রয়োজনীয় নথিপত্র

  • আধার কার্ড,
  • ব্যবহারকারীর নাম,
  • পাসওয়ার্ড ,
  • আবেদন নম্বর,
  • ইমেইল আইডি,
  • মোবাইল নম্বর ইত্যাদি,

বাংলা শস্য বীমার কোন স্ট্যাটাসের কি মানে ?

1/ UTR soon to be updated against Claim Paid IN INR: এই লেখাটি থাকলে জানতে হবে আপনি ক্ষতিপূরণের টাকা পাবেন।

2/ Claim Not Reorted Yet, if any will be updated এই লেখাটি থাকলে জানতে হবে আপনি বর্তমানে ফসলের ক্ষতিপূরনের টাকা পাবেন না, তবে পরবর্তী সময়ে যদি আপনার স্ট্যাটাসে কিছু আপডেট আসে, তখন সেক্ষেত্রে আপনি টাকা পেতে পারেন।

3/ Claim is not yet generated against the given policy no এই লেখাটি দেখালে আপনাকে বুঝতে হবে আপনি ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন না।

কত টাকা ক্ষতিপূরন পাবেন?

বাংলা শস্য বীমা (Bangla Shasya Bima) প্রকল্পে ফসলের ক্ষতিপূরণের টাকা কৃষকরা তাদের কতটা পরিমাণ জমি আছে তার উপর নির্ভর করে পাবে আর্থিক সহায়তা পাবেন।

পশ্চিমবঙ্গের যে সকল কৃষকদের বেশি পরিমাণে জমির বীমা করা ছিল অথবা যে সকল কৃষকদের বেশি জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছিল , তারা বেশি টাকা পাবে । অর্থাৎ কৃষকদের যে পরিমাণ জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে তার উপর ভিত্তি করে ক্ষতিপূরণের টাকা পাবে।

তবে আপনি স্ট্যাটাস চেক করে কত টাকা পাবে তা বুঝে নিতে পারবেন । যখন আপনারা Bangla Shasya Bima স্ট্যাটাস চেক করবেন, তখন ক্লেম ডিটেলস এর ঘরে যদি টাকার পরিমাণ দেখায় তাহলে আপনি বুঝবেন যে টাকার পরিমাণ দেখাচ্ছে সেই টাকাটাই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরন হিসেবে পাবেন।

টাকা যে ব্যাংকে ঢুকছে তা কীভাবে বুঝবেন?

বাংলা শস্য বিমা (Bangla Shasya Bima) প্রকল্পের টাকা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করেছেন 8ই জানুয়ারি থেকে ।ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু কৃষকদের ব্যাংক একাউন্টে টাকা ঢুকে গিয়েছে।

বাংলা শস্য বীমার যোগাযোগের বিবরণ

হেল্পলাইন – 1800116515

ইমেইল- [email protected]

আরো পড়ুন – Pm kisan – ১৯নং কিস্তির টাকা কবে ঢুকবে ?

Nabanna Scholarship নবান্ন স্কলারশিপ আবেদনের পদ্ধতি এবং যোগ্যতা,

Awas Yojana 2024 আবাস যোজনা ঘরের টাকা কবে ঢুকবে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *